সেহরি ও ইফতারের সময়সূচি শেরপুর

সেহরি ও ইফতারের সময়সূচি শেরপুর

একটি বছর ঘুরে আবারও আমাদের মাঝে চলে এসেছে মাহে রমাদান। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- সেহরি ও ইফতারের সময়সূচি জেনে নেওয়া। কেননা, আল্লাহ তা’আলা সেহরী ও ইফতারের সময় নির্দিষ্ট করে দিয়েছেন।

তিনি বলেন, “তোমরা পানাহার করো, যে পর্যন্ত না তোমাদের কাছে ভোরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম বা রোজা পালন করো।” (সূরা বাকারা : ১৮৭)

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩

পৃথিবীর আহ্নিক গতির কারণে সেহরি ও ইফতারের সময়সূচি আলাদা হয়ে থাকে। আমাদের দেশেও এলাকাভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি আলাদা আলাদা। কেননা, এক এক স্থানে সূর্য এক এক সময় ওঠে এবং এক এক সময় অস্ত যায় বলে, সেহরি ও ইফতারের সময়সূচি আলাদা।

সেহরি ও ইফতারের সময়সূচি শেরপুর :

ইসলামিক ফাউন্ডেশন গত ১২ই ফেব্রুয়ারি ২০২৩ এ (১৪৪৪ হিজরী) বা ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার প্রকাশ করেছে। আমরা সেই মোতাবেক প্রতি জেলার ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার আপডেট করেছি।

বিশেষ দ্রষ্টব্য : ১ লা রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল। সেহরির শেষ সময় সতর্কতামূলক ভাবে সুবহে সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব সাহরীর সর্তকতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজর আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলক ভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

Note : ঢাকা জেলা থেকে শেরপুর জেলার সেহরির সময় পার্থক্য ০ মিনিট এবং ইফতারের সময় পার্থক্য  মিনিট। যা নিচের ক্যালেন্ডারে যোগ-বিয়োগ করেই দেওয়া আছে।

শেরপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩

১৪৪৪ হিজরী রমজান২০২৩ খ্রিষ্টাব্দ মার্চ/এপ্রিলবারসাহরীর শেষ সময়ফজরের ওয়াক্ত শুরুইফতারের সময়
রহমত রহমত রহমত রহমত রহমতরহমত
০১২৪ মার্চশুক্র৪:৩৯ মি:৪:৪৫ মি:৬:১৬ মি:
০২২৫ মার্চশনি৪:৩৮ মি:৪:৪৪ মি:৬:১৭ মি:
০৩২৬ মার্চরবি৪:৩৬ মি:৪:৪২ মি:৬:১৭ মি:
০৪২৭ মার্চসোম৪:৩৫ মি:৪:৪১ মি:৬:১৮ মি:
০৫২৮ মার্চমঙ্গল৪:৩৪ মি:৪:৪০ মি:৬:১৮ মি:
০৬২৯ মার্চ বুধ৪:৩৩ মি:৪:৩৯ মি:৬:১৯ মি:
০৭৩০ মার্চ বৃহস্পতি৪:৩১ মি:৪:৩৭ মি:৬:১৯ মি:
০৮৩১ মার্চশুক্র৪:৩০ মি:৪:৩৬ মি:৬:২০ মি:
০৯১ এপ্রিলশনি৪:২৯ মি:৪:৩৫ মি:৬:২০ মি:
১০২ এপ্রিলরবি৪:২৮ মি:৪:৩৪ মি:৬:২১ মি:
মাগফিরাতমাগফিরাতমাগফিরাতমাগফিরাতমাগফিরাতমাগফিরাত
১১৩ এপ্রিলসোম৪:২৭ মি:৪:৩৩ মি:৬:২১ মি:
১২৪ এপ্রিলমঙ্গল৪:২৬ মি:৪:৩২ মি:৬:২১ মি:
১৩৫ এপ্রিলবুধ৪:২৪ মি:৪:৩০ মি:৬:২২ মি:
১৪৬ এপ্রিলবৃহস্পতি৪:২৪ মি:৪:৩০ মি:৬:২২ মি:
১৫৭ এপ্রিলশুক্র৪:২৩ মি:৪:২৯ মি:৬:২৩ মি:
১৬৮ এপ্রিলশনি৪:২২ মি:৪:২৮ মি:৬:২৩ মি:
১৭৯ এপ্রিল রবি৪:২১ মি:৪:২৭ মি:৬:২৩ মি:
১৮১০ এপ্রিলসোম৪:২০ মি:৪:২৬ মি:৬:২৪ মি:
১৯১১ এপ্রিলমঙ্গল৪:১৯ মি:৪:২৫ মি:৬:২৪ মি:
২০১২ এপ্রিল বুধ৪:১৮ মি:৪:২৪ মি:৬:২৫ মি:
নাজাতনাজাতনাজাতনাজাতনাজাতনাজাত
২১১৩ এপ্রিলবৃহস্পতি৪:১৭ মি:৪:২৩ মি:৬:২৫ মি:
২২১৪ এপ্রিলশুক্র৪:১৫ মি:৪:২১ মি:৬:২৫ মি:
২৩ ১৫ এপ্রিলশনি৪:১৪ মি:৪:২০ মি:৬:২৬ মি:
২৪১৬ এপ্রিলরবি৪:১৩ মি:৪:১৯ মি:৬:২৬ মি:
২৫১৭ এপ্রিলসোম৪:১২ মি:৪:১৮ মি:৬:২৬ মি:
২৬১৮ এপ্রিলমঙ্গল৪:১১ মি:৪:১৭ মি:৬:২৭ মি:
২৭১৯ এপ্রিল বুধ৪:১০ মি:৪:১৬ মি:৬:২৭ মি:
২৮২০ এপ্রিলবৃহস্পতি৪:০৯ মি:৪:১৫ মি:৬:২৮ মি:
২৯২১ এপ্রিলশুক্র৪:০৮ মি:৪:১৪ মি:৬:২৮ মি:
৩০২২ এপ্রিল শনি৪:০৭ মি:৪:১৩ মি:৬:২৯ মি:
শেরপুর শেরপুর শেরপুর শেরপুর শেরপুর শেরপুর
সেহরি ও ইফতারের সময়সূচি শেরপুর

উপরের সেহেরির সময়সূচী ও ইফতারের সময়সূচির তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে; ইসলামিক ফাউন্ডেশন এর প্রকাশ করা সময়সূচী থেকে। চাইলে সেটিও দেখে নিতে পারেন এই লিংক থেকে।

আল্লাহ তা’আলা আমাদের সকলকে সুস্থ রেখে মাহে রমজানের সবগুলো রোজা এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। (আমিন)

আরো পড়ুন :

রোজার ফরজ কয়টি ও কি কি ?

রোজা ভঙ্গের কারণ সমূহ

রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে ?

রোজার নিয়ত

রমজানের কুইজ

শবে কদরের ফজীলত ও আমলসমূহ

সমাজে প্রচলিত কিছু শিরক

সমাজে প্রচলিত কিছু বিদআত

কিয়ামতের আলামত সমূহ

১১৪. সূরা নাস এর তাফীসর

০১. সূরা ফাতিহা এর তাফসীর নামকরন ও শানে-নুযূল

ইনশাআল্লাহ কখন বলতে হয় এবং এর গুরুত্ব ও ফজিলত

আলহামদুলিল্লাহ এর ফজিলত ও গুরুত্ব এবং এর ব্যবহার বিস্তা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top