ঘুমানোর দোয়া

ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুম থেকে উঠার দোয়া,ঘুম থেকে উঠার দোয়া ছবি
ঘুমানোর দোয়া

পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, “আমি তোমাদের রাত্রিকে করেছি ক্লান্তি দুরকারী।” (সূরা নাবা আয়াত : ৯)

আল্লাহ তা’আলা রাতে ঘুমানোর আদেশ দিয়েছেন এবং দিনে জীবিকা অন্বেষনের জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তা’আলা এরশাদ করেন- “রাতকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা উপার্জনের সময়।” (সূরা নাবা আয়াত ১০-১১)

কিন্তু ঘুমানোর আগে রয়েছে কিছু সুন্নাহ পদ্ধতি। ঘুমানোর আগে ও পরে দোয়া পড়া মুমিনের জীবনের অংশ। ঘুমানোর আগে আল্লাহর নাম না নেওয়া কিংবা দোয়া না পরা অনুচিত।

হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না; তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। (আবু দাউদ : ৪৮৫৬)

ঘুমানোর দোয়া

ঘুমানোর দোয়া : হযরত হুযাইফাহ রাদিয়াল্লাহ তা’আলা আনহু থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার (ঘুমানোর আগে) সময় নিজ হাত গালের নিচে রাখতেন। অতঃপর নিম্নলিখিত দোয়া পড়তেন।
১.باسيك وضعت جنبي فاغفرلی
উচ্চারণ : বিইসমিকা ওয়াদ’তু জান্বী ফাগফির লি।
অর্থ : (হে আল্লাহ্) আপনার নামের সাথে আমার পাঁজর রাখলাম সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।


اللهم باسمك أموت وأحيى .2
উচ্চারণ : আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ও আহইয়া।
অর্থ : হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ কবর এবং তোমার নামে জীবিত থাকব। (বুখারী)
অতপর তিন সূরা : সূরা ইখলাস, সূরা নাস্, সূরা ফালাক পড়ে শরীরে ফুঁ দিয়ে শুয়ে পড়তেন।

ঘুম থেকে উঠার দোয়া

ঘুম থেকে উঠার দোয়া :

الحمد لله الذي بنى الموت وهو على كل شيء قدير .د
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজী ইয়ুহ-ইল মাওতু, ওয়া-হু-য়া আলা কুল্লি শাইয়িন ক্বদির ।
অর্থ : সকল প্রশংসা সে মহান আল্লাহ’তালার যিনি মৃতকে জীবিত করেন এবং যিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান।

الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور .2
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর।
অর্থ : সকল প্রশংসা আল্লাহ্ তা’আলার জন্য যিনি আমাকে মৃত্যুর (ঘুমের) পর জীবন দান করেছেন এবং পুনর্জীবন লাভের পর তাঁর কাছেই ফিরে যাব। (বুখারী)


তাছাড়া নিচের দোয়াটিও পড়া যেতে পারে ।
لا إله إلا الله الواحد القهاررب السموات والأرض وما بينهما العزيز الغفار .5
উচ্চারণ : লাইলাহা ইল্লাহুয়াল ওয়াহিদুল কবহার, রাব্বুল সামাওয়াতি ওয়াল আরদী ওয়ামা বাইনা হুমাল আজিজুল গফফারী।
অর্থ : এক আল্লাহ ছাড়া কোন ইলাহ্ (মাবুদ) নাই। যিনি সবার চেয়ে শক্তিশালী আসমান ও জমিন এবং যা কিছু আসমান ও জমিনের মাঝে আছে (সবার) প্রভু। তিনি সবার উপর শক্তিমান ও প্রভাবশালী তিনি বড়ই ক্ষমাশীল। (নাসায়ী)

আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে বিশ্ব নবীর ঘুমানোর এই ছোট্ট আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। (আমিন)

ট্যাগ সমূহ:ঘুমানোর দোয়া বাংলায়,রাতে ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া ছবি,ঘুমানোর দোয়া পিক,ঘুমানোর দোয়া অর্থসহ,ঘুম থেকে জেগে উঠার দোয়া,ghumanor dowa,ঘুম থেকে উঠার দোয়া,ঘুম থেকে উঠার দোয়া ছবি,ঘুম থেকে উঠার দোয়া বাংলায়,ঘুম থেকে উঠার দোয়া বাংলা উচ্চারণ,সকালে ঘুম থেকে উঠার দোয়া,ঘুম থেকে উঠার দোয়া,

আরো পড়ুন :

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

জান্নাত কয়টি

জাহান্নামের বর্ণনা

শবে কদরের ফজীলত ও আমলসমূহ

সমাজে প্রচলিত কিছু বিদআত

সমাজে প্রচলিত কিছু শিরক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top