নির্জনাবস্থায় ভয় পেলে যে দুআ পড়তে হয়
নির্জনাবস্থায় ভয় পেলে যে দুআ পড়তে হয় : হযরত ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাযি. এর সূত্রে বর্ণিত, তিনি বলেন: হে আল্লাহর রাসূল! আমি অনেক সময় নিজেকে একাকি মনে করি। আল্লাহর রাসুল সাঃ বললেন, যখন তুমি বিছানায় শোবে তখন এই দুআটি পড়বে, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না বা তোমাকে কোনো খারাবতা স্পর্শ করবে না। দুআটি হলো-
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ .
উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহ। ওয়া মিন হামাজাতিশ শাইয়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।
অর্থ: আমি আল্লাহ তাআলার ক্রোধ থেকে পূর্ণ–দৃঢ় উক্তিসমূহের আশ্রয় নিচ্ছি, তার সৃষ্টির খারাবতা থেকে এবং শয়তানের কুস্পর্শ ও উপস্থিতি থেকে। [সুনানে আবু দাউদ: ৩৮৯৩, সুনানে তিরমিযি: ৩৫১৯]
আরো পড়ুন : অধিক ঋণী হয়ে গেলে যে দুআ পড়বে
নির্জনাবস্থায় ভয় পেলে যে দুআ পড়তে হয়
হযরত বারা ইবনে আজেব রহ. এর সূত্রে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসুল সাঃ -এর কাছে একাকীত্বের দরুন ভয় পাওয়ার অভিযোগ করলো। তখন আল্লাহর রাসুল সাঃ তাকে বললেন, তুমি এ দুআ বেশি বেশি পড়বে। ঐ ব্যক্তি বলেন, এই দুআ পড়ার ফলে আমার ভয় কেটে গেছে। দুআটি হলো-
سُبْحَانَ الْمَلِكِ القُدُّوسِ رَبِّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ ، جَعَلْتَ السَّمَوَاتِ وَالْأَرْضِ بِالْعِزَّةِ وَالْجَبَرُوتِ .
উচ্চারণ: সুবহানাল মালিকিল কুদ্দুসি রাব্বিল মালায়িকাতি ওয়াররুহ, জাল্লালতাস সামাওয়াতি ওয়াল আরদি বিল ইজ্জাতি ওয়াল যাবারুত ।
অর্থ: আমরা মহান মালিকের পবিত্রতা ও গুণকীর্তন বর্ণনা করি, যিনি ফেরেশতা ও জিবরিলের প্রভু। আপনি সম্মান ও প্রতাপ দ্বারা আসমান-জমিন মহিমান্বিত করেছেন। [ইবনুস সুন্নি: ৬৩৯]
আরো পড়ুন : আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল
ট্যাগ সমূহ : ভয় পেলে যে দুআ পড়তে হয়,নির্জনাবস্থায় ভয় পেলে যে দুআ পড়তে হয়,ভয় পেলে যে দুআ পড়বে,মানসিক ভয় দূর করার দোয়া,মনের ভয় দূর করার উপায়,মনের ভয় দূর করার ঔষধ,বাচ্চারা ভয় পেলে কোন দোয়া পড়তে হয়,ভয় দূর করার দোয়া আরবি,হঠাৎ ভয় পেলে কোন দোয়া পড়তে হয়,রাতে ভয় দূর করার দোয়া,পরীক্ষার ভয় দূর করার দোয়া |