রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি সর্বদা মহানবী (স)-এর খেদমতে নিয়োজিত থাকতেন । হাদীসশাস্ত্রেও তাঁর বিশেষ অবদান রয়েছে।
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম আসলাম, উপনাম আবু রাফে। তিনি হযরত আব্বাস (রা)-এর কিবতী গোলাম ছিলেন।আব্বাস (রা) তাঁকে রাসূল (স)-এর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। রাসূল (স) আব্বাস (রা)-এর ইসলাম গ্রহণের সুসংবাদ শুনে তাঁকে মুক্ত করে দিয়েছিলেন। তবে তিনি উপনামেই সমধিক পরিচিত। الاكمال প্রণেতা বলেন- كان قبطيا وكان للعباس فوهبه للنبي (ص) فلما بشر النبي (ص) بالإسلام العباس أعتقه .
২. নসবনামা :
তাঁর নসবনামা হলো, রাফে ইবনে খাদীজ ইবনে আদী ইবনে তাযীদ ইবনে জুশাম ইবনে হারেসা ইবনে হারেস ইবনে খাযরাজ ইবনে আমর ইবনে মালেক ইবনে আউস আল আনসারী আল হারেসী।
৩. জন্ম :
তিনি হিজরতের প্রায় ১৩/১৪ বছর পূর্বে জন্মগ্রহণ করেন।
৪. ইসলাম গ্রহণ :
তিনি বদর যুদ্ধের পূর্বে ইসলাম গ্রহণ করেন; কিন্তু কাফেরদের ভয়ে তা প্রকাশ করেননি।
৫. ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ :
একবার কুরাইশরা তাঁকে কোনো এক প্রয়োজনে রাসূল (স)-এর দরবারে প্রেরণ করেন। তিনি রাসূল (স)-এর নূরানী চেহারার জ্যোতি দেখে বিহ্বল হয়ে পড়লেন এবং বললেন, আমি আর আপনার নিকট থেকে ফিরে যাব না। নবী করীম (স) তাঁর এ আবদার প্রত্যাখ্যান করে বললেন, তুমি এবার চলে যাও, পরে যদি তোমার হৃদয় ইসলামের প্রতি ঝুঁকে পড়ে তখন চলে এসো। রাসূল (স)-এর কথামতো তিনি চলে গেলেন। কিছুদিন পর তিনি মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন।
৬. যুদ্ধে অংশগ্রহণ :
তিনি ঐতিহাসিক বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। মক্কায় ছিলেন বলে তিনি বদরের যুদ্ধে
অংশগ্রহণ করতে পারেননি। বদরের যুদ্ধের পর তিনি মদিনায় আগমন করেন এবং সর্বপ্রথম উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন।
৭. হাদীস বর্ণনা :
হাদীস বর্ণনার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করায় তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা খুবই কম। তিনি রাসূল (স)-এর স্বীয় চাচা যুহাইর ইবনে রাফে এবং আবু রাফে প্রমুখ হতে সর্বমোট ৭৮ খানা হাদীস বর্ণনা করেন।
৮. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :
বহুসংখ্যক সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। যারা তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন, হযরত সায়েব ইবনে ইয়াযিদ, মুজাহিদ, আতা এবং শাবী ।
৯. ইন্তেকাল :
উহুদের যুদ্ধে তাঁর গায়ে একটি তীরের আঘাত লেগেছিল। এ তীরের আঘাত খলিফা আবদুল মালেক ইবনে মারওয়ানের শাসনামলে নতুনভাবে ফুটে ওঠে এবং এটা থেকে রক্তক্ষরণ শুরু হয়। ফলে তাঁরই শাসনামলে ৭৩ হিজরী সালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এটা ইয়াহিয়া ইবনে বুকাইরের অভিমত। এছাড়া তাঁর মৃত্যুকাল সম্পর্কে নিম্নোক্ত অভিমত পরিলক্ষিত হয়। যেমন-
ক. আল্লামা ওয়াকেদী (র) বলেন, তিনি ৭৪ হিজরী সনে মৃত্যুবরণ করেন। হযরত ইবনে ওমর (রা) তাঁর জানাযা পড়ান।
খ. ইবনে কানে বলেন, তিনি ৫৯ হিজরী সনে মৃত্যুবরণ করেন।
গ. ইমাম বুখারী (র) স্বীয় ইতিহাসগ্রন্থে বলেছেন, তিনি মুয়াবিয়া (রা)-এর শাসনামলে মৃত্যুবরণ করেছেন।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী,রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী,রাফে ইবনে খাদীজ রাঃ,রাফে ইবনে খাদীজ রাঃ এর জীবনী,হযরত রাফে রাঃ এর জীবনী,হযরত রাফে রাঃ,হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী,রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী |