মসজিদে যাওয়ার দোয়া

মসজিদে যাওয়ার দোয়া,মসজিদে যাওয়ার সময় দোয়া,মসজিদে যাওয়ার পিক,মসজিদে যাওয়ার সময় পড়ার দো'আ,মসজিদে ঢোকার দোয়া,

মসজিদে যাওয়ার দোয়া

মসজিদে যাওয়ার দোয়া : মসজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান বলা হয়। মসজিদে ইবাদত-বন্দেগি ও আমল-আজকার করা হয়। মসজিদে প্রবেশ করতে হলে পবিত্রতা ও পরিচ্ছন্নাতার সঙ্গে প্রবশে করতে হয়। অপবিত্রতার নিয়ে মসজিদে প্রবেশ জায়েজ নেই। মসজিদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাঃ বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (মুসলিম, হাদিস : ১৪১৪)

যদি কেউ মসজিদ নামায আদায়ের নিয়তে বের হয়, তাহলে কোন দুআ পড়বে? জবাব হলো- যদি মসজিদের উদ্দেশ্যে বের হয় তাহলে উক্ত দুআর সাথে নিম্নোক্ত দুআগুলো যুক্ত করা মুস্তাহাব-

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদ্দেশ্যে ঘরে থেকে বের হয়ে মসজিদে দিকে হেঁটে যেতে যেতে চমৎকার একটি দোয়া পড়তেন।

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাঃ তাঁর খালা মায়মুনা রাযি.-এর ঘরে রাত্রিযাপন করলেন। তিনি আল্লাহর রাসূল সাঃ এর তাহাজ্জুদ নামাযের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, যখন মুআজ্জিন ফযরের আযান দিতেন, তখন তিনি নামাযের জন্য বের হতেন এবং এ দুআ পড়তেন-

اللهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وفي لِسَانِي نُورًا، وَاجْعَلْ فِي سَبْعِي نُورًا، وَاجْعَلْ فِي بَصَرِى نُورًا، وَاجْعَلْ مِن خَلْفِى نُورًا، وَمِنْ أَمَا مِن نُورًا، وَاجْعَلْ مِنْ فَوْقِ نُورًا، وَمِنْ تَحْتِى نُورًا، اللهُمَّ أَعْطِنِي نُورًا.

উচ্চারণ: আল্লাহুম্মাজআল ফি কালবি নুরান, ওয়া ফি লিসানি নুরান, ওয়াজআল ফি সামঈ নুরান, ওয়াজআল ফি বাসারি নুরান, ওয়াজআল মিন খালফি নুরান, ওয়া মিন আমামি নুরান, ওয়াজআল মিন ফাওকি নুরান, ওয়ামিন তাহতি নুরান, আল্লাহুম্মা আ’তিনি নুরান ।

অর্থ: হে আল্লাহ! আমার হৃদয়ে, কর্ণে, চক্ষে, আমার পশ্চাতে, সম্মুখ ভাগে, আমার উপরিভাগে, আমার নিচে নূর দিয়ে ভরে দিন । হে আল্লাহ! আমাকে নূর প্রদান করুন। [সহিহ মুসলিমঃ ৭৬৩, সহিহ বুখারি: ৬৩১৬, সুনানে আবু দাউদ: ১৩৫৩, সুনানে তিরমিযি: ৩৪১৯, সুনানে নাসাঈ ২/২১৮]

হযরত বিলাল রাযি. থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাঃ যখন নামাযের জন্য বের হতেন তখন এ দুআ পড়তেন—

بِاسْمِ اللَّهِ آمَنْتُ بِاللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ اللَّهُمَّ بِحَقِّ السَّائِلِينَ عَلَيْكَ. وَبِحَقِّ مَخْرَجيْ هَذَا، فَإِنّى لَمْ أَخْرُجْهُ أَشَرًا وَلَا بَطَرًا وَلَا رِيَاءٌ وَلَا سُبْعَةٌ، خَرَجْتُ ابْتِغَاءَ مَرْضَاتِكَ، وَاتِقَاءَ سَخَطِكَ ، أَسْأَلُكَ أَنْ تُعِيْلَ نِي مِنَ النَّارِ وَأَنْ تُدْخِلَنِى الْجَنَّةَ .

উচ্চারণ: বিসমিল্লাহি আমানতু বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, আল্লাহুম্মা বিহাক্কিস-সাইলিনা আলাইকা ওয়া বিহাক্কি মাখরাজি হাযা ফাইন্নি লাম আখরুজহু আশাররান, ওয়া লা বাতারান ওয়া লা রিয়াআন, ওয়া লা সুমআতান, খরাজতু ইবতিগাআ মারযাতিকা ওয়া ইত্তিকাইকা সাখাতিকা, আসআলুকা আন তুঈযানি মিনান-নারি ওয়া তুদখিলানিল জান্নাতা ।

অর্থ: আল্লাহর নামে রওনা করলাম, ঈমান আনলাম আল্লাহর ওপর এবং তার ওপরই ভরসা করলাম । আল্লাহ ছাড়া নেক কাজ করা বা খারাপ কাজ থেকে বাঁচার কোনো শক্তি নেই। হে আল্লাহ! আপনার কাছে প্রার্থনাকারীদের যে হক রয়েছে, সে হকের ওসিলায় প্রার্থনা করছি এবং আমার মসজিদের দিকে আসার নেক আমলের ওসিলায় দুআ করছি। আমি উৎফুল্লতা, অহমিকা, লৌকিকতা ও সুখ্যাতির জন্য বের হইনি, বের হয়েছি কেবল আপনার সন্তুষ্টি অর্জন এবং অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার লক্ষ্যে। আমি আপনার কাছে মিনতি করছি, যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতে প্রবেশ করান। [ইবনুস সুন্নি: ৮৪]

হাদিসের মান : হাদিসটি দুর্বল। এতে ওয়াজি ইবনে নাফে উকাইলি নামে একজন বর্ণনাকারী রয়েছে, সে দুর্বল ও মুনকারুল হাদিস হওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম একমত । হাফেয ইবনে হাজার আসকালানী রহ. বলেন: উক্ত হাদিসটি যঈফ জিদ্দান (ওয়াহি) দারাকুতনি তাঁর ‘আফরাদ’ নামক কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন।

আর আবু সাঈদ খুদরি রাযি. থেকে হযরত আতিয়্যা আওফির রেওয়ায়েত ইবনু সুন্নিতে (৮৪নং হাদিস) উল্লেখিত হয়েছে। উক্ত হাদিসটি হাসান। মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ এবং ইবনে খুযাইমা তাঁর কিতাবুত তাওহিদে হাদিসটি উল্লেখ করেছেন। [আলফুতুহাত: ২/৪০-৪১]

আল্লাহ তা’আলা আমাদের সকলকে মসজিদে যাওয়া-আসা এবং জামাতের সাথে নামাজ আদায়ের সকল আদব ও সুন্নত যথাযথ আদায়ের তাওফিক দান করুন। (আমিন)

আরো পড়ুন :

দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

ঘুমানোর দোয়া

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

ট্যাগ সমূহ : মসজিদে যাওয়ার দোয়া,মসজিদে যাওয়ার সময় দোয়া,মসজিদে যাওয়ার পিক,মসজিদে যাওয়ার সময় পড়ার দো’আ,মসজিদে ঢোকার দোয়া,মসজিদে যাওয়ার দোয়া,মসজিদে যাওয়ার সময় দোয়া,মসজিদে যাওয়ার পিক,মসজিদে যাওয়ার সময় পড়ার দো’আ,মসজিদে ঢোকার দোয়া,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top