গোসল, ঘুম ইত্যাদির জন্য কাপড় খোলার দোয়া পড়বে
হযরত আনাস রাযি. থেকে আমালুল ইয়াওমি ওয়াল্লাইলাহ কিতাবে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল ﷺ বলেছেন- বনি আদমের সতর ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা বা প্রতিবন্ধক হলো যখন মুসলমান কাপড় খোলার ইচ্ছা করবে তখন এ দুআটি পড়বে-
بِسْمِ اللهِ الَّذِئ لَا إِلهَ إِلَّا هُوَ .
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযি লা ইলাহা ইল্লা হু। [আমালুল ইয়াওমি ওয়াল্লাইলাহ: ২৭৪]
অর্থ: মহান আল্লাহ তা’আলার নামে শুরু করছি, যিনি ছাড়া আর কোনো ইলাহ তথা মাবুদ নেই।
আরো পড়ুন : নতুন কাপড় পড়ার দোয়া
জামা-জুতা পরিধান ও খোলার পদ্ধতি
কাপড়, জুতা, পাজামা এবং যে কোনো ধরনের জিনিস পরার সময় ডান দিক থেকে শুরু করা মুস্তাহাব। জামার আস্তিন আগে পরবে, পায়জামা ও জুতায় ডান পা আগে দিবে। আর খোলার সময় আগে বাম, পরে ডান হাত-পা দেবে। অনুরূপভাবে সুরমা, মিসওয়াক, নখ কাটা, বগলের চুল ছাঁটা, মাথা মুণ্ডানো, মসজিদে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া, অজু, গোসল, পানাহার, মুসাফাহা, হাজরে আসওয়াদ স্পর্শ করা, কুলুখ ব্যবহার করা ইত্যাদি কাজ ডান দিক দিয়ে শুরু করবে। আর শেষ করবে, বের হবে বা খুলবে বামদিক দিয়ে।
হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন-
كانَ النَّبِيُّ ﷺ يُحِبُّ التَّيَتُنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِيهِ كُلِهِ. فِي ظُهُورِهِ وَتَرَجُلِهِ وَتَنَغُلِهِ.
অর্থ: আল্লাহর রাসূল সাঃ সব ধরনের কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া পছন্দ করতেন। এমনকি পবিত্রতা অর্জন, সিঁথি কাটা ও জুতা পরিধান করার সময়ও ডানদিককে প্রাধান্য দিতেন। [সহিহ বুখারি: ৪২৬; সহিহ মুসলিম: ২৬৮]
হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন-
كانَتْ يَدُ رَسُولِ الله ﷺ اليُمْنَى لِطَهُورِهِ وَطَعَامِهِ، وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ، وَمَا كَانَمِنْ أَذًى.
অর্থ: পবিত্রতা ও আহারের ক্ষেত্রে আল্লাহর রাসূল ﷺ ডান হাত ব্যবহার করতেন । আর শৌচকার্য ও প্রত্যেক কষ্টদায়ক কাজের ক্ষেত্রে বামহাত ব্যবহার করতেন। [সুনানে আৰু দাউদঃ ৩২; সুনানে বায়হাকি ১/১১৩]
হযরত হাফসা রাযি. থেকে সুনানে আবু দাউদ ও সুনানে বায়হাকিতে বর্ণিত হয়েছে—
أَن النبي ﷺ كَانَ يَجْعَلُ يَمِيْنَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ، وَيَجْعَلُ شِمَالَهُ لِمَا سِوَى ذُلِكَ .
অর্থ: পানাহার ও পরিধান করার ক্ষেত্রে আল্লাহর রাসূল ﷺ স্বীয় ডানহাত ব্যবহার করতেন। আর অন্যান্য কাজে বামহাত ব্যবহার করতেন। [সুনানে আবু দাউদ: ৪১৪১; সুনানে তিরমিযি: ১৭৬৬; সুনানে বায়হাকি ১/৮৬]
হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন- যখন তোমরা পোশাক পরিধান করো ও অজু করো তখন তোমরা ডান দিক থেকে শুরু করো । [সুনানে আবু দাউদঃ ৩৩]
এ বিষয়ে আরো অনেক হাদিস আছে। আল্লাহ তা‘আলা ভালো জানেন।
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : কাপড় খোলার দোয়া,জুতা পরিধানের দোয়া,পোশাক খোলার দোয়া,জুতা পড়ার দোয়া,জামা খোলার দোয়া,কাপড় খোলার দোয়া,জুতা খোলার দোয়া |