ছোট-বড় দুর্ঘটনায় যে দুআ পড়বে

ছোট-বড় দুর্ঘটনায় যে দুআ পড়বে,সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ,আকস্মিক বিপদ থেকে মুক্তির দোয়া,দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া,৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া,সমস্যা থেকে মুক্তির দোয়া,সড়ক দুর্ঘটনা নিয়ে কিছু কথা,বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা,বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়ালা,

ছোট-বড় দুর্ঘটনায় যে দুআ পড়বে

ইসলামের একটি অন্যতম সৌন্দর্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভের জন্য এটি আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছে। দোয়া সব ইবাদতের মূল। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। খাওয়া-দাওয়া, ঘুমাতে যাওয়া ও উঠা-বসা থেকে শুরু করে ভ্রমণ করা পর্যন্ত সবকিছুর জন্যই রয়েছে আলাদা আলাদা দোয়া। 

রাসুল (সা.) হাদিসে বলেছেন, ‘দু্আ ছাড়া আর অন্য কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না।’ (তিরমিজি, হাদিস নম্বর ২১৩৯।)
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, ‘তোমরা আমার কাছে দু্আ করো। আমি তোমাদের দু্আ কবুল করব।’ (সূরা মুমিন, আয়াত ৬০।) 

কাজেকর্মে নির্দিষ্ট দোয়া পাঠে ফজিলত অর্জনের পাশাপাশি কাজে সফল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। নিচে ছোট-বড় দুর্ঘটনায় যে দুআ পড়বে তা নিয়ে নিচে আলোচনা করা হলো-

আরো পড়ুন : বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা

ছোট-বড় দুর্ঘটনায় যে দুআ পড়বে

পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন-

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصُّبِرِينَ (١٥٥) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رُجِعُونَ (١٥٦) أُولئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَيْكَ هُمُ الْمُهْتَدُونَ (١٥٧)

অর্থ: ১৫৫. আর আমি তোমাদেরকে পরীক্ষা করব কিঞ্চিৎ ভয় দ্বারা, আর ক্ষুধা দ্বারা এবং ধনের ও প্রাণের ও ফল-ফসলের স্বল্পতা দ্বারা, আর সুসংবাদ শুনিয়ে দিন এমন ধৈর্যশীলদেরকে। ১৫৬. যখন তাদের উপর কোনো বিপদ আসে, তখন বলে, আমরা তো আল্লাহরই আয়ত্তে আর আমরা সকলে আল্লাহরই সমীপে প্রত্যাবর্তনকারী। ১৫৭. তাদের প্রতি [বর্ষিত] হবে বিশেষ বিশেষ করুণাসমূহ তাদের প্রভুর পক্ষ থেকে এবং সাধারণ করুণাও। আর এরাই এমন লোক যারা [তত্ত্বজ্ঞানে] পৌঁছেছে। (সুরা বাকারা: আয়াত নং-১৫৫-১৫৭)

হযরত আবু হুরায়রা রাযি. এর সূত্রে বর্ণিত, আল্লাহর রাসুল সাঃ বলেছেন-

لِيَسْتَرْجِعُ أَحَدُكُمْ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي شِسْع نَعْلِهِ، فَإِنَّهَا مِنَ الْمَصَائِبِ .

অর্থ: তোমরা সকল দুর্ঘটনায় “ইন্নালিল্লাহ” বলবে। এমনকি জুতার ফিতা ছিড়ে গেলেও। কেননা এটিও একটি মুসিবত ও দুর্ঘটনা। [আমাল: ৩৫২, ইবনুস সুন্নি]

আরো পড়ুন : বালা-মুসিবত দূর করতে যে দুআ পড়বে

এছাড়া সাহাবীদের মাধ্যমে বর্ণিত হাদিসে নবী করিম (ﷺ) উম্মতদের যেকোনো ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন।

আবুল ইয়ুস্‌র (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (ﷺ) এরূপ দোয়া করতেন- ইয়া আল্লাহ! আমি তোমার নিকট ঘর-বাড়ি ভেঙে চাপা পড়া থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, পানিতে ডুবে, আগুনে জ্বলা, উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ব্যাপার হতে ও অধিক বায়োবৃদ্ধি হতে তোমার নিকট আশ্রয় কামনা করছি এবং আমি তোমার নিকট মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট যুদ্ধের ময়দান হতে পলায়নপর অবস্থায় মৃত্যু হতে তোমার নিকট আশ্রয় কামনা করি এবং আমি তোমার নিকট দংশনজনিত (সাপ, বিচ্ছুর) কারণে মৃত্যুবরণ করা হতে বাঁচার জন্য তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ হাদিস নম্বর : ১৫৫২)

আরবিতে দুআটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ: আল্লাহুম্মা-ইন্নি-আউযুবিকা-মিনাল-হাদমি-ওয়া-আযুজুবিকা-মিনাত-তারাদ্দি, ওয়া-আউযুবিকা-মিনাল-গারাকি-ওয়াল-হারকি-ওয়াল-হারাকি-ওয়াল-হারামি, ওয়া-আউযুবিকা-আন-ইয়াতাখব্বাতানিশ-শাইতনু-ইনদাল-মাওতি, ওয়া-আউযুবিকা-আন-আমুতা-ফি-সাবিলিকা-মুদবিরান-ওয়া- আউযুবিকা-আন-আমুতা-লাদি-গান।

আরো পড়ুন : আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

ট্যাগ সমূহ : ছোট-বড় দুর্ঘটনায় যে দুআ পড়বে,সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ,আকস্মিক বিপদ থেকে মুক্তির দোয়া,দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া,৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া,সমস্যা থেকে মুক্তির দোয়া,সড়ক দুর্ঘটনা নিয়ে কিছু কথা,বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা,বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়ালা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top