
ফোঁড়া, ফুসকুড়ি ইত্যাদি উঠলে যে দুআ পড়তে হয়
আল্লাহর রাসূলের কোনো এক স্ত্রী থেকে বর্ণিত- আল্লাহর রাসুল সাঃ আমার গৃহে আসলেন, তখন আমার আঙ্গুলে ফুসকুড়ি উঠেছিল। আল্লাহর রাসূল সাঃ আমাদের বললেন, তোমার কাছে কি জারিরা নামক ওষুধটি আছে? তিনি সে ওষুধ ফুসকুড়ির ওপর রেখে বললেন, তুমি এ দুআ পড়। ফলে আমার ফুসকুড়ি মিলিয়ে যায়। দুআটি হলো—
اللهُم مُصَغَرَ الكَبيرِ وَمُكَبَرَ الصَّغِيرِ صَغَرُ مَا لي .
উচ্চারণ: আল্লাহুম্মা মুসাগ্নিরাল কাবিরি ওয়া মুকাব্বিরাস সাগিরি, সাগ্যির মা বি।
অর্থ: হে আল্লাহ! তুমি বড়কে ছোট কর এবং ছোটকে বড় কর। আমার এটিকে ছোট করে দাও। আমাল: ৬৩৫, ইবনুস সুন্নি, আমাল: ১০৩১, নাসাঈ, মুসনাদে আহমাদ ৫/৩৭০, মুসতাদরাকে হাকেম ৪/২০৭।
[জারিরা হলো আ্যকোরাস, এক ধরণের সুগন্ধ ফুলের তৈরি গুঁড়ো, যা ভারত থেকে আমদানি করা হত।]
আরো পড়ুন : ঝাঁড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা যাবে কিনা ?