আল্লাহর ৯৯ নাম

আল্লাহর ৯৯ নাম, আল্লাহর ৯৯ নামের ছবি, আল্লাহর ৯৯ নামের পিকচার, আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায়, আল্লাহর ৯৯ নামের ফজিলত, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ ও ফজিলত, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ, আল্লাহর 99 নাম, আল্লাহর ৯৯ নাম ছবি, আল্লাহর 99 নাম অর্থসহ, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ
আল্লাহর ৯৯ নামের ছবি

আসমাউল হুসনা (الاسماء الحسنى)


আল্লাহ তা’আলার ৯৯নামকে কুরআনের ভাষায় আসমাউল হুসনা বলে। উল্লেখ যে, ঐসব নাম ধরে আল্লাহ্‌কে ডাকতে বলা হয়েছে।
ويله الاسماء الحسنى فادعوه بها
আল্লাহ্ তা’য়ালার অনেক সুন্দর (গুণবাচক নামসমূহ রয়েছে সেগুলো (পড়ে) ধরে তোমরা তাকে ডাক। (সূরা আ’রাফ, আয়াত : ১৮০)

الله (আল্লাহ্) শব্দটি তার জাতি নাম يا الله বলে যেমন তাকে ডাকা যায় এবং অথ সহ উল্লেখ করছি। তেমনিই ياالرحمن (ইয়া আর রাহমানু) (বা সকল গুণবাচক নামে) ধরে তাকে ডাকা যাবে। আমরা এই অধ্যায়ে আল্লাহ্ তা’লার ৯৯ নাম (উচ্চারণ সহ) এবং অর্থসহ উল্লেখ করেছি।

হযরত আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন : আল্লাহ্ তা’য়ালার ৯৯টি (সিফাতি)
নাম আছে। যে মু’মিন তা সংরক্ষণ করবে সেই মু’মিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ্ ঐ সত্তা যিনি ব্যতিত কোন ইলাহ নেই

প্রকাশ থাকে যে, আল্লাহর আসমাউল হুসনার যথাযথ বাংলা অনুবাদ করা কঠিন। এখানে কেবলমাত্র ইঙ্গিত সূচক বাংলা অনুবাদ করা হয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। (আমিন) আল্লাহ্ তা’আলার সিফাত সম্পর্কে তিনি নিজেই ঘোষণা করেছেন।
كل يوم هو في شانه
অর্থ : একেক মুহুর্তে তিনি একেক শানে থাকেন । (সূরা রহমান-২৯)
তার শা’ন যেমন অসংখ্য অগণিত সিফাতও অসংখ্য অগণিত। তবে হাদিসের এক বর্ণনায় তার ৯৯টি , সিফাতের কথা উল্লেখ আছে। তাই এখানে সন্নিবেশিত করা হল-

আল্লাহর ৯৯ নাম সমূহ:

