ঘরে প্রবেশের দোয়া বাংলা ও আরবি

ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া ছবি,নতুন ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া বাংলা,বাসর ঘরে প্রবেশের দোয়া,নিজ ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া আরবি,ঘরে প্রবেশের দুআ,ঘরে প্রবেশের দোয়া বাংলা,ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া,ঘরে প্রবেশ করার দোয়া,ঘরে ঢোকার দোয়া,ঘরে প্রবেশের দোয়া আরবি,

ঘরে প্রবেশের দোয়া

একজন মুমিন প্রত্যেক বিষয়েই রাসূল ﷺ -এর সুন্নত মেনে চলার চেষ্টা করেন। কারণ সুন্নত অনুযায়ী আমলের বদৌলতে কল্যাণ ও অফুরন্ত সওয়াব লাভ হয়। নিজের বা অপরের ঘরে প্রবেশেরও কিছু সুন্নত ও দোয়া রয়েছে। দোয়া একজন মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। নবীজি ﷺ সবকিছুর দোয়া শিখিয়েছেন। দোয়াকে ইবাদতের মগজ বলেছেন। যে যত বেশি দোয়া করবে সে ততবেশি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হবে। বান্দাদের মধ্যে যারা আল্লাহ তা‘আলা কাছে বেশি বেশি চায় আল্লাহ তাদের বেশি ভালোবাসেন।

 মহান আল্লাহ তা‘আলা তার বান্দাদেরকে তাদের বা অন্যদের ঘরে প্রবেশের আগে ঘরে অবস্থানকারীদের সালাম দেওয়ার নির্দেশ  দিয়েছেন। সালামের বিনিময়ের কারনে মহান আল্লাহ তা‘আলা রহমত ও বিশেষ অনুগ্রহ দান করেন। ঘরে প্রবেশ করার সময় ঘরে অবস্থানকারীদের সালাম দেওয়া জরুরি। মহান আল্লাহ তা‘আলা পবিত্র কোরআনে নির্দেশ  দিয়েছেন। বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা, বেশি বেশি যিকির করা, ঘরে কোনো মানুষ থাকুক বা না থাকুক সর্বাবস্থায় সালাম দেয়া মুস্তাহাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন-

فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةٌ مِنْ عِنْدِ اللهِ، مُبَارَكَةً طَيْبَةٌ.

অর্থ: যখন তোমরা ঘরে প্রবেশ করতে চাও তখন তোমরা আপন লোকদের দুআ স্বরূপ সালাম করো, আল্লাহর পক্ষ থেকে এটা কল্যাণময় ও বরকত। [সুরা নূর: ৬১]

ঘরে প্রবেশের দোয়া

হযরত আনাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ আমাকে বলেছেন-

يَا بُنَيَّ إِذَا دَخَلْتَ عَلَى أَهْلِكَ فَسَلّمْ يَكُنْ بَرَكَةً عَلَيْكَ وَعَلى أَهْلِ بَيْتِكَ .

অর্থ: হে বৎস! যখন তুমি তোমার পরিবার পরিজনের নিকট যাবে, তখন তাদেরকে সালাম দিবে। এটা তোমার ও তোমার পরিবার পরিজনের জন্য বরকতের কারণ হবে। [জামে তিরমিজি ২৬৯৯]
হাদিসের মান: ইমাম তিরমিযি রহ. হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।

আরো পড়ুন : ঘর থেকে বের হওয়ার দোয়া।

হযরত আবু মালেক আশআরি রাযি. (তার নাম হারিস, কারো মতে-উবাইদ, বলেন, কা’ব, কেউ বলেছেন ‘আমর) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন- যখন তোমাদের মধ্যে কেউ ঘরে প্রবেশ করবে তখন সে যেন এ দুআ পড়ে-

اللهُمَّ إِنْ أَسْأَلَكَ خَيْر الْمَولَج، وَخَيْرَ الْمَخْرج بِسْمِ اللهِ وَلَجْنَا، وَبِسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا.

উচ্চারণ : আল্লাহুম্মা-ইন্নি-আসআলুকা-খায়রাল-মাউলাজি-ওয়া-খায়রাল-মাখরাজি, বিসমিল্লাহি-ওয়ালাজনা-ওয়া-বিসমিল্লাহি-খারাজনা-ওয়া-আলাল্লাহি-রাব্বিনা-তাওয়াক্কালনা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট প্রবেশের স্থাণের কল্যাণ এবং বের হওয়ার স্থানের মঙ্গল কামনা করছি। আমরা আল্লাহ তাআলার নামে প্রবেশ করলাম, আল্লাহ তা‘আলার নামে বের হলাম এবং আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার ওপর ভরসা করলাম । অতঃপর পরিবারের লোকদের সালাম দিবে। [সুনানে আবু দাউদ: ৫০৯৬]

হাদিসের মান : ইমাম আবু দাউদ রহ. এ হাদিসটির সনদকে দুর্বল বলেননি। সুতরাং এটি সহিহ বলে বিবেচিত।

হযরত আবু উমামা বাহেলি রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেন-

ثلَاثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ : رَجُلٌ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ حَتَّى يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْيَرُدَّهُ بِمَا قَالَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ، وَرَجُلٌ رَاحَ إِلَى الْمَسْجِدِ فَهُوَ ضَامِنْ عَلَى اللَّهِ حَتَّى يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْيَرُدَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ، وَرَجُلٌ دَخَلَ بَيْتَهُ بِسَلَامٍ فَهُوَ ضَامِنٌ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ .


