
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
প্রখ্যাত সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব (রা)-এর জীবনী নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম সামুরা, পিতার নাম জুনদুব, উপনাম আবু আবদুল্লাহ, আবু আবদুর রহমান, আবু মুহাম্মদ, আবু সোলায়মান। তিনি ফাজারী বংশোদ্ভূত এবং আনসারদের মিত্র।
২. বংশধারা :
সামুরা ইবনে হেলাল ইবনে হুদাইজ ইবনে মুররাহ ইবনে হাযম ইবনে আমর ইবনে জাবের ইবনে যুর রিয়াসতিন আল ফাজারী।
৩. গুণাবলি :
হযরত সামুরা ইবনে জুনদুব (রা) আনসারদের মিত্র ছিলেন। তিনি ছিলেন একজন প্রজ্ঞাময় ও নির্ভরযোগ্য হাদীস বর্ণনাকারী এবং সহজ-সরল, আমানতদার, খোদাভীরু এক মহান ব্যক্তি।
৪. হাদীসের খেদমত :
হাদীসশাস্ত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি مقلون স্তরের একজন বর্ণনাকারী । অর্থাৎ হাদীস বর্ণনায় তিনি রাবীদের মধ্যে তৃতীয় স্তরের সদস্য।
৫. হাদীস বর্ণনা :
তিনি রাসূল (স) ও অন্যান্য সাহাবীদের নিকট থেকে মোট ১২৩টি হাদীস বর্ণনা করেছেন । সিহাহ সিত্তাসহ হাদীসের বিশুদ্ধ গ্রন্থসমূহে তাঁর হাদীসগুলো স্থান লাভ করেছে। তাঁর থেকে অসংখ্য সাহাবী ও তাবেয়ী হাদীস বর্ণনা করেছেন। অনেকে তাঁকে مكشرون বর্ণনাকারীদের মধ্যে গণ্য করে থাকেন। অথচ এটা সঠিক নয়।
৬. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :
হযরত যিয়াদ ইবনে লবিদ (রা) তাঁকে বসরার গভর্নর নিয়োগ করেছিলেন। হযরত যিয়াদ (রা)-এর ইন্তেকালের পর হযরত মুয়াবিয়া (রা) ও তাঁকে কয়েক বছর এ পদে বহাল রাখেন।
৭. ইন্তেকাল :
এ মহান সাহাবী হিজরী ৫৯ সালে বসরায় ইন্তেকাল করেন। তাঁকে বসরাতেই সমাহিত করা হয়।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : সামুরা ইবনে জুনদুব,সামুরা বিন জুনদুব,হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী,হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ,হযরত সামুরা ইবনে জুনদুব,সামুরা ইবনে জুনদুব,সামুরা ইবনে জুনদুব রাঃ,সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী, |