সফরের দোয়া

সফরের দোয়া
সফরের দোয়া

সফরের দোয়া

বাড়িতে বা পাড়ার মসজিদে দুই রাকাআত নফল নামাজ আদায় করে সফর শুরু করতে হয় এবং এই দোয়া পড়তে হয়-
بسم الله توكلت على الله
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াককালতু আলাল্লাহি।
অর্থ : আমি আল্লাহ্ নামে সফর শুরু করছি এবং আল্লাহর তা’লার উপর ভরসা করছি
অতপর জানবাহনে চড়ে নিম্নের দোয়া পড়তে হয়-
سبحن الذي سخر لنا هذا وماكناله مقرنين وانا إلى ربنالمنقلبونه
উচ্চারণ : সুবহানাল্লাজি সাখরলানা হাযা ওয়ামা-কুন্না লাহু মুকরিনীন। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।

অর্থ : পবিত্র তিনি যিনি এদেরকে (জানবাহন) আমাদের বশীভূত করে দিয়েছেন। আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে যাব। (সূরা আয যুফ, আয়াত : ১৩)

নৌকা, লঞ্চ বা স্টিমারে চড়ার দোয়া

নৌকা, লঞ্চ বা স্টিমারে চড়ার দোয়া :

بسم الله مجرها ومرسها إن ربى لغفوررحيم
উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরছাহা ইন্না রব্বিলাগফুরুর রহিম।
অর্থ : তোমরা এতে আরোহন কর। আল্লাহ্র নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ন, মেহেরবান। (সূরা হুদ, আয়াত : ৪১)

ট্যাগ সমূহ : সফরের দোয়া অর্থসহ, সফরের দোয়া বাংলা, সফরের দোয়া আরবি, গাড়ি ভ্রমণের দোয়া, ভ্রমণের দোয়া, যাত্রা পথের দোয়া, ভ্রমণের দোয়া আরবি, নৌকা, লঞ্চ বা স্টিমারে চড়ার দোয়া। গাড়ি ভ্রমণের দোয়া, ভ্রমণের দোয়া, যাত্রা পথের দোয়া, ভ্রমণের দোয়া আরবি, নৌকা, লঞ্চ বা স্টিমারে চড়ার দোয়া।

আরো পড়ুন :

ঘুমানোর দোয়া

মসজিদে প্রবেশের দোয়া

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top