হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

হযরত যায়েদ রাঃ এর জীবনী, হযরত যায়েদ ইবনে খালেদ রাঃ এর জীবনী, হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী, হযরত যায়েদ রাঃ,হযরত যায়েদ

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

মহানবী (স)-এর অসংখ্য সাহাবীর মধ্যে হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী (রা) ছিলেন অন্যতম। তিনি হাদীসশাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন। তাঁর পরিচিতি নিম্নরূপ-

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম যায়েদ, উপনাম আবু তালহা। কারো মতে, আবু আবদুর রহমান, কারো মতে জারয়া। পিতার নাম খালেদ, নিসবতী নাম জুহানী। তাঁর বংশের ‘জুহাইনা’ নামক ব্যক্তির দিকে নিসবত করে তাঁকে ‘জুহানী’ বলা হয়। তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন।

২. জন্মগ্রহণ :

তিনি হিজরতের সাত বছর পূর্বে মদিনায় জন্মগ্রহণ করেন।

৩. বংশধারা :

তাঁর বংশধারা হলো, যায়েদ ইবনে খালেদ ইবনে জুহাইন ইবনে যায়েদ ইবনে লাউস ইবনে সাউদ ইবনে আসলাম ইবনে ইলহাক ইবনে কুযায়া।

৪. ইসলাম গ্রহণ :

হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী (রা)-এর ইসলাম গ্রহণের সময় সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর সম্বন্ধে জানতে গিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে, মক্কা বিজয়ের সময় লাওয়া জুহানী তাঁর সাথে ছিলেন। সম্ভবত তাঁরা উভয়ে এ সময় ইসলাম গ্রহণ করেছেন। কারো মতে, তিনি ষষ্ঠ হিজরীতে হোদায়বিয়ার সন্ধির পূর্বে ইসলাম গ্রহণ করেন। হোদায়বিয়া সন্ধির সময় তথায় উপস্থিত ছিলেন।

৫. বসতি স্থাপন :

এ প্রখ্যাত সাহাবী জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মদিনাকেই স্বীয় আবাসস্থল হিসেবে গ্রহণ করেন ।

৬. বর্ণিত হাদীস সংখ্যা :

তিনি রাসূল (স) হতে ৮১ টি হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে ইমাম বুখারী (র) ৫টি হাদীস সহীহ বুখারীতে উল্লেখ করেছেন। তাঁর নিকট হতে হযরত আতা ইবনে ইয়াসার, ইয়াযিদ (র) প্রমুখ হাদীস বর্ণনা করেছেন।

৭. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :

তাঁর থেকে যে সকল মনীষী হাদীস বর্ণনা করেছেন, তাদের মধ্যে তাঁর ছেলে খালিদ ও আবু হারব, আবু আমারা, আবদুর রহমান ইবনে আবি আমারা, আবুল হুবাব সাঈদ ইবনে ইয়াসার, ওবায়দুল্লাহ আল-খাওলানী, আবদুল্লাহ ইবনে কায়েস ইবনে মাখরামা, বুসর ইবনে সাঈদ, আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে ইয়াসার, ইয়াযিদ, আবু সালেম আল জাইশানী, ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওতবা, আবু সালামা ইবনে আবদুর রহমান প্রমুখ অন্যতম।

৮. ইন্তেকাল :

তাঁর ইন্তেকালের স্থান সম্পর্কে মতপার্থক্য পরিলক্ষিত হয়। যেমন- প্রসিদ্ধ মতানুসারে তিনি হিজরী ৭৮ সনে ৮৫ বছর বয়সে কুফা নগরীতে ইন্তেকাল করেন। কারো মতে, তিনি মদিনায়, কারো মতে, মিসরে ইন্তেকাল করেন।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত যায়েদ রাঃ এর জীবনী, হযরত যায়েদ ইবনে খালেদ রাঃ এর জীবনী, হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী, হযরত যায়েদ রাঃ,হযরত যায়েদ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top