অর্থ: তিন শ্রেণীর ব্যক্তি সকলেই আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকে।
১. ঐ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়। শহিদ হয়ে জান্নাতে প্রবেশ করা অথবা কাঙ্ক্ষিত সওয়াব ও গনিমত নিয়ে ফিরে আসা পর্যন্ত তিনি আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকেন।
২. ঐ ব্যক্তি যিনি মসজিদে গমন করেন। ইন্তিকাল করে জান্নাতে প্রবেশ করা অথবা, কাঙ্ক্ষিত সওয়াব ও উপহার নিয়ে ফিরে আসা পর্যন্ত তিনি আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকেন।

৩. ঐ ব্যক্তি যিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, তিনিও আল্লাহ তাআলার নিরাপত্তা বেষ্টনীতে থাকেন।
এখানে নিরাপত্তার মধ্যে থাকার অর্থ হলো, আল্লাহ তাআলা তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। [সুনানে আবু দাউদ: ২৪৯৪, আল আদাবুল মুফরাদ: ১০৯৪, সহিহ ইবনে হিব্বান: ৪১৬, মুসতাদরাকে হাকেম ২/৭৩]
হাদিসের মানঃ ইমাম আবু দাউদ রহ. সহ অন্যান্যরা এ হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন।

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল ﷺ -কে বলতে শুনেছি, যখন কোন লোক তার গৃহে প্রবেশ করে এবং প্রবেশকালে ও আহারকালে গৌরবময় ক্ষমতাবান আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান (তার সাথীদের) বলে, তোমাদের (এখানে) রাত্রি যাপনও নেই, খাওয়াও নেই। আর যখন সে প্রবেশ করে কিন্তু প্রবেশকালে আল্লাহর নাম উচ্চারণ করে না, তখন শয়তান বলে, তোমরা থাকার জায়গা পেয়ে গেলে। আর যখন সে আহারের সময় আল্লাহর নাম উচ্চারণ করে না, তখন সে বলে, তোমাদের রাত্রি যাপন ও রাতের খাওয়ার ব্যবস্থা পেলে। [সহিহ মুসলিম: ২৪৯৪, সহিহ আবু দাউদঃ ৩৭৬৫, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ১৫৭, ইবনুস সুন্নি, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ১৭৮, নাসাঈ]

হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণিত । তিনি বলেন-

كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا رَجَعَ مِنَ النَّهَارِ إِلَى بَيْتِهِ يَقُولُ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي وَسَقَانِي الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنَ عَلَى فَأَفْضَلَ، أَسْأَلُكَ أَنْ تُجِبْرَنِي مِنَ النَّارِ.

অর্থ: আল্লাহর রাসূল ﷺযখন দিনের বেলায় ঘরে ফিরতেন তখন এ দুআ পড়তেন-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي، اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي وَسَقَانِي الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنْ عَلَى فَأَفْضَلَ أَسْأَلُكَ أَنْ تُجِيرَنِي مِنَ النَّارِ.

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযি কাফানি ওয়া আওয়ানি আলহামদু লিল্লাহিল্লাযি আত’আমানি ওয়া সাকানি আলহামদু লিল্লাহিল্লাযি মান্না আলাইয়া ফাআফদ্বালা আসআলুকা আন তুজিরানি মিনান-নার। [আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ১৫৮, ইবনুস সুন্নি]
অর্থ: সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমার জন্য যথেষ্ট এবং আমাকে বাসস্থান দিয়েছেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে খাবার খেতে দিয়েছেন এবং পান করতে দিয়েছেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমার ওপর অনেক অনুগ্রহ করেছেন। আমি আপনার কাছে মিনতি করছি, যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মুয়াত্তা ইমাম মালেক কিতাবে বর্ণিত আছে যে, কোনো বিরাণ ঘরে প্রবেশ করলেও এভাবে বলা মুস্তাহাব –

السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ

উচ্চারণ: আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
অর্থ: আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর শান্তি বর্ষিত হোক। মুয়াত্তা মালেক: ২/৯৬২। দুআর অনুবাদ: উবায়দুল্লাহ।

আরো পড়ুন :

নতুন কাপড় পড়ার দোয়া

কাপড় খোলার দোয়া ও পদ্ধতি

ঘুম থেকে উঠার দোয়া

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

মসজিদে প্রবেশের দোয়া

ঘুমানোর দোয়া

ট্যাগ সমূহ :  ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া ছবি,নতুন ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া বাংলা,বাসর ঘরে প্রবেশের দোয়া,নিজ ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া আরবি,ঘরে প্রবেশের দুআ,ঘরে প্রবেশের দোয়া বাংলা,ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া,ঘরে প্রবেশ করার দোয়া,ঘরে ঢোকার দোয়া,ঘরে প্রবেশের দোয়া আরবি,ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া ছবি,নতুন ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া বাংলা,বাসর ঘরে প্রবেশের দোয়া,নিজ ঘরে প্রবেশের দোয়া,ঘরে প্রবেশের দোয়া আরবি,ঘরে প্রবেশের দুআ,ঘরে প্রবেশের দোয়া বাংলা,ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া,ঘরে প্রবেশ করার দোয়া,ঘরে ঢোকার দোয়া,ঘরে প্রবেশের দোয়া আরবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top