হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
প্রখ্যাত সাহাবী হযরত হাকেম ইবনে হাযম (রা)-এর পরিচিতি ও জীবনী নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম হাকীম, উপনাম আবু খালেদ, পিতার নাম হিযাম। তিনি উম্মুল মুমিনীন হযরত খাদীজা (রা)-এর ভ্রাতুষ্পুত্র ছিলেন।
২. জন্ম :
বাদশাহ আবরাহা কর্তৃক আক্রমণের ১৩ বছর পূর্বে তিনি কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন।
৩. ইসলাম গ্রহণ :
মক্কা বিজয়ের বছর তিনি ইসলাম গ্রহণ করেন। এর পূর্বে তিনি ৬০ বছর মুশরিক অবস্থায় জীবন যাপন করেন।
৪. জেহাদে যোগদান :
মুসলমান হওয়ার পরে সংঘটিত জেহাদসমূহে তিনি বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। খোলাফায়ে রাশেদীনের আমলেও জেহাদে অংশগ্রহণ করেন।
৫. বর্ণিত হাদীসের সংখ্যা :
তিনি মহানবী (স) থেকে সর্বমোট ৪০টি হাদীস বর্ণনা করেন। তাঁর থেকে ওরওয়া, সাঈদ ইবনুল মুসাইয়াব, মুহাম্মদ ইবনে সিরীন (র) প্রমুখ হাদীস বর্ণনা করেন।
৬. ফযিলত :
তিনি একশত দাস দাসী আযাদ করেন।
৭. ইন্তেকাল :
তিনি হিজরী ৫৪ সনে ১২০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ৬০ বছর মুশরিক অবস্থায় আর ৬০ বছর মুসলিম অবস্থায় জীবন যাপন করেন।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী,হযরত হাকেম ইবনে হাযম রাঃ,হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী,হযরত হাকেম রাঃ এর জীবনী,হযরত হাকেম রাঃ,হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী |