রাগ কমানোর দোয়া

রাগ নিয়ে হাদিস, রাগ কমানোর দোয়া, রাগ নিয়ে উক্তি, রাগ, রাগ নিয়ন্ত্রণ করার দোয়া, রাগ নিয়ন্ত্রণ করার উপায়, রাগ কমানোর উপায়,
প্রতীকি ছবি

পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যাদের রাগ নেই। একদা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ বর্জন করো। সাহাবী কয়েকবার বললেন, আরও নসিহত করুন। প্রত্যেক বারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ বর্জন করুন।(বুখারী শরীফ)

রাগ নিয়ে হাদিস

عن أبي هريرة رضـ قـال قـال رسـول الله صلى الله عليـه وسلم ليس الشديد بالصرعة ـ انّما الشديد الذي يملك نفسه عند الغضب – بخـاری

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে পরাজিত করতে পারে। বরং প্রকৃতপক্ষে শক্তিশালী সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। অর্থাৎ ক্রোধান্বিত হয়ে এমন কিছু না করে বসে যা আল্লাহ ও তার রাসূল অপছন্দ করেন।বুখারী

রাগ কমানোর দোয়া

রাগ কমানোর উপায় :

قـال رسـول الله صلى الله عليـه وسلم ان الغـضب من الشيطان ؛ وإن الشيطان خلق من النار ـ وإنما تطفأ النار بالماء فاذا غضب أحدكم فليتوضا ـ ابو داؤد : عطیه سعدی رض

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, ক্রোধ হলো শয়তানী কুমন্ত্রণার ফল এবং শয়তান আগুন হতে সৃষ্ট। আর আগুন একমাত্র পানি দ্বারাই নিবে থাকে । অতএব যে ব্যক্তির ক্রোধের উদ্রেক হয় সে যেনো অবশ্যই অযু করে নেয়।-আবু দাউদ

ব্যাখ্যা : এ হাদীস ও অন্যান্য হাদীসে যে ক্রোধকে শয়তানী প্রভাব বলা হয়েছে তা হলো ব্যক্তিগত কারণে সৃষ্ট ক্রোধ। কিন্তু দ্বীনের শত্রুদের বিরুদ্ধে মু’মিনের অন্তরে যে ক্রোধের উদ্রেক হয় তা হলো এক বিশেষ গুণ। যদি কেউ দ্বীনের ক্ষতি সাধনে তৎপর হয় সে ক্ষেত্রে মু’মিনের অন্তরে ক্রোধের অগ্নিশিখা প্রজ্বলিত না হওয়া ঈমানের দুর্বলতার পরিচায়ক।

ট্যাগ সমূহ : রাগ নিয়ে হাদিস, রাগ কমানোর দোয়া, রাগ নিয়ে উক্তি, রাগ, রাগ নিয়ন্ত্রণ করার দোয়া, রাগ নিয়ন্ত্রণ করার উপায়, রাগ কমানোর উপায়,

আরো পড়ুন :

মুমিনের গুণাবলী কি কি

শবে কদরের ফজীলত ও আমলসমূহ

মাহে রমজানের পূর্ব প্রস্তুতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top