বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা

বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা,কোনো বিষয় কঠিন হলে যে দুআ পড়বে,৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া,সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ,বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়া লা সাহায্যের হাত বাড়িয়ে দেন,যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া,বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা,কোন সূরা পড়লে বিপদ দূর হয়,বিপদ থেকে মুক্তির নামাজ,সমস্যা থেকে মুক্তির দোয়া

বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা

কেউ যদি যে কোনো বিষয়ে কঠিন পরিস্থিতি বা বিপদে পড়ে যায়; তহলে তার উচিত রাসূল (ﷺ) কে অনুসরণ করে এ দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কারণ রাসূল (ﷺ) নিজেও এ রকম অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। হাদিসে এসেছে- হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল (ﷺ) বলেন-

اَللَّهُمَّ لَا سَهْلَ اِلَّا مَا جَعَلْتَهُ سَهُلَا وَ أَنْتَ تَجْعَلُ الْحُزْنَ اِذَا شِئْتَ سَهْلَا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা-লা-সাহলা-ইল্লা-মা-ঝাআলতাহু-সাহলা-ওয়া-আংতা-তাঝআলুল-হাযনা-ইজা-শিতা-সাহলা।’
অর্থ : হে আল্লাহ! কোনো কিছুই সহজ নয় সেটি ছাড়া যেটিকে তুমি সহজ করে দাও। আর তুমি যখন চাও পেরেশানিকে সহজ করে দাও।’ [ইবনু হিব্বান]

আরো পড়ুন : হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

কোনো বিষয় কঠিন হলে যে দুআ পড়বে

কোনো বিষয় কঠিন হলে বা জীবনে কোনো সমস্যা দেখা দিলে মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়াগুলো আমাদেরকে শান্তি দেয় এবং আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করে। কঠিন সময় পার করার জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে: হযরত আনাস রাযি. এর সূত্রে বর্ণিত, আল্লাহর রাসুল ﷺ বলতেন-

اللَّهُمَّ لَا سَهُلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا.

১. উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা যাআলতাহু সাহলা, ওয়া আনতা তাজআলুল হাজানা ইযা শি’তা সাহলা।
অর্থ: হে আল্লাহ! আপনি যদি সহজ না করেন তাহলে কোনো কিছুই সহজ হবে না।আর আপনি চাইলে দুঃচিন্তার বিষয়ও সহজ করে দিতে পারেন। [ইবনুস সুন্নি: ৩৫১, মাওয়াবিদঃ ২৪২৭ ]

কোনো বিষয় কঠিন হলে বা জীবনে কোনো সমস্যা দেখা দিলে মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়াগুলো আমাদেরকে শান্তি দেয় এবং আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করে। কঠিন সময় পার করার জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে-

২. উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।
অর্থ: হে জীবিত ও স্বয়ংসম্পূর্ণ, আমি আপনার রহমতের আশ্রয় চাই।

৩. উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে। [বুখারি: ২৮৯৩; আবু দাউদ: ১৫৫৫]

সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ

৪. উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কদা-ই, ওয়া শামাতাতিল আ’দা-ই।
অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের কঠিন পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে।’

৫. উচ্চারণ: লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: শক্তি ও ক্ষমতা কেবল আল্লাহরই আছে।

দোয়া করলেই সমস্যা সব সময় সহজে সমাধান হয়ে যাবে এমন নয়। দোয়ার পাশাপাশি নিজের যথাসাধ্য চেষ্টাও করতে হবে। সুতরাং পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, মহান আল্লাহর ওপর ভরসা করার বিকল্প নেই। মানুষ যত বড় ক্ষমতার অধিকারীই হোক না কেন; মহান আল্লাহর ক্ষমতার কাছে কিছুই নয়; আবার আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো ক্ষমতা বা সাহায্যও নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ দেখান।

আরো পড়ুন : শয়তানের কুনজর থেকে বাঁচার দোয়া

ট্যাগ সমূহ : বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা,কোনো বিষয় কঠিন লে যে দুআ পড়বে,৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া,সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ,বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়া লা সাহায্যের হাত বাড়িয়ে দেন,যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া,বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা,কোন সূরা পড়লে বিপদ দূর হয়,বিপদ থেকে মুক্তির নামাজ,সমস্যা থেকে মুক্তির দোয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top