সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী

সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ ,সাদ ইবনে আবু ওয়াক্কাস,সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবনী,সাদ ইবনে আবি ওয়াক্কাস বাংলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস এর জীবনী,সাদ বিন আবু ওয়াক্কাস,সাদ বিন আবি ওয়াক্কাস,ইবনে সাদ'হযরত সাদ বিন আবি ওয়াক্কাস (রাঃ),সাদ বিন আবি ওয়াক্কাস জীবনী,সাদ ইবনে আবি ওয়াক্কাস রা,সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবনী,সাদ ইবনে আবি ওয়াক্কাস বাংলা,saad ibn abi waqqas,
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ

সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী

প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা)-এর পরিচয় ও জীবনী নিম্নরূপ-

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম সাদ, উপনাম আবু ইসহাক, পিতার নাম মালেক ইবনে ওহাইব, মাতার নাম হামনাহ বিনতে আবু সুফিয়ান। তিনি একজন বিশিষ্ট সাহাবী ও আশারায়ে মুবাশশারার অন্যতম।

২. বংশধারা :

সাদ ইবনে আবু ওয়াক্কাস ইবনে ওহাইব ইবনে আবদে মানাফ ইবনে যুহরা ইবনে মুররা ইবনে লুয়াই ইবনে কিলাব ইবনে ফিহর ইবনে নযর ইবনে কিনান আল কুরাইশী।

৩. ইসলাম গ্রহণ :

আল্লামা আইনী (র)-এর মতে, ১৪ বছর বয়সে নবুয়তের ছয় বছর পরে তিনি ইসলাম গ্রহণ করেন। صاحب الاكمال বলেন, তিনি ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি নিজেকে তৃতীয় মুসলিম হিসেবে উল্লেখ করে বলেন- كنت شالث الاسلام

৪. গুণাবলি :

তিনি ছিলেন মুসতাজাবুদ দাওয়া (যার দোয়া কবুল করা হয়), তাঁর যে কোনো দোয়া কবুল করা হতো। লোকেরা তাঁর বদদোয়া থেকে বেঁচে থাকত এবং তাঁর নিকট কল্যাণের জন্য দোয়ার আকাঙ্ক্ষা করত। কারণ রাসূল (স) তার জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ! আপনি সাদের তীরকে লক্ষ্যভেদি বানিয়ে দিন এবং তাঁর দোয়া কবুল করুন।

৫. মদিনায় হিজরত :

মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম পর্যায়ে যারা মদিনায় হিজরত করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা) তাঁদের অন্যতম ।

৬. বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ :

তাঁরই বর্ণনা মতে, “আমি সর্বপ্রথম আল্লাহর পথে তীর নিক্ষেপ এবং রক্ত প্রবাহিত করি।” তিনি রাসূল (স)-এর সাথে সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন। তাঁকে فارس الاسلام বলা হয় । কেননা তিনিই সর্বপ্রথম ঘোড়ায় আরোহণ করে যুদ্ধে গিয়েছিলেন।

৭. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :

তিনি হযরত ওমর (রা)-এর ছয় সদস্যবিশিষ্ট মজলিসে শূরার অন্যতম সদস্য ছিলেন। হযরত ওমর (রা) তাঁকে কুফার গভর্নর নিযুক্ত করেন। তাঁর নেতৃত্বে পারস্যের বিভিন্ন শহর মুসলমানদের হস্তগত হয়।

৮. হাদীস বর্ণনা :

আল্লামা বদরুদ্দীন আইনী (র)-এর মতে, তিনি সর্বমোট ২৭০টি হাদীস বর্ণনা করেন। তন্মধ্যে متفق عليه হাদীস ১৫টি। এককভাবে ইমাম বুখারী ৫টি এবং ইমাম মুসলিম (র) ১৮টি হাদীস বর্ণনা করেন

৯. ইন্তেকাল ও দাফন :

মদিনা হতে দশ মাইল দূরে অবস্থিত আকিক নামক স্থানে ৫৫ হিজরীতে তিনি ইন্তেকাল করেন । সে সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁকে জান্নাতুল বাকীতে দাফন করা হয়।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত হামজা রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

হযরত আনাস রাঃ এর জীবনী

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী

আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী

আবু লুবাবা রাঃ এর জীবনী

হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী

হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী

হযরত উম্মে সালমা রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী

হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী

হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী

হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী

ট্যাগ সমূহ : সাদ ইবনে আবু ওয়াক্কাস,সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবনী,সাদ ইবনে আবি ওয়াক্কাস বাংলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস এর জীবনী,সাদ বিন আবু ওয়াক্কাস,সাদ বিন আবি ওয়াক্কাস,ইবনে সাদ’হযরত সাদ বিন আবি ওয়াক্কাস (রাঃ),সাদ বিন আবি ওয়াক্কাস জীবনী,সাদ ইবনে আবি ওয়াক্কাস রা,সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবনী,সাদ ইবনে আবি ওয়াক্কাস বাংলা,saad ibn abi waqqas,সাদ ইবনে আবি ওয়াক্কাস রা,সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবনী,সাদ ইবনে আবি ওয়াক্কাস বাংলা,saad ibn abi waqqas,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top