যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী
প্রখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে সাবেত (রা)-এর পরিচয় ও জীবনী নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
নাম যায়েদ। উপনাম আবু সাঈদ ও আবু খারেজা। উপাধি কাতেবে অহী ও বাহরুল উলুম । পিতার নাম সাবেত, মাতার নাম নাওয়াব বিনতে মালেক । তিনি একজন প্রখ্যাত সাহাবী এবং কাতেবে অহী ছিলেন।
২. বংশধারা :
যায়েদ ইবনে সাবেত ইবনে যাহহাক ইবনে যায়েদ ইবনে লওজান ইবনে আমর ইবনে আবদে আওফ ইবনে গানাম ইবনে মালেক ইবনে নাজ্জার আল খাযরাজী, আন নাজ্জারী।
৩. বাল্যজীবন :
তাঁর পিতা সাবেত বুয়াসের যুদ্ধে শহীদ হন। তখন তাঁর বয়স ছিল ৬ বছর। অতঃপর তিনি মাতৃস্নেহে লালিত পালিত হন।
৪. ইসলাম গ্রহণ :
তিনি হিজরতের এক বছর পূর্বে মাত্র এগারো বছর বয়সে মাসয়াব ইবনে ওমায়েরের হাতে ইসলাম গ্রহণ করেন।
৫. গুণাবলি :
তিনি মীরাস সংক্রান্ত মাসয়ালায় দক্ষ ফকীহ সাহাবী ছিলেন। তিনি ছিলেন কুরআন মাজীদ সংকলনকারীদের অন্যতম। তিনি হযরত আবু বকর (রা)-এর আমলে কুরআন মাজীদ লিপিবদ্ধ করেন। পরে হযরত ওসমান (রা)-এর খেলাফতকালে উক্ত মাসহাফ হতে অনুলিপি প্রস্তুত করেন। শাবী বলেন- عَلَبٌ زَيْدُ النَّاسَ عَلَى اثْنَيْنِ الْفَرَائِضُ وَالْقُرْآنُ অর্থাৎ, দুটি বিষয়ে যায়েদ মানুষের ওপর প্রাধান্য পেয়েছেন- একটি হলো ফারায়েয, দ্বিতীয় কুরআন সংকলন।
৬. রাসূল (স)-এর সান্নিধ্যলাভ :
রাসূল (স)-এর হিজরতের পর তিনি তাঁর সান্নিধ্যেই সময় অতিবাহিত করেন। রাসূল (স) তাঁকে অহী লেখক হিসেবে নিযুক্ত করেন।
৭. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :
হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর শাসনামলে তিনি মজলিসে শূরার অন্যতম সদস্য ছিলেন। হযরত ওমর (রা)-এর শাসনামলে তিনি কাযীর দায়িত্ব পালন করেন এবং হযরত ওসমান (রা)-এর খেলাফত আমলে মদিনার কেন্দ্রীয় বায়তুল মালের তত্ত্বাবধায়ক নিযুক্ত হন।
৮. জেহাদে অংশগ্রহণ :
তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। কারণ তখন তাঁর বয়স ছিল মাত্র তেরো বছর। ওয়াকেদীর মতে, তিনি সর্বপ্রথম উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূল (স)-এর জীবদ্দশায় সংঘটিত এর পরবর্তী সকল যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর আমলেও তিনি ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন।
৯. হাদীস বর্ণনা :
তিনি রাসূল (স), হযরত আবু বকর, ওমর, ওসমান (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত হাদীস সংখ্যা ৯২টি। তাঁর থেকে বহু সংখ্যক সাহাবী ও তাবেয়ী হাদীস বর্ণনা করেছেন।
১০. ইন্তেকাল :
এ মহান সাহাবীর ইন্তেকালের সন নিয়ে মতানৈক্য রয়েছে। হযরত ইয়াহইয়া ইবনে বুকাইর (র) বলেন, তিনি হিজরী ৪৫ সনে মদিনায় ইন্তেকাল করেন। কেউ কেউ বলেন, ৪৮ হিজরী সনে তিনি ইন্তেকাল করেন। কারো মতে ৫১ আবার কারো মতে তিনি ৫৫ হিজরী সনে ইন্তেকাল করেন।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : যায়েদ ইবনে সাবেত, যায়েদ ইবনে সাবিত, জায়েদ ইবনে সাবিত,হযরত যায়েদ ইবনে সাবিত, জায়েদ বিন সাবিত,zayd ibn thabit, zayd ibn thabit story, zayd ibn thabit wrote on, zayd ibn thabit pdf, zayd ibn thabit, zaid ibn thabit compilation of quran, zayd ibn thabit biography, zayd ibn thabit hebrew,হযরত যায়েদ ইবনে সাবেত (রা),হযরত যায়েদ ইবনে সাবিত,হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী,যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী, |