মুনাফিকের অর্থ
মুনাফিক (আরবিতে : منافق, বহুবচন মুনাফিকুন)। যার অর্থ : একজন প্রতারক বা ভন্ড ধার্মিক ব্যাক্তি। যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে, কিন্তু গোপনে অন্তরে কুফরী বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এ ধরনের প্রতারণাকে বলা হয় নিফাক।
মুনাফিকের আলামত
কপটতা ও ধোঁকার যাবতীয় বৈশিষ্ট্য মুনাফিকদের মাঝে বিদ্যমান । কুরআন ও হাদীসে এদের সম্পর্কে বিশদ বর্ণনা এসেছে।
যুগে যুগে কাফের ও মুশরিকরা যত না দীনের ক্ষতি সাধন করেছে; কপটতার আশ্রয় নিয়ে মুনাফিকরা তার চেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। এরা পার্থিব স্বার্থ হাসিল ও ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে অন্তরে কুফর ও শিরক লালন করে; কিন্তু বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে। কুরআন ও হাদীসে এদের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করে এদের ভয়াবহ পরিণতি এবং মুসলমানদেরকে হুঁশিয়ার করা হয়েছে। নিম্নে মুনাফিকদের পরিচয়, বৈশিষ্ট্য ও সমাজে নেফাকীর ক্ষতির প্রভাব আলোচনা করা হলো।
কুরআনের আলোকে মুনাফিকদের বৈশিষ্ট্য
কুরআনের আলোকে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো হলো-
১. ঈমানদারদের সাথে ঠাট্টাবিদ্রূপ ও উপহাস করা। সূরা বাকারার সূচনাতে আল্লাহ তায়ালা মুনাফিকদের এহেন আচরণ উল্লেখ করে ইরশাদ করেন –
واذا لقـوا الـذيـن امـنـوا قـالـوا امـنـا واذا خـلـوا إلى شيطينهم قالوا نا معكم إنما نحن مستهزءون “
২. তারা মানুষদেরকে অসৎ কাজের নির্দেশ দেয় এবং সৎকাজ হতে নিষেধ করে। যেমন ইরশাদ হচ্ছে –
المنفقون والمنفقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ـ ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنفقين هم الفسقون. (سـورة الـتـوبـة – ٩٧)
৩. তাদের দানের হাত সংকুচিত। যেমন আল্লাহ তায়ালা বলেন-
هم الذين يقولون لا تنفقوا على من عند رسول على من عند رسول الله حتى ينفضوا
৪. মুমিনদের সম্পর্কে তারা বিদ্রুপ মন্তব্য করে। যেমন ইরশাদ হচ্ছে –
إذ يقول المنفقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم
৫. মুনাফিক তাগুত তথা কাফেরের নিকট বিচারের ভার অর্পণ করতে চায়। যেমন কুরআনে এসেছে-
الم تر إلى الذين يزعمون أنهم امنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا الى الطاغوت وقد أمروا أن يكفروا بـه ـ (سورة النساء – ٦٠)
৬. তারা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করে এবং মুমিনদের সাথে শত্রুতা পোষণ করে । যেমন ইরশাদ হচ্ছে-
الذين يتخذون الكفرين أولياء من دون الـمـؤمنين.
৭. শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করে। ফলে তারা আল্লাহকে ভুলে থাকে। যেমন আল্লাহ তা’আলা ইরশাদ করেন-
استحوذ علـيـهـم الشيطن فـانسـهـم ذكر الله –
৮. তারা অলসভাবে নামাযে দাঁড়ায়। যেমন মহান আল্লাহর বাণী-
واذا قاموا إلى الصلوة قاموا كسالي
৯. তারা লৌকিকতা প্রদর্শনের জন্য ইবাদত করে। যেমন আল্লাহ তায়ালা বলেন-
يراءون الناس ولا يذكرون الله الا قليلا
১০. তারা ঈমান ও কুফরীর মাঝে দোদুল্যমান। যেমন ইরশাদ হচ্ছে-
مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء
১১. তারা আল্লাহর সাথে প্রতারণা করে। যেমন কুরআনের বাণী-
ان المنفقين يخدعون الله وهو خادعهم
১২. তারা সুমিষ্ট ভাষায় মানুষের মনে আঘাত করে। যেমন ইরশাদ হচ্ছে-
واذا رايـتـهـم تعجبك اجسامهم وان يـقـولـوا تسمـع لـقـولهـم كـانـهـم خشب مسندة
১৩.তারা কথা বললে মিথ্যা বলে। যেমন ইরশাদ হচ্ছে –
إذا جاءت المنفقون قالوا نشهد إنك لرسول الله – والله يعلم إنك لرسوله والله يشهد إن المنفقين لكذبون
১৪. তারা শপথ কে ঢাল হিসেবে ব্যবহার করে।
اتخذوا إيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون.
১৫. তারা অহংকার করে ফিরে যায়।
وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رءوسهم ورأيتهـم يـصـدون ـ وهـم مستكبرون
১৬. তারা মানুষদেরকে আল্লাহর পথে দান করতে নিষেধ করে। যেমন ইরশাদ হচ্ছে-
هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا
হাদীসের আলোকে মুনাফিকদের বৈশিষ্ট্য
হাদীসে রাসূল (স) মুনাফিকদের আলামত উল্লেখ করতঃ ইরশাদ করেন-
الديـن يـقـولـون ايات المنافق ثلث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان۔
অন্য হাদীসে এসেছে – وإذا خاصم فجر অর্থাৎ, তাদের নিদর্শন হলো –
১. যখন কথা বলে মিথ্যা বলে।
২. আমানতের খেয়ানত করে।
৩. প্রতিশ্রুতি ভঙ্গ করে।
৪. ঝগড়ার সময় গালমন্দ করে।
উল্লিখিত ৪ টি অসৎ গুণ সম্পর্কে রাসূল (স) আরেকটি হাদীসে বলেন-
عن ابن عمر (رض) عن النبي (ص) قال أربع من كن فيه كان منافقا خالصا . ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها ـ إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر (بخاری) ۔
৫. নামাযের শেষ ওয়াক্তে খুব তাড়াহুড়া করে নামায আদায় করে।
৬. ফজর ও এশার সালাত তাদের নিকট খুবই কঠিন মনে হয় ।
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : মুনাফিকুন অর্থ, মুনাফিক অর্থ কি, মুনাফিক অর্থ, মুনাফিকের আচরণ কেন ক্ষতিকর, মুনাফিকের আলামত কয়টি, মুনাফিক এর লক্ষন, মুনাফিকদের ওয়াজ,মুনাফিক ও কাফিরের বৈশিষ্ট্য, মুনাফিক কাকে বলে, মুনাফিকরা কাদের চেয়েও মারাত্মক, মুনাফিকের কাকে বলে, মুনাফিক কবিতা, মুনাফিকরা কাফির কেন, মুনাফিক নিয়ে কবিতা,মুনাফিকের নিদর্শন, মুনাফিকের নিদর্শন কি,মুনাফিকের প্রথম লক্ষণ, মুনাফিকের প্রথম লক্ষণ, মুনাফিকের লক্ষণ কয়টি, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের লিস্ট, মুনাফিক হওয়ার কারণ, মুনাফিকুন অর্থ,মুনাফিকদের জন্য দুই সময়ের নামাজ কঠিন, মুনাফিক কাকে বলে,মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত কয়টি, মুনাফিকদের তিনটি লক্ষণ, মুনাফিক শব্দের অর্থ কি, মুনাফিক অর্থ কি, |