কিয়ামতের ছোট আলামত গুলো কি কি
পৃথিবী ক্ষণস্থায়ী। কেয়ামত তথা মহাপ্রলয়ের মাধ্যমে এর ধ্বংস অনিবার্য ও অবশ্যম্ভাবী। তবে কবে সেই মহাপ্রলয় সংঘটিত হবে, তা রাব্বুল আলামীন ব্যতীত কেউ জানে না। এ প্রসঙ্গে আল কুরআনের ঘোষণা হচ্ছে- يسئلونك عن الشاعة أيان مرساها قل انما علمها عند الله
কেয়ামতের সময় আল্লাহ তায়ালা মানুষকে জানাননি; কিন্তু তিনি এ সম্পর্কে কিছু আলামত তথা পূর্বাভাস জানিয়েছেন। ওলামায়ে কেরাম কেয়ামতের এ নিদর্শনগুলোকে দুটি ভাগে বিভক্ত করেছেন। যথা- ১. ছোট নিদর্শন, ২. বড় নিদর্শন। আমাদের আলোচ্য বিষয় হলো আলামতে সুগরা তথা ছোট আলামত। নিম্নে এতদসংক্রান্ত আলোচনা উপস্থাপন করা হলো।
কেয়ামতের ছোট আলামতসমূহ :
রাসূল (স) বিভিন্ন হাদীসে কেয়ামতের ছোট নিদর্শনগুলোর বর্ণনা দিয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য নিদর্শনগুলো নিম্নরূপ-
১. ইলমে দীন উঠিয়ে নেয়া হবে।
২. মূৰ্খতা বৃদ্ধি পাবে।
৩. যেনা ব্যভিচার বেড়ে যাবে।
৪. মদ্যপান বৃদ্ধি পাবে।
৫. পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে।
৬. মহিলাদের সংখ্যা বেশি হবে, এমনকি পঞ্চাশজন মহিলার বিপরীতে একজন পুরুষ হবে।
৭. আলেম তথা আল্লাহর প্রিয় বান্দাদেরকে উঠিয়ে নেয়া হবে।
৮. দাসী তার মনিবকে প্রসব করবে।
৯. নীচু শ্রেণির লোকেরা বড় বড় প্রাসাদের মালিক হবে।
১০. অযোগ্য ও অদক্ষ ব্যক্তিরা রাষ্ট্র ও প্রশাসনের সকল স্তরে দায়িত্বপ্রাপ্ত হবে।
১১. ইসলাম শুধু কথায় থাকবে, বাস্তবে আমল হবে এর সম্পূর্ণ বিপরীত।
১২. আমানতের খেয়ানতসহ নেফাকের সকল আলামত প্রকাশ পাবে।
১৩. শিরক ও বিদয়াতে দুনিয়া ভরপুর হবে।
১৪. কুরআনের শুধু রসম থাকবে।
১৫. মসজিদসমূহ সুশোভিত হবে, তবে তা থাকবে হেদায়াতশূন্য ।
১৬. আল্লাহর যমীনের ওপর সর্বাপেক্ষা নিকৃষ্ট শ্রেণির লোকেরা হবে আলেমগণ, এদের নিকট থেকে ফেতনা বের হবে এবং এদের মাঝেই তা ঘুরাফেরা করবে।
১৭. হত্যা, সন্ত্রাস ও বৃহৎ পরিসরে যুদ্ধ হতে থাকবে ।
১৮. নৈতিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটবে ইত্যাদি ।
দলীল : যেমন রাসূল (স) ইরশাদ করেন- إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعُ العِلْمُ وَيُكْثرَ الْجَهْل وَيَكْثر الزنا ويَكْثُرُ شَرْبُ الْخَمْرِ وَيُقِلُّ الرّجالُ ويَكْثُرُ النِّسَاءُ حَتَّى يَكُونَلخمسين امراة القيم الواحد.
কেয়ামতের নির্ধারিত সময় কেবল মহান আল্লাহই জানেন। তবে তা সংঘটিত হওয়ার পূর্বে হাদীসে বর্ণিত ছোট আলামতগুলো প্রকাশিত হবে। সুতরাং আমাদেরকে আল কুরআন ও সুন্নাহর যথার্থ অনুসরণ করতে হবে, যাতে আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারি।
আরো পড়ুন :
০১. সূরা ফাতিহা এর তাফসীর নামকরন ও শানে-নুযূল
ইনশাআল্লাহ কখন বলতে হয় এবং এর গুরুত্ব ও ফজিলত
আলহামদুলিল্লাহ এর ফজিলত ও গুরুত্ব এবং এর ব্যবহার বিস্তারিত
ট্যাগ সমূহ : কেয়ামতের ছোট আলামত,কিয়ামতের লক্ষণ,কেয়ামতের ছোট আলামত গুলো কি কি,কেয়ামতের ছোট আলামত গুলো কি,কিয়ামতের আলামত,কিয়ামতের ছোট আলামত গুলো কি কি,কিয়ামতের ছোট আলামত,কিয়ামতের ছোট ছোট আলামত সমূহ,কেয়ামতের ছোট আলামতসমূহ, |