
যে যে অবস্থায় অযু ফরয হয়
১. প্রত্যেক নামাযের জন্য অযু ফরয, সে নামায ফরয হোক অথবা ওয়াজিব । সুন্নাত হোক বা নফল ।
২. জানাযার নামাযের জন্য অযু ফরয ।
৩. সিজদায়ে তেলাওয়াতের জন্য অযু ফরয। যে সব অবস্থায় অযু ওয়াজিব
১. বায়তুল্লাহ তাওয়াফের জন্য ।
২. কুরআন মজীদ স্পর্শ করার জন্য ।
যে সব কারণে অযু সুন্নাত
১. শোবার পূর্বে অযু সুন্নাত ।
২. গোসলের পূর্বে অযু সুন্নাত ।
যে যে অবস্থায় অযু মুস্তাহাব
১. আযান ও তাকবীরের জন্য অযু মুস্তাহাব ।
২. খুতবা পড়ার সময়—জুমার খুতবা হোক বা নেকাহের খুতবা ।
৩. দ্বীনি তালিম দেয়ার সময় ।
৪. যিকিরে এলাহীর সময় ।
৫. ঘুম থেকে উঠার পর ।
৬. মাইয়েত গোসল দেবার পর ।
৭. নবী আমার-এর রওযা মুবারাক যিয়ারতের সময় ।
৮. আরাফার ময়দানে অবস্থানের সময়।
৯. সাফা ও মারওয়া সায়ী করার সময়।
১০. জানাবাত অবস্থায় খাবার পূর্বে ।
১১. হায়েয নেফাসের সময়ে প্রত্যেক নামাযের ওয়াক্তে ।
১২. সব সময় অযু থাকা মুস্তাহাব ।
অযুর ফরযসমূহ
অযুর চারটি ফরয এবং প্রকৃতপক্ষে এ চারটির নামই অযু । এ চারের মধ্যে কোনো একটি বাদ গেলে অথবা চুল পরিমাণ কোনো স্থান শুকনো থাকলে অযু হবে না ।
১. একবার গোটা মুখমণ্ডল ধোয়া । অর্থাৎ কপালের ওপর মাথার চুলের গোড়া থেকে থুতনির নীচ এবং এক কানের গোড়া থেকে অপর কানের গোড়া পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধোয়া ফরয ।
২.দু’হাত অন্ততঃ একবার কনুই পর্যন্ত ধোয়া ।
২.একবার মাথার এক চতুর্থাংশ মাসেহ করা।
৪. একবার দু’পা টাখনু পর্যন্ত ধোয়া ।
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : যে অবস্থায় অযু মুস্তাহাব,যে সব কারণে অযু সুন্নাত,যে কারণে অযু ফরয হয়,যে কারণে অযু মুস্তাহাব,অযুর ফরযসমূহ,অযুর ফরয,অযুর ফরজ |