ঘুমানোর সুন্নত নিয়ম
(১). ইশার নামাযের পর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা। (সহীহ বুখারী-১/৮৪ হা. ৫৯৯)
(২). ওযু করে শয়ন করা। (সহীহ বুখারী ২/৯৩৩-৯৩৪ হা.৬৩১১, সহীহ মুসলিম ২/৩৪৮ হা.২৭১০)
(৩). ঘুমানোর পূর্বে বিছানা তিন বার ঝেড়ে নেয়া। (সহীহ মুসলিম-২/৩৪৯ হা.২৭১৪)
(৪). ঘুমানোর পূর্বে অংশ বিশেষ কুরআন তিলাওয়াতের চেষ্টা করা। বিশেষ করে সূরায়ে ইখলাছ, কাফিরুন, মূলক, আলিফ লাম মীম সিজদাহ ইত্যাদি পড়া। (তিরমিযী-২/১৭৭ হা.৩৪০২-৩৪০৩ সহীহ, মুসনাদে আহমদ-৩/৩৪০ হা. ১৪৬৫৯ সহীহ)
(৫). তাসবিহে ফাতেমী পড়া ।
سُبْحَانَ الله ৩৩ বার الحمدلله। ৩৩ বার الله أكبر ৩৪ বার।ঘুমের পূর্বে যে ব্যক্তি এই তাসবীহ আদায় করবে, আপন কর্তব্য আদায়ে তার কষ্ট অনুভব হবে না। (আবু দাউদ-২/৬৯০ হা. ৫০৬২ নাসায়ী-১/১৯৮ হা. ১৩৪৯ সহীহ)
(৬), সূরায়ে ইখলাস, ফালাক ও নাস পড়ে দু’ হাতে ফুঁক দিয়ে মাথা ও মুখমন্ডল হতে পা পর্যন্ত ঐ হাত দ্বারা তিনবার মুছে দেয়া। (আবু দাউদ-২/৬৮৯ হা.৫০৫৬ সহীহ)
(৬). ডান হাত ডান গালের নিচে রেখে ডান কাতে কেবলামুখী হয়ে শোয়া। (সহীহ বুখারী-২/৯৩৪ হা.৬৩১৫-৬৩১৪)
(৭). ঘুমানোর পূর্বে তিনবার এই ইস্তিগফার পড়া – استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه (তিরমিযী- ২/১৭৭ হা.৩৩৯৭ হাসান)
(৮). অতঃপর এই দোয়া পড়া اللَّهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَأَحْيَا (সহীহ বুখারী-২/৯৩৪ হা.৬৩১৪)
(৯). সর্বশেষে কালিমায়ে তায়্যিবা পড়া (মুসান্নাফে ইবনে আবী শাইবা-৯/৭৩ হা. ২৭০৫৮ সহীহ)
(১০). ঘুম না আসলে এই দোয়া পড়া اَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَنْ تَحْضُرُونَ (আবু দাউদ-২/৫৪৩ হা. ৩৮৯৩, তিরমিযী-৫/৫০৬ হা. ৩৫২৮, হাসান)
(১১). স্বপ্নে ভয়ংকর কিছু দেখলে اَعُوْذُبِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ তিন বার পড়ত, বাম দিকে থুথু ফেলে পার্শ্ব পরিবর্তন করে ঘুমালে আর কোনো ক্ষতির আশঙ্কা থাকে না । সাথে এই দোয়াটিও পড়া ভালো اللَّهُمَّ إِنِّي أَعُوْذُبِكَ مِنْ شَيْرِ هَذِهِ الرُّؤْيَا (সহীহ মুসলিম-২/২৪১ হা. ২২৬১)
(১২). সুযোগ হলে দুপুরে খানার পর কিছুক্ষণ বিশ্রাম করা। (সহীহ -৯৪০-৯৪১)
(১৩). ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয় الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا آمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ (সহীহ বুখারী ২/৯৩৪ হা.৬৩১২)
আরো পড়ুন :
দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ
দোয়ায়ে মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ
ট্যাগ সমূহ : ঘুমানোর সুন্নত নিয়ম, ঘুমানোর সুন্নাত নিয়ম, ঘুমানোর সুন্নাত সমূহ, ঘুমানোর সুন্নাত, ঘুমানোর সুন্নত, ঘুমানোর সুন্নত সমূহ, ইসলামে ঘুমানোর সঠিক নিয়ম, ইসলামে ঘুমানোর নিয়ম, ইসলামে ঘুমানোর সঠিক সময়, ঘুমের সুন্নত সমূহ, ছেলেদের ঘুমানোর নিয়ম, যোহরের সুন্নাত নামাজ পড়ার নিয়ম, ঘুমানোর সুন্নত তরিকা,ঘুম থেকে উঠার সুন্নাত সমূহ, ঘুমানোর নিয়ম হাদিস,ঘুমানোর দোয়া, ঘুমানোর আগে আমল, ঘুমানোর ছবি, ঘুমানোর আগের দোয়া, ঘুমানোর পিক, ঘুমানোর সুন্নাহ, ঘুমানোর সঠিক নিয়ম, ঘুমানোর কবিতা, |