শত্রুর দিকে তাকানোর সময় যে দোয়া পড়তে হয়
যখন কোনো মুসলমান দুশমন বা শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে চায়, তখন তার জন্য আল্লাহর সাহায্যই সবচেয়ে বড় অস্ত্র। ইসলাম শিক্ষা দেয় যে, আল্লাহ সর্বশক্তিমান এবং তিনিই সব সমস্যার সমাধান করতে পারেন। প্রিয় নবী (সাঃ) নিজেও দুশমনদের কারণে অনেক কষ্ট ভোগ করেছেন। কিন্তু তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন এবং তাঁর কাছে সাহায্য চাইতেন। তিনি নিজেও অনেক দোয়া পড়তেন এবং উম্মতকেও দোয়া করতে শিখিয়েছেন।
আপনি যখন কোনো শত্রুর দিকে তাকান, তখন নিজেকে রক্ষা করার জন্য এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য নির্দিষ্ট কিছু দোয়া পড়তে পারেন। নিচে দোয়া সমূহ নিয়ে আলোচনা করা হলো-
হযরত আনাস রাযি. এর সূত্রে বর্ণিত, আমরা এক যুদ্ধে আল্লাহর রাসুল সাঃ -এর সফর সঙ্গি ছিলাম। শত্রুদের মুখোমুখি হলে আল্লাহর রাসুল সাঃ -কে এই দুআ পড়তে শুনেছি। এরপর আমি শত্রুদেরকে পরাজিত হতে দেখেছি। তাদের সামনে-পেছনে ফেরেশতারা আঘাত করছিলেন। দুআটি হলো—
يَا مَالِكَ يَوْمِ الدِّينِ إِيَّاكَ أَعْبُدُ وَإِيَّاكَ أَسْتَعِينُ .
উচ্চারণ: ইয়া মালিকা ইয়াউমিদ্দিন, ইয়্যাকা আ’বুদু ওয়া ইয়্যাকা আসতায়িন।
অর্থ: হে বিচার দিবসের মালিক! আমি আপনারই ইবাদত-বন্দেগী করি এবং আপনারই কাছে সাহায্য চাই। [ইবনুস মুন্নি: ৩৩৪]
আবু বুরদা ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করতেন, তখন এই দোয়া পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৫৩৭)। দোয়াটি হলো-
اَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ
উচ্চারণ: আল্লাহুম্মা-ইন্না-নাজআলুকা-ফি-নুহুরিহিম-ওয়া-নাউজুবিকা-মিন-শুরুরিহিম।
অর্থ: হে আল্লাহ, আমরা তোমাকে তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্টকারিতা থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি।
আরো পড়ুন : বাদশাহকে ভয় পেলে যে দুআ পড়বে
অন্য হাদিসে বর্ণনায় এসেছে যে, রাসুলুল্লাহ (সাঃ) তখন বলতেন-
حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَكِيْلُ
উচ্চারণ : হাসবুনাল্লাহু-ওয়া-নিমাল-ওয়াকিল।
অর্থ : আমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।’ [সহীহ বুখারি ও মুসলিম]
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব শত্রু তথা দুশমনের অত্যাচার-নির্যাতন ও যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকতে প্রিয় নবি (সাঃ) -এর শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। বিজাতীয় ফেতনা ও আক্রমণ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। (আমিন)
আরো পড়ুন : কোনো সম্প্রদায়কে ভয় পেলে যে দোয়া পড়বে
ট্যাগ সমূহ : শত্রুর দিকে তাকানোর সময় যে দোয়া পড়তে হয়,শত্রুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া,শত্রুর ক্ষতি থেকে বাঁচার দোয়া,কঠিন বিপদ থেকে রেহাই পেতে দোয়া,শত্রুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া,শত্রুর ভয় থেকে সুরক্ষায় যে দোয়া পড়া সুন্নত,শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে যে দোয়া পড়তে হয়,শত্রুর মোকাবেলায় যে দোয়া পড়া সুন্নত,মহামারি ও দুর্যোগ থেকে বাঁচার আমল,দুশমান থেকে আত্মরক্ষায় যে ছোট্ট দোয়া পড়বে মুমিন |