হযরত মুগীরা ইবনে শুবা রাঃ এর জীবনী
সুপ্রসিদ্ধ সাহাবী হযরত মুগীরা ইবনে শোবা (রা) ছিলেন একজন সুদক্ষ প্রশাসক । হাদীসের খেদমতেও তিনি প্রভূত অবদান রাখেন। নিম্নে তাঁর জীবনী সম্পর্কে আলোকপাত করা হলো-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম মুগীরা, উপনাম আবু আবদুল্লাহ এবং আবু ঈসা । পিতার নাম শোবা। তিনি তায়েফের সাকীফ বংশের লোক ছিলেন।
২. বংশধারা :
মুগীরা ইবনে শোবা ইবনে আবু আমের ইবনে মাসউদ ইবনে মাতাব ইবনে মালেক ইবনে কাব ইবনে আমর ইবনে সাদ ইবনে আউফ ইবনে কাসী ।
৩. ইসলাম গ্রহণ ও হিজরত :
হযরত মুগীরা (রা) হিজরী পঞ্চম সালে ইসলাম গ্রহণ করেন এবং সে সালেই মদিনায় হিজরত করেন।
৪. সরকারি দায়িত্ব পালন :
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা) তাঁকে বসরা, কুফা ও বাহরাইন এ তিনটি অঞ্চলের গভর্নর নিযুক্ত করেন। হযরত মুয়াবিয়া (রা)-এর শাসনামলে ৪১ হিজরীতে তিনি পুনরায় কুফার গভর্নর নিযুক্ত হন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করেন।
৫. হাদীস বর্ণনা :
তিনি রাসূল (স) থেকে সর্বমোট ১৩৫ খানা হাদীস বর্ণনা করেন। বহুসংখ্যক সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।
৬. গুণাবলি :
তিনি একজন কর্তব্যপরায়ণ, বিচক্ষণ ও মেধাবী সাহাবী ছিলেন। অনেক সময় তিনি রাসূল (স)-এর সফরসঙ্গী ছিলেন। তাঁর সম্পর্কে মুজাহিদ (র) বলেন, চার ব্যক্তি অত্যধিক বুদ্ধিমান ছিলেন, তাঁদের মধ্যে হযরত মুগীরা ইবনে শোবা অন্যতম।
৭. ইন্তেকাল :
বিশিষ্ট সাহাবী হযরত মুগীরা ইবনে শোবা (রা) ৫০ হিজরীর ২১ মহররম কুফায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী
হযরত নোমান ইবনে বশীর রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : মুগীরা ইবনে শোবা,mughira ibn shu’ba,মুগীরা ইবনে শোবা, মুগীরা ইবনে শুবা, মুগিরা ইবনে শুবা, মুগিরা,হযরত মুগীরা ইবনে শোবা (রা),হযরত মুগীরা ইবনে শুবা রাঃ এর জীবনী,হযরত মুগীরা ইবনে শুবা রাঃ,মুগীরা ইবনে শুবা রাঃ |