হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রা) ছিলেন মহানবী (স)-এর একজন বিশিষ্ট সাহাবী। তিনি মধ্যম শ্রেণির হাদীস বর্ণনাকারীদের মধ্যে প্রথম সারির রাবী ছিলেন। তাঁর পরিচয় ও হাদীসশাস্ত্রে অবদান নিম্নে আলোচনা করা হলো-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম সাদ, উপনাম আবু সাঈদ। এ নামেই তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। পিতার নাম মালেক ইবনে সিনান । তিনি একজন সাহাবী।
২. নসবনামা :
তাঁর বংশধারা হচ্ছে, আবু সাঈদ সাদ ইবনে মালেক ইবনে শাবান ইবনে ওবায়েদ ইবনে সালেক ইবনে আবহার ইবনে খুদরা ইবনে আওফ ইবনে হারেস ইবনে খাযরাজ।
৩. জন্ম :
হিজরতের ১০ বছর পূর্বে হযরত আবু সাঈদ খুদরী (রা) জন্মগ্রহণ করেন।
৪. ইসলাম গ্রহণ :
পিতামাতা উভয়েই ৬২২ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করায় তিনি বাল্যকাল হতে ইসলাম গ্রহণ করে ইসলামী পরিবেশে লালিতপালিত হন।
৫. বাল্যকাল :
তাঁর পিতা সাদ উহুদ যুদ্ধে শহীদ হন। তাই সন্তানের জন্য কিছুই রেখে যেতে পারেননি। ফলে অল্প বয়সেই তিনি অর্থনৈতিক দুঃখ-কষ্টে পতিত হন। এতদসত্ত্বেও তিনি মহানবী (স)-এর বৈঠক থেকে এক মুহূর্তের জন্যও পিছপা হননি। এমনকি তিনি যথেষ্ট উৎসাহের সাথে হাদীস কণ্ঠস্থ করেন।
৬. যুদ্ধে অংশগ্রহণ :
উহুদ যুদ্ধের সময় তিনি অত্যন্ত ছোট ছিলেন বলে তাঁকে এ যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি। তবে এরপর থেকে তিনি রাসূল (স)-এর সাথে সর্বমোট ১২টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
৭. হাদীস বর্ণনা :
সর্বাধিক হাদীস বর্ণনাকারীদের মধ্যে তিনিও একজন। রাসূল (স) থেকে তিনি সর্বমোট ১১৬০ (এক হাজার একশত ষাট)-টি হাদীস বর্ণনা করেছেন। এর মধ্যে ৪৬টি মুত্তাফাকুন আলাইহি। এছাড়া বুখারীতে এককভাবে ১৬ এবং মুসলিমে ৫২টি হাদীস উল্লেখ রয়েছে।
৮. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :
বিপুলসংখ্যক সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে রয়েছেন হযরত জাবের, যায়েদ ইবনে সাবেত, ইবনে আব্বাস, আনাস, ইবনে ওমর, ইবনে যোবায়ের (রা) প্রমুখ। আর তাবেয়ীদের মধ্যে রয়েছেন সাঈদ ইবনুল মুসাইয়াব, আবু সালামা, ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওতবা, আতা ইবনে ইয়াসার (র) প্রমুখ।
৯. গুণাবলি :
তিনি একাধারে একজন হাফ্যে, বিজ্ঞ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও শরীয়ত বিশেষজ্ঞ ছিলেন।
১০. ইন্তেকাল :
তিনি হিজরী ৭৪ সালে ৮৪ বছর বয়সে শুক্রবার পবিত্র মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকীতে তাঁকে দাফন করা হয় ।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত আবু সাঈদ খুদরী, হযরত আবু সাঈদ খুদরী রা, আবু সাঈদ খুদরী, আবু সাঈদ খুদরী জীবনী,হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত,হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী,হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী,আবু সাঈদ খুদরী (রাঃ) |