হযরত আবু বাকরা রাঃ এর জীবনী
মহানবীর ব্যক্তিগত চিকিৎসক ও প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বাকরা (রা)। নিম্নে তাঁর জীবনী উপস্থাপিত হলো—
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম নুফাই। কেউ বলেন মাসরূহ। উপনাম আবু বাকরা। পিতার নাম হারেস ইবনে কালদাহ। মাতার নাম সামিয়্যাহ। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ সাহাবী এবং রাসূল (স)-এর ব্যক্তিগত চিকিৎসক।
২. ইসলাম গ্রহণ :
রাসূল (স)-এর তায়েফ বিজয়ের দিন হযরত আবু বাকরা (রা) ইসলাম গ্রহণ করেন। ঐতিহাসিকগণ বলেন, একদা অতি প্রত্যুষে রাসূল (স)-এর নিকট আগমন করলে রাসূল (স) তাঁকে কৌতুক করে বলেছিলেন- يا ابا بكرة من اين جئت (হে প্রভাতের পিতা! কোত্থেকে এসেছ?) এ থেকে তাঁর নাম ابو بكرة হিসেবে প্রসিদ্ধি লাভ করে।
৩. প্রাথমিক জীবন :
আবু বাকরা প্রথম জীবনে গোলাম ছিলেন। মহানবী (স) তায়েফ তা রোধ করে ঘোষণা দিলেন যে, বহু গোলাম ইসলাম গ্রহণ করে। আবু বাকরা তাঁদের অন্যতম। ইসলাম গ্রহণ করার পর রাসূল (স)-এর ঘোষণা অনুযায়ী তিনি আযাদ স্বাধীন লোকেরা আমাদের সাথে মিলিত হলে তারা নিরাপদ আর গোলামগণ ইসলাম গ্রহণ করলে তারা আযাদ। এ ঘোষণার সাথে সাথে। হয়ে যান। কিন্তু তাঁর মনিব রাসূলের কাছে তাঁকে ফিরিয়ে নেয়ার আবেদন করলে তিনি তা প্রত্যাখ্যান করেন।
৪. চরিত্র ও কৃতিত্ব :
তিনি ছিলেন বিশিষ্ট সাহাবীদের অন্যতম। তিনি অত্যন্ত নেককার ও পরহেযগার ছিলেন। সদাসর্বদা ইবাদতের ব্যাপারে গবেষণামূলক চিন্তা করতেন।
৫. অন্যান্য তথ্যাবলি :
অন্যান্য তথ্যাবলির মধ্যে রয়েছে-
ক. হযরত ওমর (রা)-এর খেলাফত আমল পর্যন্ত তিনি মদিনায় ছিলেন।
খ. পরবর্তীতে বসরা নগরীতে তিনি স্থায়ীভাবে বসতি স্থাপন করেন।
গ. ওসমান (রা)-এর শাহাদাতের পর হতে ফেতনা এড়িয়ে চলা শুরু করেন।
ঘ. আলী ও মুয়াবিয়া (রা)-এর দ্বন্দ্বে তিনি নীরব ভূমিকা পালন করেন।
ঙ. সিফফীন ও জামাল কোনো যুদ্ধেই তিনি কারো পক্ষাবলম্বন করেননি।
৬. হাদীস বর্ণনা :
হাদীস বর্ণনায় তাঁর যথেষ্ট অবদান রয়েছে। তিনি রাসূল (স) থেকে সর্বমোট ১৩২টি হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে সহীহ বুখারী ও মুসলিমে সম্মিলিতভাবে আটটি এবং এককভাবে সহীহ বুখারীতে পাঁচটি ও সহীহ মুসলিমে তিনটি হাদীস উল্লিখিত হয়েছে।
৭. সন্তানসন্ততি : ইন্তেকালের সময় তিনি আটজন পুত্র সন্তান রেখে যান। তাঁরা হলেন আবদুল্লাহ, ওবায়দুল্লাহ, আবদুর রহমান, আবদুল আযীয, মুসলিম, রায়াদ, ইয়াযিদ এবং ওকবাহ।
৮. ইন্তেকাল :
হযরত আবু বাকরা (রা) বসরা নগরীতে ৪৯ মতান্তরে ৫২ সালে ইন্তেকাল করেন। তাঁকে বসরাতেই সমাহিত করা হয়।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী
হযরত নোমান ইবনে বশীর রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত আবু বাকরা,হযরত আবু বাকরাহ, hazrat abu bakrah,হযরত আবু বাকরা (রা),হযরত আবু বাকরা রাঃ এর জীবনী,আবু বাকরা রাঃ এর জীবনী,হযরত আবু বাকরা রাঃ,হযরত আবু বাকরাহ রাঃ এর জীবনী,হযরত আবু বাকরাহ রাঃ,হযরত আবু বাকরা রাঃ এর জীবনী |