হযরত আবু দারদা রাঃ এর জীবনী
হযরত আবুদ দারদা (রা) একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি স্বল্প সংখ্যক হাদীস বর্ণনাকারীদের অন্যতম এবং অতি দয়ালু ছিলেন। ইসলামের খেদমতে তাঁর প্রভূত অবদান রয়েছে। তাঁর পরিচয় ও অবদান নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম ওয়াইমির (عو يمر) মতান্তরে আমর। উপনাম আবুদ দারদা। উপাধি (حكيم الأمة) তিনি মদিনার খাযরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রীর নাম খাযরা ।
২. জন্মগ্রহণ :
তিনি জাহেলী যুগে মদিনায় জন্মগ্রহণ করেন।
৩. পিতামাতার নাম :
তাঁর পিতার নাম সম্পর্কে ওলামায়ে কেরামের মধ্যে কয়েকটি মত পরিলক্ষিত হয়। যেমন- ১. আমের, ২. মালেক, ৩. সালাবা, ৪. আবদুল্লাহ। আর মাতার নাম সাহাব্বা অথবা ওয়াকিদা । তবে তিনি উম্মে দারদা নামেই অধিক প্রসিদ্ধি লাভ করেন।
৪. বংশধারা :
তাঁর বংশধারা হলো ওয়াইমির ইবনে যায়েদ ইবনে কায়েস ইবনে আইশা ইবনে উমাইয়া ইবনে মালেক ইবনে আদী ইবনে কাব ইবনে খাযরাজ। তিনি মদিনার খাযরাজ গোত্রের বিশিষ্ট সাহাবী ছিলেন।
৫. ওয়াইমির নামে প্রসিদ্ধির কারণ :
ওয়াইমিরের মেয়ের নাম দারদা। তাই তিনি এ নামে প্রসিদ্ধি লাভ করেন ।
৬. ইসলাম গ্রহণ :
তিনি বদর যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করেন। তবে তিনি তাঁর গোত্রের সর্বশেষ ইসলাম গ্রহণকারী ছিলেন। উহুদ যুদ্ধে তাঁর বীরত্ব দেখে রাসূলে আকরাম (স) বলেছেন- نعم الفارس عويمر (ওয়াইমির খুবই উত্তম অশ্বারোহী)।
৭. জেহাদে অংশগ্রহণ :
তিনি উহুদসহ পরবর্তী সকল যুদ্ধে অংশগ্রহণ করেন।
৮. অন্যান্য তথ্যাবলি :
দামেশকের জামে মসজিদে তিনিই সর্বপ্রথম কুরআন শিক্ষার দরস প্রতিষ্ঠা করেন। তিনি হযরত ওমর, ওসমান ও মুয়াবিয়া (রা)-এর শাসনামলে দামেশকের বিচারক নিযুক্ত হয়েছিলেন।
৯. হাদীস বর্ণনা :
তিনি সর্বমোট ১৭৯টি হাদীস বর্ণনা করেন। আর ذخائر المواريث নামক একখানি হাদীসের কিতাব একমাত্র আবুদ দারদা (রা)-এর হাদীসকেন্দ্রিক প্রণীত হয়েছে।
১০. চারিত্রিক গুণাবলি :
তিনি ছিলেন অতি দয়ালু, অতিথিপরায়ণ, সংসারত্যাগী, পরোপকারী, আপসহীন ও আড়ম্বরহীন জীবনের অধিকারী। তিনি সবসময় ফেতনা ফাসাদ এড়িয়ে চলতেন।
১১. প্রশাসনিক দায়িত্ব পালন :
তিনি হযরত ওমর ও ওসমান (রা)-এর খেলাফতকালে সিরিয়ার গভর্নর নিযুক্ত হন। হযরত মুয়াবিয়া (রা)-কে অত্যন্ত শ্রদ্ধা করতেন। মুয়াবিয়া (রা) কোথাও গমন করার সময় তাঁকে স্থলাভিষিক্ত করে যেতেন এবং তাঁর শাসনামলেও তিনি সিরিয়ার বিচারপতি ছিলেন।
১২. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :
তাঁর থেকে বহুসংখ্যক সাহাবী হাদীস বর্ণনা করেছেন। তাঁদের মধ্যে হযরত আনাস ইবনে মালেক, হযরত ফুযালা ইবনে ওবায়েদ, হযরত আবু উমামা, হযরত আবদুল্লাহ ইবনে ওমর ও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) অন্যতম।
১৩. ইন্তেকাল :
তিনি হিজরী ৩২ সন মোতাবেক ৬৫২ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর দামেশকে ইন্তেকাল করেন।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী
হযরত নোমান ইবনে বশীর রাঃ এর জীবনী
হযরত মুগীরা ইবনে শুবা রাঃ এর জীবনী
হযরত আবু আইয়ুব আল আনসারী রাঃ এর জীবনী
হযরত উবাই ইবনে কাব রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত আবু দারদা রা, আবু দারদা, হযরত আবু দারদা, হযরত আবু দারদা রাঃ,হযরত আবুদ দারদা, আবু দারদার জীবনী, আবু দারদা, আবু দারদা রাঃ, আবু দারদা রাঃ দোয়া, আবু দারদা নামের অর্থ,হযরত আবুদ দারদা (রা),হযরত আবু দারদা রাঃ এর জীবনী,আবু দারদা রাঃ এর জীবনী,হযরত আবু দারদা রাঃ,আবু দারদা রাঃ,হযরত আবু দারদা রাঃ এর জীবনী, |