কাপড় পড়ার দোয়া
কুরআন ও হাদিসে বান্দার প্রতিটি কর্মের জন্য রয়েছে নির্ধারিত পদ্ধতি। তেমনি নতুন কাপড় পড়ার দোয়া ও পদ্ধতি রয়েছে। নিচে নতুন কাপড় পড়ার দোয়া নিয়ে বিস্তারিত বর্ণনা করা হলো-
কুরআন মাজিদে আল্লাহ তা’আলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক— সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। [সুরা আরাফ, আয়াত নং: ২৬]
নতুন কাপড় পড়ার দোয়া
কাপড় পরার সময় বিসমিল্লাহ বলা মুস্তাহাব। অবশ্য সব কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা মুস্তাহাব।
হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে ইবনুস সুন্নির কিতাবে বর্ণিত হয়েছে যে, আল্লাহর রাসূল সাঃ যখন কাপড় পরিধান করতেন, চাই তা জামা, চাদর বা পাগড়ী যাই হোক না কেন, তিনি এই দুআটি পড়তেন-
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا هُوَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِهِ وَشَرِ مَا هُوَلَهُ.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খায়রিহি ওয়া খয়রি মা হুয়া লাহু, ওয়া আউযুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা হুয়া লাহু ৷
অর্থ: হে আল্লাহ! আমি এর যত কল্যাণ আছে এবং এর যত কল্যাণ হতে পারে তাও আমি তোমার কাছে চাই। আর এর মধ্যে যে অকল্যাণ আছে এবং এর যত অকল্যাণ হতে পারে তার থেকে তোমার কাছে আশ্রয় চাই। [সুনানে আবু দাউদ: ৪০২০, সুনানে তিরমিযি: ১৭৬৭, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ১৪, ইবনুস সুন্নি]
হযরত মুআজ ইবনে আনাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন- আল্লাহর রাসূল সাঃ বলেছেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করার সময় এই দুআটি পড়বে-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِ هَذَا الثّوبَ ورزقنيه من غيرِ حول منى ولا قوة
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাযি কাসানি হাযাছ ছাউবা, ওয়া রাযাকানিহি মিনগায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়াহ ।
অর্থ: সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন, আমার শক্তি ও সামর্থ্য ব্যতিরেকে আমাকে রিযিক দান করেছেন। আল্লাহ তাআলা ঐ ব্যক্তির জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। [আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহঃ ২৭২, ইবনুস সুন্নি] পূর্বের বর্ণিত দুআসমূহ পোশাক পরিধানের সময় পড়া চাই।
নতুন কাপড়, জুতা ও এ জাতীয় পোশাক পরিধান করার দুআ
হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন- আল্লাহর রাসূল ﷺ যখন কোনো নতুন কাপড় পরিধান করতেন, চাই তা পাগড়ি, জামা কিংবা চাদর হোক তখন তিনি এই দুআটি পড়তেন-
اللهم لك الحمدُ أَنتَ كَسَوْتَنِيْهِ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِهِ وَشَرْ مَاصُنِعَ لَهُ .
উচ্চারণ: আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাছাওতানিহি, আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা সুনি’আ লাহু, ওয়া আউযুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি’আ লাহু ।
অর্থ: হে আল্লাহ! সকল প্রশংসা তোমার জন্য। কারণ, তুমি আমাকে এই কাপড় পরিধান করিয়েছ। এর যত কল্যাণ আছে এবং এটিকে যে কল্যাণের জন্য বানানো হয়েছে, আমি তা তোমার কাছে চাই। আর এর যত অকল্যাণ আছে এবং এটিকে যে অকল্যাণের জন্য বানানো হয়েছে, তার থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। [সুনানে তিরমিযি: ১৭৬৭, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৩০৯, নাসাঈ]
হাদিসের মান: ইমাম তিরমিযি রহ. হাদিসটিকে হাসান বলেছেন।
হযরত উমর রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন- আমি আল্লাহর রাসূল সাঃ -কে বলতে শুনেছি, যে ব্যক্তি নতুন কাপড় পরে এই দুআ পড়ে এবং পুরাতন কাপড়টি কাউকে দান করে দেয় সে আল্লাহর নিরাপত্তায় থাকবে। আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে। জীবিত-মৃত উভয় অবস্থায় সে আল্লাহর হেফাজতে থাকবে । দুআটি এই-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أَوَارِي بِهِ عَوْرَق- وأتجمّل به في حَيَاتِي.
