হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী,হযরত আবু মুসা আশয়ারী,আবু মুসা আশয়ারী,আবু মুসা আশআরী,abu musa al ashari,হযরত আবু মুসা আশআরী রা,হযরত আবু মুসা রা,hazrat abu musa ashari,hazrat abu musa ashari biography,এর জীবনী,
হযরত আবু মুসা আশয়ারী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

মক্কা নগরীতে প্রাথমিক পর্যায়ে যেসব লোক ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে আবু মুসা আশয়ারী (রা) অন্যতম। নিম্নে তাঁর পরিচিতি আলোচনা করা হলো-

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম আবদুল্লাহ, কুনিয়াত আবু মুসা, পিতার নাম কায়েস ইবনে সোলায়মান। তিনি ইয়েমেনের আল আশয়ার গোত্রের লোক ছিলেন এবং রাসূল (স)-এর একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন।

২. বংশধারা :

তাঁর বংশধারা হচ্ছে, আবু মুসা আবদুল্লাহ ইবনে কায়েস ইবনে সোলায়মান ইবনে হাদ্দার ইবনে আশয়ার।

৩. ইসলাম গ্রহণ :

তিনি পবিত্র মক্কায় রাসূল (স)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। মক্কায় প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে আবু মুসা আশয়ারী (রা) অন্যতম।

৪. হিজরত :

কুরাইশদের অত্যাচারের কারণে রাসূল (স)-এর অনুমতিক্রমে তিনি প্রথমে হাবশায় হিজরত করেন। পরে নৌযাত্রী হযরত জাফর ইবনে আবু তালেবের সাথে মদিনায় চলে আসেন।

৫. জেহাদে অংশগ্রহণ :

আবু মুসা আশয়ারী (রা) মক্কা বিজয়াভিযানে ও হোনাইন যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত ওমর (রা)-এর শাসনামলে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে ১৭ হিজরীতে তিনি নাসিবীন জয় করেন।

৬. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :

দশম হিজরীতে রাসূল (স) তাঁকে জুবাইদ, আদন ও ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করলে তিনি অত্যন্ত দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করেন। হযরত ওমর (রা)-এর খেলাফত আমলেও তাঁকে বসরা ও কুফার শাসনকর্তা নিযুক্ত করা হয়।

৭. গুণাবলি :

তিনি ছিলেন একাধারে একজন সরল, উদারপ্রাণ, খোদাভীরু, পরহেযগার, সহনশীল ও কর্তব্যপরায়ণ ব্যক্তি। আল্লাহর ভয়ে সর্বদা তিনি ক্রন্দন করতেন।

৮. হাদীস বর্ণনা :

তিনি রাসূল (স) থেকে সর্বমোট ৩৬০টি হাদীস বর্ণনা করেন। এর মধ্যে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) যৌথভাবে ৫০টি আর ইমাম বুখারী (র) এককভাবে ৪৫টি এবং ইমাম মুসলিম (র) ২৫টি হাদীস বর্ণনা করেন।

৯. তাঁর থেকে হাদীস বর্ণনা :

বহুসংখ্যক সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। এদের মধ্যে আমাশ, ইবনে মালেক ও তারেক ইবনে শিহাবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

১০. সন্তানসন্ততি :

তাঁর সন্তানসন্ততিদের মধ্যে মাত্র তিন পুত্রের কথা জানা যায়- তাঁরা হচ্ছেন, আবু বুরদা, আবু বকর ও ইবরাহীম।

১১. ইন্তেকাল :

হযরত আবু মুসা আশয়ারী (রা) ৬৩ বছর বয়সে ৫২ হিজরীতে মক্কা অথবা কুফা নগরীতে ইন্তেকাল করেন।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী,হযরত আবু মুসা আশয়ারী,আবু মুসা আশয়ারী,আবু মুসা আশআরী,abu musa al ashari,হযরত আবু মুসা আশআরী রা,হযরত আবু মুসা রা,hazrat abu musa ashari,hazrat abu musa ashari biography,আশআরী রা এর জীবনী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top