তওবা :
জীবনে চলার পথে প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রত্যকক্ষনে আমরা গুনাহ করে আসতেছি। আমরা সবাই গুনাহগার। গুনাহগারের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথেই তওবা করে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা ও ইস্তেগফার করতেন। অনুরূপ ঈমানের পর নামাজ প্রদান ও সর্বশ্রেষ্ঠ ইবাদত হওয়া সত্ত্বেও, এই নামাজ আদায়ের পর তিনবার ইস্তেগফার পড়া সুন্নত। অর্থাৎ ইস্তেগফার শুধু পাপের পরেই নয়; ইবাদতের পরেও করা হয়। যেমন- হজ্জের পর ইস্তেগফার করা বিষয়ে কোরআনে উল্লেখ আছে যে, (হজ্জ শেষে) তারপর তোমরা বেরিয়ে পড়ো, যেভাবে মানুষ চলে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল পরম দয়ালু। (সূরা বাকারা : ১৯৯)
হাদিসের আলোকে সর্বোত্তম ইস্তেগফার নিয়ে নিচে আলোচনা করা হলো :
তওবা ইস্তেগফার দোয়া:
عن شداد بن أوس رضـ قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقـول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذبك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفرلى فـانه لايغفر الذنوب إلا أنت ـ بخـاری
শব্দের অর্থ : الاستغفار ‘আলইসতিগফারু’-ক্ষমা চাওয়া। ‘আল্লাহুম্মা’ –হে আল্লাহ। ‘খালাকতানী’-আপনি আমাকে সৃষ্টি করেছেন। ‘আহদিকা’-তোমার সাথে ওয়াদা করছি। ‘ওয়া’দিকা’— তোমার সাথে ওয়াদা । ‘ইসতাতা’তু’- স্যাধানুযায়ী । ‘আবূউ’-আমি স্বীকার করছি। ‘লা-ইয়াগফিরু’-ক্ষমা করবে না।
শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ইসতিগফার হলো তুমি একথা বলবে :
“হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমি ব্যতিত অন্য কোন ইলাহ্ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমার বান্দাহ্। আমি তোমার ইবাদত-বন্দেগী করবো বলে তোমার সাথে যে কথা দিয়েছি ও ওয়াদা করেছি তা প্রতিপালনের জন্যে সাধ্যানুযায়ী চেষ্টা করবো। আমি আমার অপকর্মের অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্যে তোমার নিকটই আশ্রয় চাই। আমাদেরকে যে অসংখ্য নেয়ামাত দান করেছো; সেগুলো আমি স্বীকার করছি। আমি যে সমস্ত গুনাহ করেছি; তার অপরাধ মেনে নিচ্ছি।
অতএব, হে আমার প্রতিপালক! আমার অপরাধ ক্ষমা করে দাও। তুমি ছাড়া আমার অপরাধ আর কে ক্ষমা করবে ?”-বুখারী
ট্যাগ সমূহ : তওবা ইস্তেগফার দোয়া, আস্তাগফিরুল্লাহ তওবা ইস্তেগফার দোয়া আরবি সাইয়েদুল ইস্তেগফার পড়ার নিয়ম সকল ইস্তেগফার সমূহ, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার,সর্বোত্তম ইস্তেগফার,আস্তাগফিরুল্লাহ তওবা, , |
আরো পড়ুন :