ওবাদা ইবনে সামেত রাঃ এর জীবনী
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম ওবাদা, কুনিয়াত আবুল ওয়ালিদ। পিতার নাম সামেত ইবনে কায়েস, মাতার নাম কুররাতুল আইন বিনতে ওবায়দা ইবনে নাদলা। তিনি মদিনার অধিবাসী একজন আনসার সাহাবী। তাঁর বংশের নিসবত খাযরাজ ও সালেম উভয় দিকে করা হয় ।
২. বংশধারা :
তার বংশধারা হলো ওবাদা ইবনে সামেত ইবনে কায়েস ইবনে আহরাম ইবনে কাহার ইবনে সালাবা ইবনে গানাম ইবনে সালেম ইবনে আওফ ইবনে আমর ইবনে আওফ ইবনে খাযরাজ ।
৩. ইসলাম গ্রহণ :
হযরত ওবাদা ইবনে সামেত (রা) ৬২০ খ্রিস্টাব্দে আকাবার প্রথম বাইয়াতে ইসলাম গ্রহণ করেন। তিনি খাযরাজ গোত্রের প্রতিনিধি বা নেতা ছিলেন। এ সময় তাঁর গোত্রের মোট ছয় জন লোক ইসলাম গ্রহণ করেছিল ।
৪. জেহাদে অংশগ্রহণ :
আল্লাহর যমীনে তাঁর দ্বীন বিজয়ী করতে রাসূল (স)-এর সাথে হযরত ওবাদা ইবনে সামেত (রা)বদর, উহুদ, খন্দক ও বাইয়াতে রিদওয়ানসহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন।
৫. সরকারি দায়িত্ব পালন :
দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা) তাঁকে সিরিয়ার বিচারপতি ও মুয়াল্লিম নিযুক্ত করেন। তিনি সেখানে কাযীর দায়িত্বের পাশাপাশি প্রশিক্ষণের দায়িত্বও পালন করেন। তিনি তথাকার হিমস নামক নগরীতে বসবাস করতেন।পরবর্তীতে তাঁর দায়িত্ব পরিবর্তন করে তাঁকে ফিলিস্তিনে প্রেরণ করা হয় ।
৬. দৈহিকআকৃতি :
হযরত ওবাদা ইবনে সামেত (রা) দৈহিক গঠনের দিক দিয়ে লম্বাকৃতিবিশিষ্ট ও অত্যন্ত সুদর্শন একজন পুরুষ ছিলেন। তাছাড়া তিনি সুস্বাস্থ্য ও বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন।
৭. হাদীস বর্ণনায় অবদান :
হযরত ওবাদা ইবনে সামেত (রা) রাসূল (স) হতে সর্বমোট ১৮১টি মূল্যবান হাদীস বর্ণনাকরেছেন। তন্মধ্যে ইমাম বুখারী ও মুসলিম সম্মিলিতভাবে ৬টি হাদীস এবং এককভাবে ইমাম বুখারী ২টি ও মুসলিম ২টি হাদীস স্ব স্বকিতাবে উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামের মাঝে একমাত্র তিনিই ওবাদা ইবনে সামেত নামে পরিচিত। তাঁর নিকট হতে অনেকতাবেয়ী হাদীস বর্ণনা করেছেন।
৮. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :
সাহাবী ও তাবেয়ীদের বিরাট একটি দল তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- হযরত আনাস ইবনে মালেক (রা), হযরত আবু উমামা বাহেলী (রা), হযরত আবু উবাই(রা), হযরত আবু সালামা ইবনে আবদুর রহমান (রা), হযরত খালেদ ইবনে মাদান (রা), হযরত ইয়ালা ইবনে শাদ্দাদ (রা) প্রমুখ ।
৯. মৃত্যুবরণ ও দাফন :
বিশিষ্ট সাহাবী হযরত ওবাদা ইবনে সামেত (রা) হিজরী ৩৪ সালে ৭২ বছর বয়সে ফিলিস্তিনের ‘রামাল্লা’ নামক স্থানে অথবা বায়তুল মুকাদ্দাসে ইন্তেকাল করেন। তাঁকে বায়তুল মুকাদ্দাসের নিকট দাফন করা হয়।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী
হযরত নোমান ইবনে বশীর রাঃ এর জীবনী
হযরত মুগীরা ইবনে শুবা রাঃ এর জীবনী
হযরত আবু আইয়ুব আল আনসারী রাঃ এর জীবনী
হযরত উবাই ইবনে কাব রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত ওবাদা ইবনে সামেত (রা),ওবাদা ইবনে সামেত (রা),ওবাদা ইবনে সামেত,হযরত ওবাদা ইবনে সামেত, হযরত ওবাদা ইবনে সামেত রাঃ এর জীবনী,ওবাদা ইবনে সামেত রাঃ এর জীবনী,হযরত ওবাদা ইবনে সামেত রাঃ,ওবাদা ইবনে সামেত,ওবাদা ইবনে সামিত |