হযরত জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে সামুরা,হযরত জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী,জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী,হযরত জাবের ইবনে সামুরা রাঃ,জাবের ইবনে সামুরা রাঃ, হযরত জাবের ইবনে সামুরা (রা),জাবের ইবনে সামুরা (রা),হযরত জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী
জাবের ইবনে সামুরা

জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে সামুরা (রা) একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হাদীসশাস্ত্রে তাঁর অবদান অতুলনীয়। তাঁর সংক্ষিপ্ত পরিচিতি নিম্নরূপ-

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম- জাবের । উপনাম- আবু আবদুল্লাহ ও আবু খালেদ। পিতার নাম- সামুরা ইবনে জুনাদাহ । তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা)-এর ভাগিনা।

২. নসবনামা :

জাবের ইবনে সামুরা ইবনে জুনাদাহ (ইবনে ওমর) ইবনে জুনদুব ইবনে হুযাইর ইবনে রেয়াব ইবনে হাবীব ইবনে সুয়াতা ইবনে আমের ইবনে সাসা সুয়ারী। তিনি আমের গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ও তাঁর পিতা উভয়েই রাসূলের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন।

৩. বাসস্থান :

তিনি কুফায় বসবাস করতেন এবং শেষজীবন পর্যন্ত এখানে ছিলেন।

৪. হাদীসশাস্ত্রে অবদান :

হাদীসশাস্ত্রে তাঁর অবদান অপরিসীম। তিনি রাসূল (স) থেকে এবং স্বীয় পিতা সামুরা, স্বীয় মামা সাদ, হযরত ওমর, হযরত আলী, আবু আইয়ুব প্রমুখ থেকে সর্বমোট ১৪৬টি হাদীস বর্ণনা । করেছেন । প্রসিদ্ধ হাদীসগ্রন্থসমূহে তাঁর বর্ণিত হাদীস লিপিবদ্ধ রয়েছে।

৫. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :

অনেক সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। এদের মধ্যে হযরত শাবী, আবু খালেদ আল ওয়ালবী, সাম্মাক ইবনে হারব, জাফর ইবনে আবু সাওর, তামীম ইবনে তারফা, আবু আউন, হোসাইন ইবনে আবদুর রহমান, আবু ইসহাক ও আবদুল মালেক প্রমুখ উল্লেখযোগ্য।

৬. ইন্তেকাল :

তিনি হিজরী ৭৪ সনে কুফায় ইন্তেকাল করেন।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত হামজা রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

হযরত আনাস রাঃ এর জীবনী

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী

আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী

আবু লুবাবা রাঃ এর জীবনী

হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী

হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী

হযরত উম্মে সালমা রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী

হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী

হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী

হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী

সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী

হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী

হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী

হযরত নাফে রাঃ এর জীবনী

হযরত বেলাল রাঃ এর জীবনী

আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী

হযরত নোমান ইবনে বশীর রাঃ এর জীবনী

হযরত আবু বাকরা রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত জাবের ইবনে সামুরা,হযরত জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী,জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী,হযরত জাবের ইবনে সামুরা রাঃ,জাবের ইবনে সামুরা রাঃ, হযরত জাবের ইবনে সামুরা (রা),জাবের ইবনে সামুরা (রা),হযরত জাবের ইবনে সামুরা রাঃ এর জীবনী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top