হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

হযরত মুয়াবিয়া (রা),হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী pdf,হযরত মুয়াবিয়া রা ঃ এর জীবনী,হযরত আমীরে মুয়াবিয়া রা, ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া রা, হযরত আমীরে মুয়াবিয়া রা এর মর্যাদা,hazrat muawiya ra, হযরত মুয়াবিয়া কে ছিলেন,হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহু,হযরত মুয়াবিয়া রা,ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া pdf,ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া,হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী,হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী pdf,হযরত মুয়াবিয়ার জীবনী,হযরত মুয়াবিয়া কে,হযরত মুয়াবিয়া রা এর জীবনী,ইতিহাসের কাঠগুড়ায় হযরত মুয়াবিয়া রা, হযরত আমীরে মুয়াবিয়া রাঃ,হযরত আমীরে মুয়াবিয়া রাঃ এর মর্যাদা, হযরত আমিরে মুয়াবিয়া (রাঃ),
হযরত মুয়াবিয়া রাঃ

হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

বিশিষ্ট অহী লেখক সাহাবী হযরত মুয়াবিয়া (রা)-এর পরিচয় ও জীবনী নিম্নরূপ-

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম মুয়াবিয়া, পিতার নাম সখর, উপনাম আবু আবদুর রহমান । তবে তিনি আবু সুফিয়ান উপনামে অধিক প্রসিদ্ধ। তার মাতার নাম হিন্দা বিনতে ওতবা। তিনি ৬০৬ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। মুয়াবিয়া (রা) ছিলেন উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। ইসলাম গ্রহণের পূর্বে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

২. ইসলাম গ্রহণ :

মুয়াবিয়া (রা) অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের সময় স্বীয় পিতা আবু সুফিয়ানের সাথে ইসলাম গ্রহণ করেন । অন্য এক বর্ণনা মতে, মুয়াবিয়া (রা) হোদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেন, কিন্তু পিতার ভয়ে তা প্রকাশ করেননি।

৩. জেহাদে অংশগ্রহণ :

তিনি হোনাইন ও তায়েফ যুদ্ধে রাসূল (স)-এর সঙ্গে ছিলেন। হযরত আবু বকর (রা)-এর খেলাফতকালে সিরিয়া অভিযানসমূহে অংশগ্রহণ করেন এবং ওমর (রা)-এর খেলাফতকালে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন।

৪. রাসূল (স)-এর সাথে সম্পর্ক :

তাঁর সাথে রাসূল (স)-এর সম্পর্ক কয়েকভাবে রয়েছে। যেমন-
ক. ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষের দিক থেকে তিনি রাসূলের বংশের লোক।
খ. তিনি ছিলেন রাসূল (স)-এর শ্যালক। তাঁর বোন উম্মে হাবীবাকে রাসূল (স) বিয়ে করেছিলেন।
গ. তিনি কাতেবে অহীর অন্যতম সদস্য ছিলেন।

৫. গুণাবলি :

হযরত মুয়াবিয়া (রা) আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি একজন কূটনীতিবিদ এবং বুদ্ধিমান ও কুশলী শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে তাঁকে অনন্য প্রতিভাবান ও ব্যক্তিত্বসম্পন্ন শাসকরূপে অভিহিত করা হয়।

৬. হাদীস বর্ণনা :

তিনি মহানবী (স) থেকে সর্বমোট ১৬৩টি হাদীস বর্ণনা করেন । তন্মধ্যে মুত্তাফাকুন আলাইহি হলো ৪টি। আর ইমাম বুখারী এককভাবে ৮টি এবং ইমাম মুসলিম ৫টি হাদীস বর্ণনা করেন।

৭. শাসনক্ষমতা গ্রহণ :

হযরত ওমর (রা) তাঁকে দামেশকের শাসক এবং হযরত ওসমান (রা) তাঁকে সমগ্র সিরিয়ার শাসক নিয়োগ করেন। হযরত আলী (রা)-এর শাহাদাতলাভের পর তিনি ৬৬১ খ্রিস্টাব্দে সমগ্র মুসলিম জাহানের শাসক হন। তাঁর সময় সমগ্র আফ্রিকা মহাদেশ মুসলিম শাসনের অধীনে আসে এবং পূর্ব দিকে বুখারা, সমরকন্দ ও সিন্দুর সীমা পর্যন্ত রাজ্য বিস্তৃত হয়।

৮. আলী (রা)-এর সাথে বিরোধ :

হযরত আলী (রা) খেলাফতে আসীন হয়ে প্রশাসনে বহু রদবদল করেন । মুয়াবিয়া (রা)-কে সিরিয়ার গভর্নরের পদ থেকে অপসারণ করে সাহল ইবনে হানীফকে তাঁর স্থলাভিষিক্ত করেন। কিন্তু মুয়াবিয়া (রা) এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে স্বপদে বহাল থাকেন। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব শুরু হয় । যার সুদূরপ্রসারী পরিণতি আজো মুসলিম উম্মাহ ভোগ করছে।

৯. ইন্তেকাল :

তিনি ৬০ হিজরীতে ৭৮ বছর বয়সে দামেশকে ইন্তেকাল করেন। দেহাক ইবনে কায়েস তাঁর জানাযায় ইমামতি করেন।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী

হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী

হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী

দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ

দোয়ায়ে মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ

ট্যাগ সমূহ : হযরত মুয়াবিয়া (রা),হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী pdf,হযরত মুয়াবিয়া রা ঃ এর জীবনী,হযরত আমীরে মুয়াবিয়া রা:, ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া রা, হযরত আমীরে মুয়াবিয়া রা: এর মর্যাদা,hazrat muawiya ra, হযরত মুয়াবিয়া কে ছিলেন,হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু,হযরত মুয়াবিয়া রা,ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া pdf,ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া,হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী,হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী pdf,হযরত মুয়াবিয়ার জীবনী,হযরত মুয়াবিয়া কে,হযরত মুয়াবিয়া রা এর জীবনী,ইতিহাসের কাঠগুড়ায় হযরত মুয়াবিয়া রা, হযরত আমীরে মুয়াবিয়া রাঃ,হযরত আমীরে মুয়াবিয়া রাঃ এর মর্যাদা, হযরত আমিরে মুয়াবিয়া (রাঃ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top