সবচেয়ে বড় মিথ্যা :
ইসলামের দৃষ্টিকোণ থেকে মিথ্যা কথা বলা একটি বড় গোনাহ্। আমাদের উচিত মিথ্যা কথা থেকে বিরত থাকা। কেননা মিথ্যাবাদীর পরিণাম অত্যন্ত ভয়াবহ। মিথ্যার ভয়াবহতা সম্পর্কে হাদিসে আছে, মিথ্যার সব পাপের জননী। অর্থাৎ সকল পাপের মা। আল্লাহ তা’আলা কুরআনে বলেন, তুমি বলো সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবেই। (১৭:৮১)
তিনি আরো বলেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না। (২:৪২)
হাদিসে আলোকে সবচাইতে বড় মিথ্যা কথা কোনটি এ নিয়ে নিচে বিস্তারিত বর্ণনা করা হলো-
وعن ابـن عـمـر رضـ قال النبي صلى الله عليه وسلم أفـرى الفرى أن يرى الرجل عينيه مالم تريا – بخاری
শব্দের অর্থ : ‘আফরাল ফিরা’-সবচেয়ে বড়ো মিথ্যা। ‘আন-ইউরিয়ার রাজুলু’-মানুষ দেখেছে । ‘আইনাইহি’—তার চোখ। ‘মালাম তারা’-যা সে দেখেনি।
আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হলো- মানুষ তার দু’চোখকে এমন জিনিস দেখাবে যা এ দু’টো চোখ দেখেনি। (বুখারী)
ব্যাখ্যা : অর্থাৎ সে স্বপ্নে তো কিছুই দেখেনি। কিন্তু ঘুম থেকে উঠে যতো সব আজগুবি ও কল্পিত কাহিনী শুনিয়ে থাকে এবং বলে আমি স্বপ্নে এসব দেখেছি। এরূপ করা চোখ দ্বারা মিথ্যা বলানোর শামিল ।
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এমন গর্হিত কাজ থেকে বিরত রাখুক। (আমিন)
ট্যাগ সমূহ : সবচেয়ে বড় মিথ্যা কি, , মিথ্যা নিয়ে হাদিস, মিথ্যা কথা নিয়ে উক্তি। সবচেয়ে বড় মিথ্যা কোনটি, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কি, |
আরো পড়ুন :
০১. সূরা ফাতিহা এর তাফসীর নামকরন ও শানে-নুযূল