ঘর থেকে বের হওয়ার দোয়া

ঘর থেকে বের হওয়ার দোয়া,ঘর থেকে বের হওয়ার দোয়া আরবিতে,ঘর থেকে বের হওয়ার নিয়ম,ঘর থেকে বের হওয়ার দোয়া ছবি,ঘর থেকে বের হওয়ার দুআ,ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে,ঘরে প্রবেশের ঘর থেকে বের হওয়ার দোয়া,ঘর থেকে বের হওয়ার দোয়া অর্থ সহ,ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা,ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে,ঘরে প্রবেশের ঘর থেকে বের হওয়ার দোয়া,ঘর থেকে বের হওয়ার দোয়া অর্থ সহ,ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা,বাড়ি থেকে বের হওয়ার দোয়া,

ঘর থেকে বের হওয়ার দোয়া

ঘর বা বাড়ি থেকে বের হতেই আল্লাহ তা’আলার কাছে সাহায্য প্রার্থনা করা উত্তম। আল্লাহ তা’আলার জিম্মাদারি চায় না এমন মুমিন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর। ঘর থেকে বের হচ্ছেন বা দূরে কিংবা কাছে কোথাও যাচ্ছেন তাহলে বাহিরে অবস্থানের সময়টাতে আল্লাহ তা’আলার জিম্মাদারী থাকার জন্য রাসুল ﷺ এর শিখানো দোয়া-ই একজন মুমিন মুসলমান বান্দার জন্য যথেষ্ট।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ﷺ )তাঁর প্রিয় উম্মতদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় মহান রবের ওপর ভরসা করে বের হওয়ার জন্য সুপরামর্শ দিয়েছেন। ঘর থেকে বের হওয়ার দোয়াটি পড়ে বের হওয়ার পর থেকে ঘরে ফিরার আগ পর্যন্ত সে আল্লাহ তা’আলার জিম্মায় থাকবে। বাহিরের জটিল ও কঠিন বিপদ-আপদ থেকে বেঁচে যাবে।

হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন-

مَا خَرَجَ النَّبِيُّ اللهِ مِن بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ: اللَّهُمْ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَن أُضَلَّ أَوْ أَزِلَ أَوْأَرَنَّ أَوْ أَطِيلِمَ أَوْ أَظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَى

অর্থ: আল্লাহর রাসূল ﷺ আমার ঘর থেকে যখনই বের হতেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে এই দুআ পড়তেন-

اللَّهُمَّ أُعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أَضَلَّ، أَوْ أَزِلَ أَوْ أَرَلَ، أَوْ أَظْلِمَ أَوْ أَظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَى

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা আন আদিল্লা আউ উদাল্লা আউ আযিল্লা আউ উল্লা আযাউ আযলিমা আউ উলামা আউ আজহালা আউ ইয়ুজহালা আলাইয়্যা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট বিপথগামী হওয়া বা পথভ্রষ্ট করা, গুনাহ করা বা গুনাহের দিকে অগ্রসর হওয়া, যুলুম করা বা যুলুমের শিকার হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকে আশ্রয় চাইছি। [সুনানে আবু দাউদ: ৫০৯৪; সুনানে তিরমিযি: ৩৪২৭; সুনানে নাসাঈ: ২৬৮; সুনানে ইবনে মাজাহঃ ৩৮৮, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৮৫, নাসাঈ]

হাদিসের মান : ইমাম তিরমিযি রহ. হাদিসটিকে হাসান সহিহ বলেছেন । সুনানে তিরমিযির আরেক বর্ণনায় বহুবচনের শব্দ যোগে আছে।

হযরত আনাস রাযি. থেকে বর্ণিত । আল্লাহর রাসূল ﷺ বলেছেন—

نَعُوْذُ بِكَ مِنْ أَنْ نَزِلَ، أَوْنَضِلَّ أَوْ نَظْلِمَ، أَوْ نُظْلَمَ ، أَوْ نَجْهَلَ، أَوْ نُجْهَلَ عَلَيْنَا. إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ. فَقَالَ بِاسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ – قَالَ : يُقَالُ حِينَئِذٍ : هُدِيتَ وَكُفِيتَ وَوُقِيْتَ فَتَنَغَى لَهُ الشَّيَاطِينُ .

অর্থ: যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দুআটি পড়ে—

بِاسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ . لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.

উচ্চারণ: বিসমিল্লাহি-তাওয়াক্কালতু-আলাল্লাহ, লা-হাওলা-ওয়ালা-কুওয়াতা-ইল্লাবিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর ওপর ভরসা করছি। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা ও শক্তি নেই।

আল্লাহর রাসূল ﷺ বলেন, তখন তাকে বলা হয়, ‘তোমাকে হেদায়েত দেয়া হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং হেফাজত করা হয়েছে। এ ঘোষণা শুনে শয়তান তার থেকে দূরে সরে যায়।
হাদিসের মান : ইমাম তিরমিযি রহ. বলেন, হাদিসটি হাসান।

সুনানে আবু দাউদের বর্ণনায় আছে—

فَيَقُولُ : يَعْنِي الشَّيْطَانُ لِشَيْطَانٍ آخَرَ : كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِى وَكَفِيَ وَوُقِ؟

অর্থ: এক শয়তান আরেক শয়তানকে বলে, যাকে হেদায়েত দেওয়া হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে ও হেফাজত করা হয়েছে, তার ওপর তুমি কিভাবে প্রভাব খাটাবে? সুনানে আৰু দাউদ: ৫০৯৫; সুনানে তিরমিজি: ৩৪২; সুনানে নাসাই। ১৮৩৭

হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন-

أَنَّ النَّبِيِّ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ:

অর্থ: আল্লাহর রাসূল ﷺ যখন ঘর হতে বের হতেন তখন এ দুআটি পড়তেন-

উচ্চারণ: বিসমিল্লাহিরুকলানু আলাল্লাহ, লা হওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, ভরসা আল্লাহর ওপর। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা ও শক্তি নেই। [সুনানে ইবনে মাজাহঃ ৩৮৮৫। আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ) ১৭৬, ইবনুস সুন্নি]

আরো পড়ুন :

নতুন কাপড় পড়ার দোয়া

কাপড় খোলার দোয়া ও পদ্ধতি

ঘুম থেকে উঠার দোয়া

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

মসজিদে প্রবেশের দোয়া

ঘুমানোর দোয়া

ট্যাগ সমূহ : ঘর থেকে বের হওয়ার দোয়া,ঘর থেকে বের হওয়ার দোয়া আরবিতে,ঘর থেকে বের হওয়ার নিয়ম,ঘর থেকে বের হওয়ার দোয়া ছবি,ঘর থেকে বের হওয়ার দুআ,ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে,ঘরে প্রবেশের ঘর থেকে বের হওয়ার দোয়া,ঘর থেকে বের হওয়ার দোয়া অর্থ সহ,ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা,ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে,ঘরে প্রবেশের ঘর থেকে বের হওয়ার দোয়া,ঘর থেকে বের হওয়ার দোয়া অর্থ সহ,ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা,বাড়ি থেকে বের হওয়ার দোয়া,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top