কোনো সম্প্রদায়কে ভয় পেলে যে দোয়া পড়বে
ইসলাম শান্তির ধর্ম। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে ভয় করা ইসলামের শিক্ষার পরিপন্থী। তবে মানবিক হিসেবে ভয় পাওয়া স্বাভাবিক। এই ধরনের ভয় কাটিয়ে উঠতে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে নিম্নলিখিত দোয়াগুলো পড়তে পারেন। নিচে কোনো সম্প্রদায়কে ভয় পেলে যে দোয়া পড়বে তা দেওয়া হলো-
কোনো সম্প্রদায়কে ভয় পেলে যে দোয়া পড়বে-
হযরত আবু মুসা আশআরি রাযি. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাঃ কোনো সম্প্রদায়কে ভয় পেলে এই দুআ পড়তেন-
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُوْرِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ .
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।
অর্থ: হে আল্লাহ, আমি দুশমনের দুশমনির মোকাবেলায় আপনাকে স্থাপন করেছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি। [সুনানে আবু দাউদঃ ১৫৩৭, আমালা: ৬০১, নাসাঈ, আমাল: ৩৩৩, ইবনুস সুন্নি, সহিহ ইবনে হিব্বান: ২৩৪৩]
আরো পড়ুন : সর্বনাশায় নিপতিত হলে যে দুআ পড়বে
এছাড়াও নিম্নলিখিত দোয়াটি পড়তে পারেন:
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনা হামসাতিশ শাইতানি ওয়া আউযু বিকা মিনা হামসাতি কুল্লি সাঈতানিন ওয়া আউযু বিকা মিনা হামসাতি আদাম।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে শয়তানের চোখের দৃষ্টি থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে প্রত্যেক শয়তানের চোখের দৃষ্টি থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে আদমের চোখের দৃষ্টি থেকে আশ্রয় চাই।
আরো পড়ুন :
নতুন কাপড় পড়ার দোয়া
কাপড় খোলার দোয়া ও পদ্ধতি
ঘুম থেকে উঠার দোয়া
বাথরুম থেকে বের হওয়ার দোয়া
মসজিদে প্রবেশের দোয়া
ঘুমানোর দোয়া