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাযি কাসানি মা উয়ারি বিহী আওরাতি, ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।
অর্থ: সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমাকে পোশাক পরিধান করিয়েছেন । যা দ্বারা আমার গোপন স্থান আবৃত করি এবং আমার জীবনকে সুন্দর করি। [সুনানে তিরমিযি: ৩৫৫৫]
হাদিসের মান: ইমাম তিরমিযি রহ. বলেন, হাদিসটি গরিব।
বন্ধু-বান্ধব কিংবা সাথীবর্গের গায়ে নতুন কাপড় দেখলে যে দুআ পড়বে
হযরত উম্মে খালেদ বিনতে খালেদ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন- আল্লাহর রাসূল সা.-এর জন্য কিছু কাপড় হাদিয়া এলো। এর মধ্যে কারুকাজ করা একটি কালো চাদর ছিলো। তিনি বললেন, তোমরা বলো তো দেখি আমরা এ পোশাকটি কাকে পরিধান করাবো? উপস্থিত সবাই চুপ রইলেন। তখন আল্লাহর রাসূল সাঃ বললেন, তোমরা উম্মে খালেদকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। তখন তিনি সেটা নিজ হাতে আমার গায়ে পরিধান করিয়ে দিলেন এবং বললেন, এটা পুরাতন করো এবং দীর্ঘদিন পরিধান করো। কথাটি দু’বার বললেন। [সহিহ বুখারি: ৫৮২৩]
হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত । তিনি বলেন-
أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ : رَأَى عَلَى عُمَرَ قَبِيصًا أَبْيَضَ فَقَالَ : ثَوْبُكَ هَذَا غَسِيْلٌ أَمْ جَدِيدٌ ۚ قَالَ : لَا بَلْ غَسِيلُ قَالَ : الْبَسْ جَدِيدًا ، وَعِشْ حَبِيْدًا، وَمُتْ شَهِيدًا وَسَعِيدًا.
অর্থ: হযরত উমর রাযি.-এর গায়ে একটি কাপড় দেখে আল্লাহর রাসুল সাঃ বললেন, এটি কি ধোয়া না কি নতুন? জবাবে তিনি বললেন, ধোয়া। তখন আল্লাহর রাসূল সাঃ বললেন, ‘নতুন কাপড় পরিধান করো, সুখময় জীবনযাপন করো। শহিদি ও সৌভাগ্যের মৃত্যুবরণ করো। [সুনানে ইবনু মাজাহঃ ৩৫৫৮, আমালুল ইয়াওমি ওয়াল্লাইলাহ: ২৬৯, ইবনুস সুন্নি, মুসনাদে আহমাদ ২/৮৯, আমালুল ইয়াওমি ওয়াল্লাইলাহ: ৩১১, নাসাঈ]
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : নতুন কাপড় পড়ার দোয়া,কাপড় পরিধানের দোয়া,কাপড় পরার দুআ,কাপড় পড়ার দোয়া,কাপড় পরার দোয়া,কাপড় খোলার দোয়া,নতুন কাপড় পরার দোয়া,নতুন কাপড় পরিধান করার দোয়া,কাপড় পরিধান করার দোয়া,কাপড় পরিবার দোয়া,kapor porar dua,জামা পড়ার দোয়া,নতুন কাপড় পড়ার দোয়া,কাপড় পরিধানের দোয়া,কাপড় পরার দুআ,কাপড় পড়ার দোয়া,কাপড় পরার দোয়া,কাপড় খোলার দোয়া,নতুন কাপড় পরার দোয়া,নতুন কাপড় পরিধান করার দোয়া,কাপড় পরিধান করার দোয়া,কাপড় পরিবার দোয়া,kapor porar dua,জামা পড়ার দোয়া,নতুন কাপড় পড়ার দোয়া,কাপড় পরিধানের দোয়া,কাপড় পরার দুআ,কাপড় পরার দোয়া,কাপড় খোলার দোয়া,নতুন কাপড় পরার দোয়া,নতুন কাপড় পরিধান করার দোয়া,কাপড় পরিধান করার দোয়া,কাপড় পরিবার দোয়া,kapor porar dua,জামা পড়ার দোয়া, |