হযরত নাফে রাঃ এর জীবনী
হাদীস বর্ণনাকারী তাবেয়ীদের মধ্যে হযরত নাফে (র) অন্যতম। তিনি বিশিষ্ট সাহাবায়ে কেরাম থেকে অনেক হাদীস বর্ণনা করেন। তাঁর জীবনচরিত নিম্নরূপ-
১. নাম ও পরিচয় :
তাঁর নাম নাফে, পিতার নাম সারজাস, তিনি ছিলেন দায়লাম গোত্রের লোক। তিনি হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা)-এর গোলাম এবং একজন সুপ্রসিদ্ধ তাবেয়ী ছিলেন।
২. ইসলাম গ্রহণ :
হযরত নামে দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর শাসনামলে আবদুল্লাহ ইবনে ওমরের হাতে ইসলাম গ্রহণ করেন। কিছুদিন পর তিনি তাঁকে দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে দেন।
৩. বাস্তব জীবন :
তিনি একাধারে ত্রিশবছর হযরত ইবনে ওমর (রা)-এর খিদমতে অতিবাহিত করেন। একদিন ইবনে ওমর (রা) তাঁকে ৩০,০০০ (ত্রিশ হাজার) তিরহাম দান করলে এ বিপুল অর্থ তাঁকে ফেনায় নিক্ষেপ করবে ভেবে তিনি তা গ্রহণ করেননি।
৪. হাদীস বর্ণনা :
হযরত নাফে তাঁর মনিব ইবনে ওমর, আয়েশা, আবু হোরায়রা, উম্মে সালমা, রাফে ইবনে খাদীজসহ অনেক সাহাবা থেকে হাদীস বর্ণনা করেছেন। তাঁর সনদে বর্ণিত হাদীসের নির্ভরযোগ্যতা সম্পর্কে ইমাম মালেক (র) বলেন- كنت اذا سمعت حديث نافع عن أبيه عمر لا أبالي أن لا اسمع من أحد
৫. ইন্তেকাল :
ইবনে সাদের মতে, নাফে ১১৭ হিজরী সালে ইন্তেকাল করেন।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত নাফে রাঃ এর জীবনী,নাফে রাঃ এর জীবনী,হযরত নাফে রাঃ,নাফে রাঃ,হযরত নাফে রাঃ এর জীবনী,হযরত নাফে |