ক্রমিক নংআরবিতেবাংলা উচ্চারণবাংলা অর্থ :
০১يا اللهইয়া আল্লাহুহে আল্লাহ।
০২يارحمنইয়া রাহমানুহে দয়াময়।
০৩يارحيمইয়া রাহিমুহে দয়াময়, দয়ালু।
০৪ياميكইয়া মালিকুহে বাদশাহ্ ।
০৫ياقدوشইয়া কুদ্দুসুহে পবিত্রতম।
০৬ياسلامইয়া সালামুহে শান্তিদাতা।
০৭يا مؤمنইয়া ম’মিনুহে নিরাপত্তা বিধানকারী।
০৮يامهيمنইয়া মুহাইমিনুহে রক্ষাকর্তা, পরমসাহসী।
০৯ياعزيزইয়া আজিজুহে সর্বশক্তিমান, সকলের উপর জয়লাভকারী।
১০يا جبار ইয়া জাব্বারুহে পরম শক্তিশালী, অসীম ক্ষমতাশালী।
১১يا متكبرইয়া মুতাকাব্বিরুহে সর্বাপেক্ষা বড় ও মহান।
১২يا خالق ইয়া খালিকুহে যাবতীয় জড়- জগতের সৃষ্টি কর্তা।
১৩ياباريئ ইয়া বারী’য়ুহে যাবতীয় আত্মার সৃষ্টি কর্তা।
১৪يا مصورইয়া মুছউইরুহে আকৃতি এবং প্রকৃতির সৃষ্টিকর্তা।
১৫ياغفار ইয়া গাফফারুহে পরম ক্ষমাশীল।
১৬ياقهار ইয়া ক্বাহারুহে সর্বশক্তিমান।
১৭ياوهاب ইয়া ওয়াহহাবুহে পুরস্কারদাতা।
১৮يارزاقইয়া রাজ্জাকুহে অন্নদাতা।
১৯يافتاحইয়া ফাত্তাহুহে মহাবিজয়ীদাতা।
২০ياعليمইয়া আ’লিমুহে মহাজ্ঞানী।
২১ياقابضইয়া ক্ববিদ্বুহে আয়ত্তকারী।
২২ياباسطইয়া‌‌ বাসিতু‌হে প্রশস্তকারী।
২৩يا حافظ ইয়া খফিদ্বুহে অবনতকারী।
২৪يارافعইয়া রফীইয়ুহে উন্নতিদাতা।
২৫يامعزইয়া মুই’জ্বুহে সম্মানদাতা।
২৬يامذلইয়া মযিল্লুহে অপমান দানকারী।
২৭ياسميعইয়া সামিইয়ুহে শ্রবণকারী।
২৮يابصيرইয়া বাছীরুহে সর্বদ্রষ্টা।
২৯ياحكمইয়া হাকামুহে সু-বিচারক।
৩০ياعدل ইয়া আ’দলুহে ন্যায় বিচারক।
৩১يالطيفইয়া লতীফুহে সূক্ষ্মতম।
৩২ياخبيرইয়া খ’বীরুহে সর্বজ্ঞানী।
৩৩يا حليمইয়া হালীমুহে ধৈর্যশীল।
৩৪ياعظيمইয়া আ’জিমুহে মহান উন্নত।
৩৫ياغفورইয়া গফুরুহে ক্ষমাশীল।
৩৬ياشكورইয়া শাকুরুহে কৃতজ্ঞতা পছন্দকারী।
৩৭ياعلىইয়া আ’লিইউহে উন্নত, মহান।
৩৮ياكبيرইয়া কাবীইরুহে বৃহত্তম, শ্রেষ্ঠ।
৩৯يا حفيظইয়া হাফিজুহে রক্ষাকর্তা।
৪০يا مقيتইয়া মুক্বীতুহে শক্তিদাতা।
৪১ياحسيبইয়া হাসিবুহে হিসাব গ্রহণকারী।
৪২ياجليلইয়া জালিলুহে প্রতিপত্তিশালী।
৪৩یاگریمইয়া কারীমুহে অনুগ্রহকারী, সম্মানী।
৪৪يارقيبইয়া রক্বীবুহে প্রবরী।
৪৫يامجيبইয়া মুজিবুহে প্ৰাৰ্থনা কবুলকারী।
৪৬ياواسعইয় ওয়াসি’য়ুহে প্রশস্তকারী।
৪৭ياحكيمইয়া হাকিমুহে মহাজ্ঞানী।
৪৮ياودودইয়া ওয়াদূদুহে শ্রেষ্ঠবন্ধু।
৪৯يا مجيدইয়া মাজীদুহে সম্মানিত, পবিত্রতম।
৫০يا باعثইয়া বাই’ছুহে পুনরুত্থানকারী।
৫১یاشهیدইয়া শাহীদুসে সাক্ষ্যদানকারী।
৫২ياحقইয়া হাক্কুহে সত্যস্বরূপ।
৫৩قاوكيلইয়া ওয়াকিলুহে দায়িত্বশীল কার্যকারক।
৫৪ياقوىইয়া ক্বউইউয়ুহে শক্তিশালী।
৫৫يامتينইয়া মাতীনুহে দৃঢ়, অটল।
৫৬ياولىইয়া ওয়ালিইউহে বন্ধু, সাহায্যকারী।
৫৭ياحميدইয়া হামিদুহে প্রশংসিত।
৫৮يا مخصىইয়া মুহছিহে সর্বব্যাপৃত, সর্বজ্ঞানী।
৫৯يامبدئইয়া মুব্দিয়ুহে প্রথম সৃজনকারী।
৬০يامعيدইয়া মুঈ’দুহে প্রত্যাবর্তনকারী।
৬১يا محييইয়া মুহ’য়ীয়ুহে জীবনদাতা।
৬২يامميتইয়া মুমীতুহে মৃত্যুদাতা।
