সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
মহানবী (স)-এর অন্যতম সাহাবী হযরত সাহল ইবনে সাদ (রা)। হাদীস বর্ণনায়ও তিনি ব্যাপক অবদান রাখেন। নিম্নে তাঁর পরিচিতি সংক্ষেপে আলোচনা করা হলো-
১. তাঁর ইসলামপূর্ব নাম :
জাহেলী যুগে তাঁর নাম ছিল حزن‘হাযান’ অৰ্থ- দুঃখ।
২. ইসলাম গ্রহণোত্তর নাম ও পরিচিতি :
ইসলাম গ্রহণের পর রাসূল (স) তাঁর নাম পরিবর্তন করে ‘সাহল’ রাখেন। পিতার নাম সাদ। উপনাম আবুল আব্বাস। তিনি একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। রাসূল (স)-এর ইন্তেকালের সময় তাঁর বয়স ছিল ১৫ বছর।
৩. বংশপরম্পরা :
তাঁর বংশপরম্পরা হচ্ছে- সাহল ইবনে সাদ ইবনে মালেক ইবনে খালেদ আনসারী, খাযরাজী, সায়েদী (রা)।
৪. হাদীসের খেদমত :
হযরত সাহল ইবনে সাদ (রা) একজন বিশিষ্ট রাবী ছিলেন। তিনি মহানবী (স) থেকে সর্বমোট ১৮৮টি হাদীস বর্ণনা করেছেন, যা বিভিন্ন সহীহ গ্রন্থে স্থান পেয়েছে।
৫. তাঁর নিকট হতে হাদীস বর্ণনাকারীগণ :
তাঁর নিকট হতে স্বীয় পুত্র আব্বাস, ইমাম যুহরী ও আবু হাযেম প্রমুখ হাদীস বর্ণনা করেছেন।
৬. ইন্তেকাল :
ইসলামের এ মহান সাধক ৮৮ হিজরী মতান্তরে ৯১ হিজরী সনে মদিনায় ইন্তেকাল করেন। কেউ কেউ বলেছেন- هو أخرُ مَنْ مَاتَ بِالْمَدِينَةِ مِنَ الصَّحَابَةِ অর্থাৎ, তিনি হলেন মদিনায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবী।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী,হ,সাহল ইবনে সাদ (রা),হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী,সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী,সাহল ইবনে সাদ,হযরত সাহল ইবনে সাদ,সাহল রাঃ এর জীবনী, |