রমজানের কুইজ সমূহ :
১. প্রশ্ন : কত হিজরীতে সিয়াম ফরজ হয় ?
উত্তর : দ্বিতীয় হিজরিতে।
২. প্রশ্ন : সিয়াম ফরজ হওয়ার পর কুরআনের কোন সূরার কত নং আয়াত উল্লেখ আছে ?
উত্তর : সূরা বাকারার ১৮৩ নং আয়াত।
৩. প্রশ্ন : সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ ?
উত্তর : চতুর্থ।
৪. প্রশ্ন : কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ?
উত্তর : সিয়াম/রোজা।
৫. প্রশ্ন : রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি ?
উত্তর : রাইয়্যান।
৬. প্রশ্ন : বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় ?
উত্তর : রমজান মাসে।
৭. প্রশ্ন : বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করে রাখা হয় ?
উত্তর : রমজান মাসে।
৮. প্রশ্ন : ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয় ?
উত্তর : ফজরের পূর্বে।
৯. প্রশ্ন : সিয়াম পালনকারীর জন্য কখন সেহরি খাওয়া মুস্তাহাব ?
উত্তর : শেষ রাতে।
১০. প্রশ্ন : কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত ?
উত্তর : টাটকা খেজুর। তা না পেলে যে কোন খেজুর, তা না পেলে পানি দ্বারা।
১১. প্রশ্ন : রোজাদারের মেসওয়াক করার হুকুম কি ?
উওর : সুন্নাহ্।
১২. প্রশ্ন : সফর যদি আরামদায়ক হয়; কষ্ট না হয়, তবে রোজা ভাঙ্গার হুকুম কি ?
উত্তর : রোজা ভঙ্গ করা জায়েয, তবে রাখা উত্তম।
১৩. প্রশ্ন : নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব ?
উত্তর : ঋতু বা নেফাস হলে।
১৪. প্রশ্ন : বছরের কোন কোন দিন রোজা রাখা হারাম ?
উত্তর : দুই ঈদের দিন এবং আইয়ামে তাশরিক (জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখে)
১৫. প্রশ্ন : কোন কাজ করলে রোজা ভঙ্গ হয় এবং কাফফারা স্বরূপ দুমাস রোজা রাখতে হয় অথবা ৬০ জন মিসকিন কে খাদ্য প্রদান করতে হয় ?
উত্তর : রমজানের রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে।
১৬. প্রশ্ন : কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলেও রোজা ভঙ্গ হবে না ?
উত্তর : ভুলক্রমে পানাহার করলে।
১৭. প্রশ্ন : মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি ?
উত্তর : আশুরার রোজা।
১৮. প্রশ্ন : আশুরার রোজা রাখার ফজিলত কি ?
উত্তর : এর মাধ্যমে বিগত এক বছরে গোনাহ মাফ হয়।
১৯. প্রশ্ন : আশুরা রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত ?
উত্তর : দুইটি, মহাররমের ৯-১০ অথবা ১০-১১ তারিখে।
২০. প্রশ্ন : কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন একদিন ছাড়তেন ?
উত্তর : দাউদ আলাইহিস সাল্লাম।
২১. প্রশ্ন : কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সাওয়াব পাওয়া যায় ?
উত্তর : শাওয়াল মাসের ৬ টি রোজা।
২২. প্রশ্ন : কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত দু’বছর গুনা মাফ হয় ?
উত্তর : আরাফাত দিবসের রোজা।
২৩. প্রশ্ন : আইয়্যামে বিজের রোজা কাকে বলে ?
উত্তর : আরবি মাসের ১৩-১৪ ও ১৫ তারিখের রোযা কে।
২৪. প্রশ্ন : সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্নত ?
উত্তর : সোমবার ও বৃহস্পতিবার।
২৫. প্রশ্ন : সপ্তাহে কোন দিন এককভাবে নফল রোজা রাখা নাজায়েজ ?
উত্তর : শুক্রবার।
২৬. প্রশ্ন : লাইলাতুল কদর কখন হয় ?
উত্তর : রমজানের শেষ দশকের যে কোন বিজোড় রাতে।
২৭. প্রশ্ন : তারাবির নামাজ আদায় হুকুম কি ?
উত্তর : সুন্নতে মুয়াক্কাদা।
২৮. প্রশ্ন : নবী (সা:) কতদিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন ?
উত্তর : ৩ দিন।
২৯. প্রশ্ন : নবী (সাঃ) তিন দিন তারাবির নামাজ জামাতে আদায় করার পর আর কেন জামাতে আদায় করেননি ?
উত্তর : ফরজ হয়ে যাওয়ার ভয়ে।
৩০. প্রশ্ন : কখন থেকে পুনরায় তারাবির নামাজ জামাতের সাথে পড়া চালু হয় ?
উত্তর : ওমর (রাদিয়াল্লাহু আনহু) এর খেলাফত কালে।
৩১. প্রশ্ন : তারাবির নামাজ কয় রাকাত আদায় করা সুন্নত ?
উত্তর : বিতরসহ ১১ রাকাত।
৩২. প্রশ্ন : তারাবির নামাজ ২০ রাকাত আদায় করার হুকুম কি ?
উত্তর : জায়েজ, তবে ১১ রাকাতই উত্তম।
রমজান মাস কোরআন নাজিলের মাস। নাযিল হওয়া এই কোরআন; মানুষের জন্য হেদায়েত ও পথ নির্দেশক। মুসলিম উম্মাহর জন্য নির্দেশনা হল; যারা এই মাসটি পাবে তাদের জন্য রোজা পালন করতে হবে। হিজরীর পর মদিনায় ২য় হিজরিতে ১০-ই শাবান মুমিন মুসলমানের উপর রমজানের রোজা ফরজ হয়েছিল।
আল্লাহ তা’আলা আমাদের সকলকে রমজানের ফরজ রোজা পালন করার তৌফিক দান করুক। (আমিন)
আরো পড়ুন :
০১. সূরা ফাতিহা এর তাফসীর নামকরন ও শানে-নুযূল
ট্যাগ সমূহ : রমজানের কুইজ,ইসলামিক কুইজ,রমজানের ইসলামিক কুইজ,ইসলামিক প্রশ্ন ও উত্তর কুইজ,কুরআনের কুইজ,রোজা সম্পর্কিত প্রশ্ন উত্তর,রমজানের কুইজ,ইসলামিক কুইজ,রমজানের ইসলামিক কুইজ,কুরআনের কুইজ,রোজা সম্পর্কিত প্রশ্ন উত্তর |