
বাথরুমে প্রবেশ করার দোয়া :
১. শয়তান ও জ্বীনদের মধ্যে একটা শ্রেণি এমন আছে যে, তারা খারাপ ও নাপাক স্থানে অবস্থান করে তাদের খারাপ প্রভাব দিয়ে মুমিন ব্যক্তিকে ধোঁকা দেয়। তাই যদি পায়খানায় যাওয়ার প্রয়োজন হয় তাহলে তাতে প্রবেশ করার আগে পড়তে হয়- بسم الله الرحمن الرحيم
উচ্চারণ : বিসমিল্লাহির রহমানির রহিম।
অর্থ : পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
অতপর প্রথমে বাম পা ও পরে ডান পা দিয়ে পায়খানা বা পেশাব খানায় প্রবেশ করতে হয় । রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন-
إن هذه الحشوشد محضرة فإذاتي أحدكم الخلاءفليقل أعوذ الله من الخبث والخبايث
অর্থ : : এই পায়খানার স্থান সমূহই হচ্ছে (জ্বিনও শয়তানের) আড্ডাখানা। সুতরাং তোমাদের কেউ যখন পায়খানায় যাবে তখন সে যেন বলে আল্লাহ্ তা’আলা আমি আপনার কাছে নর ও নারী শয়তান থেকে আশ্রয় চাই। (আবু দাউদ)
২. অতপর নিচের দোয়াটি পড়া প্রয়োজন-
اللهم إني أعوذ بك من الخبث والخبابت
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খ-বা-য়িছ।
অর্থ : হে আল্লাহ্ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সকল নর-নারী শয়তান থেকে । (মুসলিম)
বাথরুম থেকে বের হওয়ার দোয়া :
৩. পায়খানা পেশাব থেকে ফারেগ বা বের হয়ে পড়তে হয়- (গুফরানাকা) হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, অতঃপর প্রথমে ডান পা এবং পরে বাম পা দিয়ে পায়খানা থেকে বের হতে হয়।
৪. তারপর নিচের দোয়াটি পাঠ করতে হয়।
الحمد لله الذي أذهب عنى لأذى وعافانی
উচ্চারণ : আল্লাহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওআ-ফানি ।
অর্থ : সেই মহান আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করলেন। এবং আমাকে নিরাপদ করলেন।
ট্যাগ : বাথরুম থেকে বের হওয়ার দোয়া,পেশাব পায়খানার দোয়া, বাথরুমে প্রবেশ করার দোয়া আরবি, বাথরুমে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, টয়লেট থেকে বের হওয়ার দোয়া আরবি, বাথরুমে প্রবেশ ও বের হওয়ার দোয়া, টয়লেটে প্রবেশ করার দোয়া, গোসলখানায় প্রবেশের দোয়া,বাথরুম থেকে বের হওয়ার দোয়া,পেশাব পায়খানার দোয়া, বাথরুমে প্রবেশ করার দোয়া আরবি, বাথরুমে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, টয়লেট থেকে বের হওয়ার দোয়া আরবি, বাথরুমে প্রবেশ ও বের হওয়ার দোয়া, টয়লেটে প্রবেশ করার দোয়া, গোসলখানায় প্রবেশের দোয়া,বাথরুমে প্রবেশ করার দোয়া, বাথরুমে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় |
আরো পড়ুন :