আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল
আল্লাহ তা’আলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনিই সকলের প্রতিপালক। তিনি সকলকে রিজিক দেন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তা’আলা চান যে, মানুষ নিজের পরিশ্রমের মাধ্যমে রিজিক অর্জন করবে। এই হলো আল্লাহর বিধান। হালাল উপায়ে রোজগার করা ও নিজের পরিবারের দায়িত্ব পালন করার বিষয়ে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে।
আরো পড়ুন : বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা
কামাই রোজগার করা কঠিন হলে কী করবে
হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. এর সূত্রে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ বলেছেন, তোমাদের কারো যদি জীবিকা নির্বাহ কঠিন হয়ে যায়, তাহলে সে যেন ঘর থেকে বের হওয়ার সময় এ দুআটি পড়ে বের হয়—
مِ اللهِ عَلى نَفْسِى وَمَالِي وَدِينِي اللهُم رَضِنِي بِقَضَائِكَ، وَبَارِكْ لِي فِيمَا قُدِرَ فِي حَتَّى لَا أُحِبَّ تَعْجِيلَ مَا أُخِرْتَ وَلَا تَأْخِيرَ مَا عَجَلت
উচ্চারণ: বিসমিল্লাহি আলা নাফসি ওয়া মালি ওয়া দীনি, আল্লাহুম্মা রাদ্দিনি বিকাজায়িকা, ওয়া বারিক লি ফিমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বা তাজিলা মা আখখারতা ওয়া তাখিরা মা আজ্জালতা।
অর্থ: স্বীয় নফসের ওপর, ধন-সম্পদের ওপর এবং ধর্মের ওপর আল্লাহর নাম নিলাম। হে আল্লাহ! আপনার সিদ্ধান্তের ওপর আমাকে তুষ্ট করুন এবং ভাগ্যে নির্ধারিত বস্তুতে বরকত দান করুন। যাতে বিলম্বিত বিষয়ে তাড়াহুড়া পছন্দ না করি এবং ত্বরান্বিত বিষয়ে বিলম্বিত করণ পছন্দ না করি। [ইবনুল শুনি- ৩৫০]
আরো পড়ুন : শয়তানের কুনজর থেকে বাঁচার দোয়া
ট্যাগ সমূহ : আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল,কামাই রোজগার করা কঠিন হলে কী করবে,আয়-রোজগারে বরকত লাভের ১০ আমল,রিজিক বৃদ্ধির দোয়া,রিজিক বৃদ্ধির দোয়া ও আমল,আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল,কি আমল করলে রিজিক বাড়ে? |