দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া, দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আরবি, দুশ্চিন্তা থেকে মুক্তির ইসলামিক উপায়, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া,
দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া, ,

দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া :


عن أبي بكرة رضـ قال قال رسول الله صلى الله عليه وسلم دعـوة المكروب ـ اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين ـ واصلح لي شأني كله ـ لا اله الا انت ـ ابو داؤ

শব্দের অর্থ : ‘আলমাকরূবু’-চিন্তাগ্রস্ত, বিপন্ন। ‘আরজু’—আমি প্রত্যাশী। ‘লা তাকিলনী’-আমাকে ছেড়ে দেবেন না। ‘নাফসী’-আমার প্রবৃত্তি। ‘তারফাতা’ আইনিন’-এক পলকের জন্যও। ‘আসলিহ্’-সুন্দর করে দাও। ‘শানী’-আমার অবস্থা।

আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চিন্তাগ্রস্ত ও বিপন্ন মানুষ এ দোয়া পড়বেঃ
اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين واصلح كله- لا اله الا انت

“হে আল্লাহ! আমি তোমার রহমতের প্রত্যাশী। আমাকে এক পলকের জন্যেও আমার প্রবৃত্তির হাতে ছেড়ে দিও না। আমার ব্যবতীয় অবস্থা ও কাজ-কর্ম সুষ্ঠু ও সুন্দর করে দাও। তুমি ছাড়া কোন ইলাহ নেই।” -আবু দাউদ


ব্যাখ্যা : যতক্ষণ কোন মানুষ আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে থাকে। ততক্ষণ তার প্রবৃত্তি তাকে কাবু করতে পারে না ও তার দ্বারা কোন গুনাহর কাজ সম্পাদন করাতে সক্ষম হয় না। কিন্তু যখনই মানুষ নিজেকে আল্লাহর তত্ত্বাবধান থেকে বঞ্চিত করে তখনই প্রবৃত্তি তাকে সরাসরি ধ্বংসের পথে নিয়ে যায়। এ কারণে মুমিন ও দ্বীনদার ব্যক্তিগণ সর্বদা এ দোয়া করতে থাকেন। হে আল্লাহ! আমাকে প্রবৃত্তির হাতে ছেড়ে দিয়ো না, তাহলে আমি ধ্বংস হয়ে যাবো। আমার গোটা জীবনকে সুন্দর ও সুষ্ঠু করে দাও।

দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আরবি

এছাড়া তিনি আরো বলেছেন,

عن أنس رض قـال كـان النبي صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذبك من الهم والحزن والعـجـز و الكسل وضلع الـدين غلبة الرجال- بخاری، مسلم

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করতেন-

اللهم إني أعوذبك من الهم والحزن والعـجـز و الكسل وضلع الـدين غلبة الرجال

“হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অশান্তি ও দুশ্চিন্তার হাত থেকে। অকর্মণ্যতা ও অলসতার কবল থেকে। দুঃসহ ঋণের বোঝা থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে।” -বুখারী, মুসলিম


ব্যাখ্যা : আল্লাহর আশ্রয়ে নিজেকে সমর্পণ করার তাৎপর্য হলো- বান্দা তার নিজের দুর্বলতা ও অসহায়তা সম্পর্কে সজাগ। সে যে সম্পূর্ণ দুর্বল একথা তার জানা আছে বলেই সব রকমের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্যে সর্বশক্তিমান আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছে। তাকে বিপদের আশংকা থেকে যে দুশ্চিন্তা ও অশান্তির সৃষ্টি হয় আরবী ভাষায় (হাম্‌মুন) বলা হয় । আর বিপদে আক্রান্ত হয়ে যাবার পর যে ব্যাথার সৃষ্টি হয় সে ব্যাথাকে বলে (হুযুনুন)। কোন কাজ সমাধা করতে না পারাকে (আজযুন) বোকামী ও চেষ্টার অভাবকে (কাসালুন) বলা হয়। অর্থাৎ মানুষ মনে করে, এ কাজটা অত্যন্ত সহজ। আজ রাতেই করে ফেলবে। রাত চলে গেলো। কিন্তু কাজটা করা হলো না। তখন বলে, ঠিক আছে আগামী কাল করে ফেলবো। এভাবে সে কাজের সুযোগ হারিয়ে ফেলে।


এ দোয়ার সারমর্ম হলো, মু’মিন নিজের প্রতিপালকের নিকট বলতে থাকে, হে আল্লাহ! আমাকে হেফাযত করো। অনাগত বিপদের আশংকায় আমার মন দুশ্চিন্তাগ্রস্ত করো না। বিপদ যদি এসেই পড়ে তাহলে ধৈর্য ধারণ করার তাওফিক দিয়ো। কোন জিনিস হারিয়ে গেলে তার জন্যে যেনো ব্যাথা অনুভব না করি। তোমার পথে চলতে গিয়ে যেনো কোন সময় অলসতা না করি । আজ করবো কাল করবো বলে অযথা সময় ক্ষেপণ না করি। আমার উপর যেনো ঋণের এমন কোন বোঝা চেপে না বসে যা পরিশোধ করতে না পেরে আমি দুশ্চিন্তায় জর্জরিত হয়ে পড়ি। আমাকে অসৎ লোকের প্রভাবধীন করো না ।


ট্যাগ সমূহ : দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া, দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আরবি, দুশ্চিন্তা থেকে মুক্তির ইসলামিক উপায়, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া, দুশ্চিন্তা দূর করার উপায়, দুশ্চিন্তা দূর করার দোয়া, দুশ্চিন্তা দূর করার ইসলামিক উপায়,দুশ্চিন্তা থেকে মুক্তির ইসলামিক উপায়, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া, দুশ্চিন্তা দূর করার উপায়, দুশ্চিন্তা দূর করার দোয়া, দুশ্চিন্তা দূর করার ইসলামিক উপায়,দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া
দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আরবি

আরো পড়ুন :

ঘুমানোর দোয়া

মসজিদে প্রবেশের দোয়া

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

তওবা ইস্তেগফার দোয়া

খাওয়ার দোয়া

কবর জিয়ারতের দোয়া

সফরের দোয়া

রাগ কমানোর দোয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top