যে অবস্থায় অযু ফরয হয়

যে অবস্থায় অযু ফরয হয়,যে অবস্থায় অযু মুস্তাহাব,যে সব কারণে অযু সুন্নাত,যে কারণে অযু ফরয হয়,যে কারণে অযু মুস্তাহাব,অযুর ফরযসমূহ,অযুর ফরয,অযুর ফরজ

যে যে অবস্থায় অযু ফরয হয়

১. প্রত্যেক নামাযের জন্য অযু ফরয, সে নামায ফরয হোক অথবা ওয়াজিব । সুন্নাত হোক বা নফল ।
২. জানাযার নামাযের জন্য অযু ফরয ।
৩. সিজদায়ে তেলাওয়াতের জন্য অযু ফরয। যে সব অবস্থায় অযু ওয়াজিব
১. বায়তুল্লাহ তাওয়াফের জন্য ।
২. কুরআন মজীদ স্পর্শ করার জন্য ।

যে সব কারণে অযু সুন্নাত

১. শোবার পূর্বে অযু সুন্নাত ।
২. গোসলের পূর্বে অযু সুন্নাত ।

যে যে অবস্থায় অযু মুস্তাহাব

১. আযান ও তাকবীরের জন্য অযু মুস্তাহাব ।
২. খুতবা পড়ার সময়—জুমার খুতবা হোক বা নেকাহের খুতবা ।
৩. দ্বীনি তালিম দেয়ার সময় ।
৪. যিকিরে এলাহীর সময় ।
৫. ঘুম থেকে উঠার পর ।
৬. মাইয়েত গোসল দেবার পর ।
৭. নবী আমার-এর রওযা মুবারাক যিয়ারতের সময় ।
৮. আরাফার ময়দানে অবস্থানের সময়।
৯. সাফা ও মারওয়া সায়ী করার সময়।
১০. জানাবাত অবস্থায় খাবার পূর্বে ।
১১. হায়েয নেফাসের সময়ে প্রত্যেক নামাযের ওয়াক্তে ।
১২. সব সময় অযু থাকা মুস্তাহাব ।

অযুর ফরযসমূহ

অযুর চারটি ফরয এবং প্রকৃতপক্ষে এ চারটির নামই অযু । এ চারের মধ্যে কোনো একটি বাদ গেলে অথবা চুল পরিমাণ কোনো স্থান শুকনো থাকলে অযু হবে না ।
১. একবার গোটা মুখমণ্ডল ধোয়া । অর্থাৎ কপালের ওপর মাথার চুলের গোড়া থেকে থুতনির নীচ এবং এক কানের গোড়া থেকে অপর কানের গোড়া পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধোয়া ফরয ।
২.দু’হাত অন্ততঃ একবার কনুই পর্যন্ত ধোয়া ।
২.একবার মাথার এক চতুর্থাংশ মাসেহ করা।
৪. একবার দু’পা টাখনু পর্যন্ত ধোয়া ।

আরো পড়ুন :

গোসলের ফরজ কয়টি ও কি কি ?

নামাজের ফরজ মোট 13 টি

রোজার ফরজ কয়টি ও কি কি ?

ওযুর ফরজ কয়টি ও কি কি ?

ট্যাগ সমূহ : যে অবস্থায় অযু মুস্তাহাব,যে সব কারণে অযু সুন্নাত,যে কারণে অযু ফরয হয়,যে কারণে অযু মুস্তাহাব,অযুর ফরযসমূহ,অযুর ফরয,অযুর ফরজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top