দোয়ায়ে মাসুরা কখন পড়তে হয় ?
নামাজের শেষ বৈঠকের শেষে সালাম ফিরানোর আগে এই দোয়া পড়তে হয়। তাশাহহুদের পর দরুদ পড়া এবং এরপর দোয়া মাসুরা পড়া সুন্নত। দোয়া মাসুরা শেষে সালাম ফেরাতে হয়।
হাদিসে এসেছে- অতঃপর (দরুদ পাঠের পর) যে দোয়া ইচ্ছে হয়; সেটাই পড়বে। (মুসলিম : ৪০২)
দোয়া মাসুরার এক্ষেত্রে বেশি প্রসিদ্ধ হলো- ‘আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি… এই দোয়াটি। ফলে অনেকেই মনে করেন দোয়া মাসুরা বলতে শুধু এটি-ই। এটি ছাড়া অন্য কোনো দোয়া পড়লে হবে না। আসলে বিষয়টি তা নয়; বরং এক্ষেত্রে কোরআন ও হাদিসে বর্ণিত যেকোনো দোয়া-ই পড়া যায়। এতে সুন্নত আদায় হয়ে যাবে।
হাদিস শরিফে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তায়ালা আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবেদন করলেন যে আমাকে একটি দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজে পড়ব। তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পাঠ করবে-
আরবি:
اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْم |
উচ্চারণঃ
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দীকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম। |
অনুবাদ:
হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক বেশী জুলুম করেছি। এবং আপনি ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না। সুতরাং আপনি নিজগুণে আমাকে ক্ষমা করুন! আর আমার প্রতি আপনি করুণা করুন! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। (সহীহ বুখারী: ১/১১৫ হা.৮৩৪) |
প্রশ্ন : নামাজে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে ?
উত্তর : জ্বি হবে। শুধুমাত্র তাশাহহুদ পড়ে সালাম ফিরালেই নামায হবে। তবে দরুদ ও দোয়া মাসুরা পড়া সুন্নত। এটা ত্যাগ করা ঠিক নয়।
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : দোয়া মাসুরা আরবি, দোয়া মাসুরা বাংলা উচ্চারণ সহ, দোয়ায়ে মাসুরা বাংলা অর্থ, দোয়ায়ে মাসুরা কখন পড়তে হয়, দোয়া মাসুরার অর্থ, দোয়া মাসুরা অর্থ, দোয়ায়ে মাসুরা বাংলা অনুবাদ, দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে, দোয়ায়ে মাসুরা এর অর্থ,বাংলায় দোয়া মাসুরা, দোয়া মাসুরা কয়টি, দোয়া কুনুত ও দোয়া মাসুরা, দোয়া মাসুরা ছবি, দোয়ায়ে মাসুরা বাংলা উচ্চারণ, দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ, |