
মসজিদে প্রবেশের দোয়া
মসজিদে প্রবেশের দোয়া : মসজিদ হলো আল্লাহর ঘর। যার মূল গৃহ হল কা’বা বা কেবলা । মসজিদ হল কাবার প্রতিনিধি। এতে প্রবেশ করতে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। পবিত্র মন, পবিত্র দেহ, পবিত্র পোশাক নিয়ে এতে প্রবেশ করা উচিত। এ ঘর বিশ্রাম, নিদ্রা বা রাত্রি যাপনের স্থান নয়; বরং এটি হলো ইবাদত ও ইসলামি বিধি-বিধান তা’লিমের স্থান।
রাসুল (সা.) এর জামানায় মসজিদে নববিতে সাহাবায়ে কেয়ামগণ রাত্রি যাপন করেছেন বলে কোন বর্ণনা নাই । বরং আহলে সুফাফ্রে সদস্যগণ তাদের জন্য নির্মিত সুফফায় রাত্রি যাপন করতেন। কখনো ঝড়-বৃষ্টির কারণেও তারা মসজিদে রাত কাটাতেন না,বর্তমানে প্রচলিত মসজিদে অবস্থানের রীতি নব আবিষ্কৃত যা তিন শ্রেষ্ঠযুগ বা বিংশ শতাব্দীর প্রথম দিকেও ছিলনা।
মসজিদে প্রবেশের দোয়া
মসজিদে প্রবেশ করতে হলে প্রথমে ডান পা, পরে বাম পা দিয়ে প্রবেশ করতে হয় এবং নিম্নের দোয়াগুলোর যে কোন একটি পড়তে হয়। জানা থাকলে সবগুলোই পড়া উত্তম।
بسم الله اللهم افتح لي أبواب رحمتك
উচ্চারণ : আল্লাহুমাফ তাহলী আবওয়াবা রহমাতিক।
অর্থ : হে আল্লাহ্! আপনি আপনার করুণার দ্বারসমূহ আমাদের জন্য খুলে দিন। (সহিহ বুখারি)
মসজিদ থেকে বের হওয়ার দোয়া
নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় যথারীতি দরূদ ও সালাম পেশ করে বের হওয়া উত্তম আমল । তবে কিছু দোয়া পড়াও উত্তম। যেমন-
اللهم إني أسئلك من فضلك
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা মিন ফাদলিক ।
অর্থ : হে আল্লাহ্! আমি আপনার নিকট উত্তম অনুগ্রহ প্রার্থনা করছি। (মুসলিম, নাসায়ি ও ইবনে মাজাহ)
ট্যাগ সমূহ : মসজিদে প্রবেশের দোয়া আরবি,মসজিদে প্রবেশের দোয়া হাদিস, মসজিদ হতে বের হওয়ার দোয়া,মসজিদ থেকে বের হওয়ার আরবি দোয়া, |
আরো পড়ুন :