বালা-মুসিবত দূর করতে যে দুআ পড়বে

বালা মুসিবত থেকে বাচার উপায়,বালা-মুসিবত দূর করতে যে দুআ পড়বে,৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া,যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া,কঠিন মুসিবতের দোয়া,সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ,বালা মুসিবত থেকে বাচার উপায়,অসম্মান থেকে বাঁচার দোয়া,বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়া লা সাহায্যের হাত বাড়িয়ে দেন,বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা

বালা-মুসিবত দূর করতে যে দুআ পড়বে

আপনি যখন কোনো বালা-মুসিবতে পড়বেন, তখন আল্লাহর দিকে ফিরে দুআ করা সবচেয়ে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ। কোরআনে কারীমে এবং হাদিস শরীফে বিভিন্ন বালা-মুসিবত দূর করার জন্য অনেক দুআর উল্লেখ রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ দুআ নিচে দেওয়া হলো-

হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাঃ বলেছেন বালা-মুসিবত দূর করতে যে দুআ পড়বে-

مَا أَنْعَمَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى عَبْدِ نِعْمَةٌ فِي أَهْلٍ وَمَالٍ وَوَلَدٍ فَقَالَ : مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فَيَرَى فِيْهَا آفَةً دُونَ الْمَوْتِ .

অর্থ: আল্লাহ তাআলা বান্দার পরিবারে, ধন-সম্পদে, সন্তানাদিতে যে বরকত দিবেন, এর প্রেক্ষিতে যদি বান্দা এই দুআ পড়ে, তাহলে এগুলোতে মৃত্যু ব্যতীত আর কোনো বালামুসিবত দেখতে পাবে না। দুআটি হলো-

مَا شَاءَ اللهُ لَا قُوَّةَ إِلَّا بِاللهِ

উচ্চারণ: মা-শা-আল্লাহু-লা-কুওয়্যাতা-ইল্লা-বিল্লাহ।
অর্থ: আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই। [ইবনুস সুন্নি ৩৫৭]

আরো পড়ুন : আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

বালা মুসিবত থেকে বাচার উপায়

বালা-মুসিবত মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিছু কাজ করলে আমরা এগুলো থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারি। কোরআনে কারীমে এবং হাদিস শরীফে বিভিন্ন বালা-মুসিবত দূর করার জন্য অনেক দুআর উল্লেখ রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ দুআ নিচে দেওয়া হলো-

১. উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
অর্থ : শয়তানের প্ররোচনার থেকে আশ্রয় চাই।

২. উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে।

৩. উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল-কুফরি ওয়াল-ফকরি ওয়ামিন সুই আত-তায়রি ওয়াসুই আল-আমওয়াতি ওয়ামিন ফিতনিল-মসীহি ওয়ামিন ফিতনিল-দাজ্জাল।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে কুফরি, ফকর, বয়সের কারণে পাগল হয়ে যাওয়া এবং হঠাৎ মৃত্যু হওয়া থেকে আশ্রয় চাই। আর মসীহের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই।

৪. উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল-কাবর ওয়ামিন আযাবিল-নার ওয়ামিন ফিতনিল-মসীহি ওয়ামিন ফিতনিল-দাজ্জাল।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে কবরের আযাব, নারের আযাব, মসীহের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই।

আরো পড়ুন : বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা

ট্যাগ সমূহ : বালা মুসিবত থেকে বাচার উপায়,বালা-মুসিবত দূর করতে যে দুআ পড়বে,৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া,যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া,কঠিন মুসিবতের দোয়া,সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ,বালা মুসিবত থেকে বাচার উপায়,অসম্মান থেকে বাঁচার দোয়া,বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়া লা সাহায্যের হাত বাড়িয়ে দেন,বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top