মুমিনের গুণাবলী কি কি

 মুমিনের গুণাবলীর হাদিস, মুমিনের গুণাবলী কয়টি ,একজন মুমিনের গুণাবলী।  মুমিনের গুণাবলী নিয়ে কুরানের আয়াত

মুমিনের গুণাবলী নিয়ে কুরানের আয়াত :

আল্লাহ্ তায়ালা সূরা হুজুরাতে প্রকৃত মুমিনের ২ টি গুন উল্লেখ করেছেন। প্রথম টি হলো- সন্দেহমুক্ত ঈমান এবং দ্বিতীয় টি হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম ও সৎকর্ম সম্পাদন করা।

মুমিনের চারিত্রিক গুনাবলী সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন- প্রকৃত মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। অতঃপর তাতে কোনরূপ সন্দেহ পোষণ করে না এবং তাদের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। বস্তুত পক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ। (সূরা হুজুরাত : ১৫)

এছাড়া আল্লাহ তায়ালা সূরা মুমিনুন এর মধ্যে প্রকৃত মুমিনের ৭টি বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহ্ তায়ালা বলেন-

“সফলকাম হলো ঐসব মুমিন- (১). যারা তাদের সালাতে গভীরভাবে মনোযোগী। (২). যারা অনর্থক ক্রিয়াকর্ম এড়িয়ে চলে, (৩). যারা সঠিকভাবে যাকাত আদায় করে, (৪). যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, (৫). নিজের স্ত্রী ও অধিকারভুক্ত দাসী ব্যতীত। কারণ, এসবে তারা নিন্দিত হবে না। (৬). অতঃপর এদের ব্যতীত যারা অন্যকে কামনা করে তারা হলো সীমালংঘনকারী; (৭). আর মুমিন তো তারাই যারা তাদের আমানত ও অঙ্গীকারসমূহ পূর্ণ করে, (৮). যারা তাদের সালাতসমূহের হেফাজত করে, (৯). তারাই হলো উত্তরাধিকারী; (১০). যারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদৌসের এবং সেখানে তারা চিরকাল থাকবে।” (সূরা মুমিনুন : ১-১১)

মুমিনের গুণাবলী নিয়ে হাদিস :

عن أنس رض قال ان رسول الله صلى الله عليه وسلم قال : ثلاث من أخلاق الإيمان ـ من اذا غضب لم يدخله غضبه في باطل ومـن إذا رضى لـم يـخـرجـه رضـاه من حـقـ ومن إذا قـدرلم يتعاط ماليس له – – مشكواة

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু মু’মিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। একটি হলো, সে ক্রোধান্বিত হলে ক্রোধ তার দ্বারা কোন অবৈধ ও অন্যায় কাজ করাতে পারে না। দ্বিতীয় হলো, যখন সে খুশী হয় তখন খুশী তাকে হকের সীমা লংঘন করতে দেয় না। আর তৃতীয়টি হলো, অপরের জিনিস, যার উপর তার কোন অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও তাতে হস্তক্ষেপ করে না।-মিশকাত

ট্যাগ সমূহ : মুমিনের গুণাবলী সম্পর্কে হাদিস, মুমিনের গুণাবলীর হাদিস, মুমিনের গুণাবলী কয়টি ,একজন মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলী নিয়ে কুরানের আয়াত

আরো পড়ুন :

সমাজে প্রচলিত কিছু বিদআত

সমাজে প্রচলিত কিছু শিরক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top