
ভুল করে খেয়ে ফেললে কি রোজা হবে ?
রমজানে রোজা রেখে অনেকেই ভুল করে খেয়ে ফেলেন, ভুল করে খেয়ে ফেললে কি রোজা হবে ? এখন তার করণীয় কি ? তার কি রোজা ভেঙ্গে গেছে ? নাকি ভাঙেনি ? নিচে এই সম্পর্কে কুরআন হাদিস দিয়ে আলোকপাত করা হলো-
খেয়ালের ভুলে কোন কিছু খেয়ে ফেললে ওই মুহূর্তে করণীয় সম্পর্কে হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন-
হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে। ওই ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে পান করিয়াছেন। (বুখারী হাদিস নং- ৬৬৬৯ ও মুসলিম হাদিস নং- ১১৫৫)
হাদিসের আলোকে করনীয় :
- রোজা অবস্থায় ভুলে পানাহার করলে তার করণীয় হলো- রোজাকে পূর্ণ করা। কারণ বেখেয়ালে পানাহারে রোজার কোনো ক্ষতি হয় না।
- পানহার অবস্থায় রোজার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দিতে হবে।
- কেউ যখন রোজা পালনকারীকে বেখেয়ালে পানহার করতে দেখবে, তখন ওই ব্যক্তির উচিত পানাহার কারীকে রোজার কথা স্মরণ করিয়ে দেওয়া।
- তবে নামাজের আগে ওযুর সময় যদি আপনি অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙ্গে যাবে। কারণ এই ভুল এড়ানো সম্ভব।
- এ কারণে রোজা রেখে ওযু করার সময় পানি মুখে গড়গড় না করতে পরামর্শ দেওয়া হয়। শুধু কুলি করে পানি ফেলে দিন।
অর্থাৎ সোজাসাপ্টা জবাব হচ্ছে, রোজাদার রোজা অবস্থায় বেখেয়ালে কোন কিছু খেয়ে ফেললে বা পান করলে, রোজার কোন ক্ষতি হবে না। অর্থাৎ তার উচিত রোজা চালিয়ে নিয়ে যাওয়া এবং নিয়মমতো ইফতার করে রোজা ভঙ্গ করা। তাহলে তার রোজা কোন ধরনের ক্ষতি ছাড়াই পূর্ণ হয়ে যাবে। (ইনশাআল্লাহ)
আল্লাহ আমাদেরকে জেনে বুঝে রোজা পালন করার তৌফিক দান করুক। (আমিন)
আরো পড়ুন :