
বাদশাহকে ভয় পেলে যে দুআ পড়বে
বাদশাহ হোক বা অন্য কেউ, কাউকে ভয় পাওয়া স্বাভাবিক মানবিক প্রবৃত্তি। ইসলাম শান্তির ধর্ম। তাই কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে ভয় করা ইসলামের শিক্ষার পরিপন্থী। আপনি যদি বাদশাহকে ভয় পেয়ে কোন দুআ পড়তে চান, তাহলে আপনার মনে রাখা উচিত যে ইসলামে কারো প্রতি ভয় পাওয়া স্বাভাবিক, বিশেষ করে যদি সে ব্যক্তি ক্ষমতাবান হয়। তবে, ভয়ের পরিবর্তে আল্লাহর উপর ভরসা রাখা এবং তাঁর কাছে সাহায্য চাওয়া উত্তম। তবে ভয় কাটিয়ে উঠতে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে নিম্নলিখিত দোয়াগুলো পড়তে পারেন। নিচে বাদশাহকে ভয় পেলে যে দুআ পড়বে তা দেওয়া হলো-
বাদশাহকে ভয় পেলে যে দুআ পড়বে
হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. এর সূত্রে বর্ণিত, আল্লাহর রাসুল সাঃ বলেছেন, বাদশাহ বা অন্য কাউকে ভয় করলে এ দুআ পড়বে-
لا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ، سُبْحَانَ اللهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إلهَ إِلَّا أَنْتَ ، عَزَّ جَارُكَ. وَجَلَّ ثَنَاؤُكَ .
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আজিম। লা ইলাহা ইল্লা আনতা, আয্যা জারুকা ওয়া জাল্লা সানাউকা।
অর্থ: আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, যিনি অতি মহান অত্যন্ত সহনশীল। আসমান-জমিনের প্রভু, মহান আরশের মারিকের পবিত্রতা ঘোষণা করছি। আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আপনার আশ্রয় গ্রহণকারীর জয় হোক এবং আপনার মহিমা সমুচ্চ হোক। [ইবনুস সুন্নি: ৩৪৫]
আরো পড়ুন : কোনো সম্প্রদায়কে ভয় পেলে যে দোয়া পড়বে