সর্বনাশায় নিপতিত হলে যে দুআ পড়বে
আপনি যখন মনে করেন যে আপনি কোনো বিপদে আছেন বা সর্বনাশের মুখে পড়েছেন, তখন নিম্নলিখিত দুআগুলি পড়তে পারেন- হযরত আলি রাযি. এর সূত্রে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন-
يَا عَلى أَلَّا أَعَلِمُكَ كَلِمَاتٍ إِذَا وَقَعْتَ فِي وَرُطَةٍ قُلْتَهَا؟ قُلْتُ : بَلَى، جَعَلَنِي اللهُ فَدَاكَ، قَالَ: إِذَا وَقَعْتَ فِي وَرُطَةٍ فَقُلْ : بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِي الْعَظِيمِ فَإِنَّ اللهَ تَعَالَى يَصْرِفُ بِهَا مَا شَاءَ مِنْ أَنْوَاعِ الْبَلَاءِ.
অর্থ: হে আলি! আমি কি তোমাকে এমন কথা শিক্ষা দেব যা তুমি সর্বনাশায় নিপতিত হলে পড়বে? আমি বললাম, জি, অবশ্যই শিখিয়ে দিন। আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন। আল্লাহর রাসুল (সা.) আমাকে বললেন, তুমি যখন সর্বনাশায় পড়ে যাবে, তখন এ দুআ পড়বে। এই দুআ পড়লে আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদাপদ দূর করে দিবেন। দুআটি হলো-
بسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَلَا حَوْلَ وَلَا قُوَةَ إِلَّا بِاللهِ الْعَلِي الْعَظِيمِ.
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু, বড় করুণাময় । মহান মর্যাদাবান আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা ও শক্তি নেই। [ইবনুস সুন্নি: ৩৩৬, এটি বানোয়াট]
আরো পড়ুন : রাতে বা দিনে ভয় পেলে যে দুআ পড়বে
বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া :
১. “লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া আলা কুল্লি শাই’ কাদীর।” (তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি এক, তোমার কোনো শরিক নেই, সমস্ত ক্ষমতা তোমার, সকল প্রশংসা তোমার জন্য, এবং তুমি সকল কিছুর উপর ক্ষমতাসম্পন্ন।)
২. “হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওাকিল।” (আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক।)
৩. “আল্লাহুম্মা ইন্নি আউদু বিকা মিনাশ শাইতানির রাজিম।” (হে আল্লাহ! আমি তোমার কাছে শয়তানের শর থেকে আশ্রয় চাই।)
আরো পড়ুন :
নতুন কাপড় পড়ার দোয়া
কাপড় খোলার দোয়া ও পদ্ধতি
ঘুম থেকে উঠার দোয়া
বাথরুম থেকে বের হওয়ার দোয়া
মসজিদে প্রবেশের দোয়া
ঘুমানোর দোয়া
ট্যাগ সমূহ: সর্বনাশায় নিপতিত হলে যে দুআ পড়বে,বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া |