৬৩ياحيইয়া হাই‌য়্যুহে চিরজীবিত।
৬৪ياقيومইয়া ক্বাইয়্যুমহে চিরঞ্জীব, হে অমর।
৬৫يا واجدইয়া ওয়াজিদুহে প্রাপ্তকারী।
৬৬يا مجيدইয়া মাজিদুহে গৌরবময়।
৬৭يا أحدইয়া আহাদুহে একক।
৬৭ياصمدইয়া ছমাদুহে পবিত্রতম।
৬৯ياقادرইয়া ক্বদিরুহে সর্বশক্তিমান।
৭০يامقتدر ইয়া মুক্তাদিরুহে শক্তির আধার।
৭১يا مقدمইয়া মুক্বদ্দিমুহে অগ্রসরকারী।
৭২يا مؤخرইয়া মুয়াক্ষিরুহে পশ্চাদবর্তী কারী।
৭৩ياأولইয়া আউয়ালুহে আদি, সর্বপ্রথম।
৭৪ياأخرইয়া আখিরুহে অন্ত, সর্বশেষ।
৭৫ياظاهرইয়া জহিরুহে প্রকাশ্য।
৭৬ياباطنইয়া বাত্বিনুহে অপ্রকাশ্য।
৭৭يا والىইয়া ওয়ালিয়ুহে অধিপতি।
৭৮يامتعالیٰইয়া মুতাআ’লিয়ুহে মহান অধিপতি।
৭৯يابرইয়া বাররুহে মঙ্গলময়।
৮০ياتوابইয়া তাওয়াবুহে ক্ষমাপ্রার্থনা কবুলকারী।
৮১يا منتقمইয়া মুনতাক্বিমুহে প্রতিশোধ গ্রহণকারী।
৮২ياعفوইয়া আ’ফউয়ুহে ক্ষমা প্রদানকারী, ক্ষমাশীল।
৮৩يا رئوفইয়া রউফুহে কৃপাময়।
৮৪يامالك الملكইয়া মালিকুল-মুলকুহে বিশ্বপতি।
৮৫ياذا الجلال والا گرامইয়া যুল-জলালি-ওয়াল ইকরামুহে মর্যাদাদানশীল ও মহিমাময়।
৮৬يامقسطইয়া মুক্বছিতুহে ন্যায়পরায়ণ।
৮৭يا جامعইয়া জমিই’য়ুহে একত্রকারী।
৮৮ياغنىইয়া গনি’ইয়ুহে সম্পদশালী।
৮৯يا مغنىইয়া মুগনিই’য়ুহে সম্পদদাতা।
৯০يامانعইয়া মানিই’য়ুহে নিষেধকারী।
৯১ياضارইয়া দ্বররুহে বিপদস্রষ্টা।
৯২يا نافع ইয়া নাফিই’য়ুহে সুফল প্রদানকারী, সুফলদাতা।
৯৩يانورইয়া নূরুহে জ্যেতিময়, হে জ্যোতি।
৯৪ياهادئইয়া হাদিয়ুহে পথ প্রদর্শক, সুপথ প্রদর্শক।
৯৫يابديعইয়া বাদিই’য়ুহে প্রথম সৃষ্টিকর্তা, হে নবস্রষ্টা।
৯৬ياباقیইয়া বাক্কি’হে অনন্ত, স্থায়ী।
৯৭يا وارثইয়া ওয়ারিসুহে সর্বাধিকারী।
৯৮يارشيدইয়া রশীদুহে সুপথ প্রদর্শক, সৎপথ প্রদর্শক।
৯৯يا صبورইয়া সবুরুহে ধৈর্যশীল।
আল্লাহর ৯৯ নাম

ট্যাগ সমূহ : আল্লাহর ৯৯ নাম, আল্লাহর ৯৯ নামের ছবি, আল্লাহর ৯৯ নামের পিকচার, আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায়, আল্লাহর ৯৯ নামের ফজিলত, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ ও ফজিলত, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ, আল্লাহর 99 নাম, আল্লাহর ৯৯ নাম ছবি, আল্লাহর 99 নাম অর্থসহ, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ,আল্লাহর ৯৯ নাম, আল্লাহর ৯৯ নামের ছবি, আল্লাহর ৯৯ নামের পিকচার, আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায়, আল্লাহর ৯৯ নামের ফজিলত, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ ও ফজিলত, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ, আল্লাহর 99 নাম, আল্লাহর ৯৯ নাম ছবি, আল্লাহর 99 নাম অর্থসহ, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ,আল্লাহর ৯৯ নাম
আল্লাহর ৯৯ নাম

আরো পড়ুন :

মাহে রমজানের পূর্ব প্রস্তুতি

তারাবি নামাজ কত রাকাত ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top