আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা)-এর পরিচয় ও জীবনী নিম্নরূপ-
১. পরিচিতি :
তাঁর নাম আবদুল্লাহ, উপনাম আবু সাঈদ, আবু আবদুর রহমান। পিতার নাম মুগাফফাল.। তিনি মুযানী গোত্রের একজন বিশিষ্ট সাহাবী।
২. বংশ পরম্পরা :
আবদুল্লাহ ইবনে মুগাফফাল ইবনে আবদে নাহম ইবনে আফীফ ইবনে আসহাম ইবনে রাবীয়া ইবনে আদী ইবনে সালাবা ইবনে যুয়াইব আল মুযানী ।
৩. ইসলাম গ্রহণ :
তিনি ষষ্ঠ হিজরীতে মদিনায় ইসলাম গ্রহণ করেন।
৪. জেহাদে অংশগ্রহণ :
ইসলাম গ্রহণ করার পর তিনি সর্বপ্রথম হোদায়বিয়ার সন্ধিতে যোগদান করেন। ইকমাল গ্রন্থ প্রণেতা বলেন, তিনি হোদায়বিয়ার বৃক্ষের নিচে বাইয়াতকারীদের একজন। খায়বার যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। মক্কা বিজয়ের সময় তিনি রাসূল (স)-এর সঙ্গী ছিলেন। সওয়ারী ও মালের অভাবে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে না পেরে হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েন। অতঃপর ইবনে ইয়াসিন নামে এক ব্যক্তির সাহায্যে আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল (রা) এবং তাঁর এক সঙ্গী আবদুর রহমান ইবনে কাব (রা) তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের এ নিঃস্বতার বর্ণনায় সূরা তাওবার ৯২নং আয়াতটি অবতীর্ণ হয়-
ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا واعبهم تفيض من الدمع حزنا إلا يجدوا ما ينفقون –
হযরত ওমর (রা)-এর শাসনামলে ইরাকী বাহিনীতেও তিনি অংশগ্রহণ করেছিলেন।
৫. বসতি স্থাপন :
তিনি প্রথমে মদিনায় বসতি স্থাপন করেন। রাসূল (স)-এর ইন্তেকাল পর্যন্ত তিনি মদিনায় ছিলেন । অতঃপর হযরত ওমর (রা)-এর শাসনামলে বসরার লোকদের কেরাত শিক্ষাদানের উদ্দেশ্যে ছয় সদস্যবিশিষ্ট সাহাবীদের একটি দলের সাথে তাঁকেও প্রেরণ করা হয়। ইন্তেকাল পর্যন্ত তিনি বসরাতেই ছিলেন।
৬. হাদীসশাস্ত্রে তাঁর অবদান :
হাদীসশাস্ত্রে তাঁর বিরাট অবদান রয়েছে। তিনি রাসূল (স), হযরত আবু বকর (রা), ওসমান (রা) ও আবদুল্লাহ ইবনে সালেম (রা) থেকে সর্বমোট ৪৩টি হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে ইমাম বুখারী ও মুসলিম (র) যৌথভাবে চারটি এবং এককভাবে ইমাম বুখারী একটি এবং ইমাম মুসলিম একটি হাদীস বর্ণনা করেছেন। তাঁর থেকে অসংখ্য মুহাদ্দিস হাদীস বর্ণনা করেছেন। যেমন- হুমাইদ ইবনে হেলাল, সাবেত বুনানী, মুতাররাফ ইবনে আবদুল্লাহ ইবনে শাখখীর, মুহাবিয়া ইবনে কুররাহ (রা), ওকবা ইবনে সুহব্বান, হাসান বসরী, সাঈদ ইবনে জোবায়ের, আবদুল্লাহ ইবনে বুরাইদা ও তাঁর পুত্র ইয়াযিদ (র) প্রমুখ ।
৭. গুণাবলি :
তিনি একজন বিদ্বান সাহাবী ছিলেন। বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। হাসান বসরী (র) বলেন, বসরা শহর বিজিত হলে হযরত ওমর (রা) বসরার লোকদেরকে দ্বীন শিক্ষা দেয়ার উদ্দেশ্যে যে দশ জন সাহাবীকে সেখানে প্রেরণ করেছিলেন, আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) ছিলেন তাঁদের অন্যতম। তিনি একজন বুযুর্গ ব্যক্তি ছিলেন। হাসান বসরী (র) বলতেন, আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) অপেক্ষা অধিক বুযুর্গ ব্যক্তি অন্য কেউ অদ্যাবধি বসরায় জন্মগ্রহণ করেননি।
ইন্তেকাল :
তিনি হিজরী ৫৭ মতান্তরে ৫৯ অথবা ৬০ বা ৬১ সনে বসরায় ইন্তেকাল করেন। আবু বরযা (রা) তাঁর জানাযায় ইমামতি করেন । তাঁকে বসরায় সমাধিস্থ করা হয়। তিনি সাত জন সন্তান-সন্ততি রেখে পরপারে পাড়ি জমান।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ,হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা),আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা).হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী,আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী,আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ,আবদুল্লাহ ইবনে মুগাফফাল,হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল |